টুইটারে অ্যাকাউন্টের বাড়তি সুরক্ষা পেতেও অর্থ গুনতে হবে
***********************************************************************
খুদে ব্লগ লেখার সাইট টুইটারে অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তায় অনেকেই টু স্টেপ বা দুই স্তরের লগইন পদ্ধতি ব্যবহার করেন। এ পদ্ধতিতে টুইটারে পাসওয়ার্ড লিখে লগইন করার সময় ফোনে একটি কোডযুক্ত এসএমএস পাঠানো হয়। কোডটি সঠিকভাবে লিখলেই কেবল টুইটারে লগইন করার সুযোগ মিলে থাকে। ফলে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। এত দিন বিনা মূল্যে ব্যবহার করা গেলেও আগামী ২০ মার্চের পর থেকে শুধু নীল টিকযুক্ত টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। অর্থাৎ অ্যাকাউন্টে বাড়তি সুরক্ষা পেতে হলে টুইটার ব্যবহারকারীদের মাসে কমপক্ষে আট ডলার খরচ করতে হবে।
এ বিষয়ে এক টুইটে টুইটার জানিয়েছে, অপরাধীরা ফোন নম্বরভিত্তিক দুই স্তরের লগইন পদ্ধতির অপব্যবহার করছেন। এ জন্য ২০ মার্চের পর থেকে শুধু নীল টিকযুক্ত অ্যাকাউন্ট ব্যবহারকারীরা টুইটারে দুই স্তরের লগইন পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে ব্যবহারকারীদের ফোন নম্বর যাচাই করে অ্যাকাউন্টে নীল টিক দিয়ে থাকে টুইটার। ফলে ভুয়া বা অন্যের ফোন নম্বর ব্যবহার করে চাইলেই যেকোনো অ্যাকাউন্টে নীল টিক যোগ করা যায় না।
উল্লেখ্য, কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে নীল টিক সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যোগ করতে খরচ হয় ১১ ডলার। তবে সব দেশে এখনো নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।
সূত্র: রয়টার্স, ম্যাশেবল
Source: প্রথম আলো
আউটলুকে কারিগরি সমস্যা
***********************************************************************
মাইক্রোসফটের ই-মেইল অ্যাপ আউটলুকে হঠাৎ করেই কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যার কারণে অনেক আউটলুক ব্যবহারকারীর ইনবক্সে অনাকাঙ্ক্ষিত ই-মেইল (স্প্যাম বা জাঙ্ক ই-মেইল) বেশি দেখা যাচ্ছে। ফলে প্রয়োজনীয় ই-মেইল খুঁজে পেতে সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আউটলুকের এ সমস্যার কথা তুলে ধরেছেন ইউরোপসহ বিভিন্ন দেশের আউটলুক ব্যবহারকারীরা। তাঁদের দাবি, গতকাল সোমবার থেকে হঠাৎ আউটলুকের ইনবক্স অসংখ্য স্প্যাম ই-মেইলে ভরে গেছে। মনে হচ্ছে আউটলুকের স্প্যাম ফিল্টার সুবিধা কাজ করছে না।
ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি খতিয়ে দেখতে কাজ শুরু করেছে মাইক্রোসফট। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ মাসের শুরুতেও কারিগরি সমস্যা হয়েছিল আউটলুকে। তখন নির্দিষ্ট সময় পর্যন্ত আউটলুকে ই-মেইল আদান-প্রদান করতে পারেননি অনেক ব্যবহারকারী।
সম্প্রতি নিজেদের ব্যবসায়িক যোগাযোগের সফটওয়্যার মাইক্রোসফট টিমসের চ্যাট–সুবিধা আউটলুকে যুক্তের উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। আগামী মার্চ মাসে চালু হতে যাওয়া এ সুবিধা কাজে লাগিয়ে আউটলুকে ই-মেইল পাঠানোর পাশাপাশি যে কারও সঙ্গে দ্রুত বার্তা বিনিময় করা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Source: প্রথম আলো
সাইবার হামলার কবলে ডোমেইন বিকিকিনির ওয়েবসাইট গোড্যাডি
***********************************************************************
ওয়েবসাইটের ডোমেইন বিকিকিনির জনপ্রিয় ওয়েবসাইট গোড্যাডিডটকমে বড় ধরনের সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। বিষয়টি স্বীকার করে ওয়েব হোস্টিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা গোপনে ম্যালওয়্যার যুক্ত করার পাশাপাশি সোর্স কোডও চুরি করেছে। সাইবার হামলার বিস্তারিত তথ্য জানতে নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি বিশ্বজুড়ে একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে গোড্যাডিডটকম।
এক বিবৃতিতে গোড্যাডিডটকম জানিয়েছে, হ্যাকারদের লক্ষ্য ছিল ফিশিং ও ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ও সার্ভারে সাইবার হামলা চালানো। হ্যাকারদের একটি দল সুপরিকল্পিতভাবে এবং একসঙ্গে এ সাইবার হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ডোমেইন কেনার জন্য বিভিন্ন ওয়েবসাইট থাকলেও জনপ্রিয়তার শীর্ষ রয়েছে গোড্যাডিডটকম। আর তাই ওয়েব হোস্টিং প্ল্যাটফর্মটিতে সাইবার হামলার ফলে তাদের কাছ থেকে কেনা অন্য কোনো ওয়েবসাইটে ম্যালওয়্যার ছড়িয়েছে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি গোড্যাডিডটকম কর্তৃপক্ষ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Source: প্রথম আলো
টিকটকে বড় ভিডিও বানিয়ে আয় করা যাবে
***********************************************************************
নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ‘ক্রিয়েটিভিটি প্রোগ্রাম’ নামের নতুন কর্মসূচি চালু করছে টিকটক। এ উদ্যোগের আওতায় বড় ভিডিও তৈরি করে আয় করতে পারবেন নির্মাতারা। ক্রিয়েটিভিটি প্রোগ্রাম মূলত টিকটকের ক্রিয়েটর ফান্ডের হালনাগাদ সংস্করণ। ২০২০ সালে চালু হওয়া ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে আয়ের পরিমাণ কম হওয়ায় দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন নির্মাতারা। নতুন এ উদ্যোগের আওতায় নির্মাতারা আগের তুলনায় বেশি আয় করতে পারবেন। তবে এ সুযোগ শুধু আকারে বড় ভিডিও নির্মাতারা পাবেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রাজিলের নির্বাচিত কনটেন্ট নির্মাতাদের ওপর ক্রিয়েটিভিটি প্রোগ্রামের কার্যকারিতা পরীক্ষা করছে টিকটক। শিগগিরই বিভিন্ন দেশে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি চালু করা হবে।
ক্রিয়েটিভিটি প্রোগ্রামের মাধ্যমে আয় করার জন্য ভিডিও নির্মাতাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। শুধু তাই নয়, উন্নত রেজল্যুশনে এক মিনিটের বেশি দৈর্ঘের ভিডিও তৈরি করতে হবে। অনুসরণকারীর সংখ্যা এবং ভিডিওর দর্শকসংখ্যাও বিবেচনা করে অর্থ দেবে টিকটক। এ বিষয়ে টিকটকের মুখপাত্র জ্যাকারি কাইজার জানিয়েছেন, বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থ থেকে নির্মাতাদের দেওয়া হবে না। ভিডিওর দর্শক সংখ্যার ওপর ভিত্তি করে আয়ের সুযোগ পাবেন নির্মাতারা। ফলে আয়ের পরিমাণও কমবেশি হবে।
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। তবে আকারে বড় ভিডিও নির্মাতাদের উৎসাহ দিতেই ক্রিয়েটিভিটি প্রোগ্রাম চালুর উদ্যোগ নিয়েছে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি।
সূত্র: দ্য ভার্জ
Source: প্রথম আলো
বাজারে ৭০০ গ্রাম ওজনের ছোট কম্পিউটার
***********************************************************************
হার্ডডিস্কসহ ৭০০ গ্রাম ওজনের ছোট কম্পিউটার (মিনি পিসি) দেশে এনেছে কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। ‘আসুস মিনি পিসি পিএন৫০-ইওয়ান’ মডেলের কম্পিউটারটির সঙ্গে মনিটর এবং কী-বোর্ড যুক্ত করে ব্যবহার করতে হয়। ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫, ইউএসবি ৩.২ জেন ২, এবং এইচডিএমআই ২ প্রযুক্তিনির্ভর কম্পিউটারটির দাম ৪৫ হাজার ৫০০ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড।
আট কোরের এএমডি রাইজেন৭ ৪৭০০ইউ প্রসেসরে চলা কম্পিউটারটিতে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত ডিডিআর৪ র্যাম ব্যবহারের সুযোগ থাকায় সহজে গেম খেলা যায়। আড়াই ইঞ্চি দৈর্ঘ্যের হার্ডডিস্কসহ কম্পিউটারটিতে আরও রয়েছে রেডিওন গ্রাফিকস কার্ড এবং এইচডিডি/এসএসডি কার্ড।
Source: প্রথম আলো
সোহেল রানা বললেন, ‘আমি কখনোই মেয়েদের পেছনে ঘুরে ঘুরে নাচি নাই’, চুপচাপ শুনলেন নিশো
***********************************************************************
একসঙ্গে তিন প্রজন্মের নবীন-প্রবীণ তারকা। শুটিং তাঁদের এক করেছে। আলাপ জমে উঠতে সময় লাগেনি মোটেও। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের একাল-সেকালের নানা প্রসঙ্গে আড্ডা জমে ওঠে। সম্প্রতি চ্যানেল আইয়ের একটি ঈদ অনুষ্ঠানের জন্য এক হয়েছিলেন তাঁরা। অভিনেতা সোহেল রানা, রিয়াজ, শাহরিয়ার নাজিম জয় ও আফরান নিশো। তারকাদের সেই মজার আড্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।
আলোচনার শুরুতেই সোহেল রানাকে দেখা যায়, আফরান নিশোর হাত ধরে রয়েছেন। সোহেল রানার ভাষায়, ‘যেখানে পুরুষের আধিপত্য আছে, যে গল্পে পুরুষদের মেয়েদের পেছনে ঘুরে ঘুরে নাচতে হয় না, এই যে না নাচার প্রচেষ্টা, এটাই আমরা করেছি।’ কথা শেষ না হতেই শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন করেন, ‘স্যার, আপনি এত বছর অভিনয় করলেন, কখনোই মেয়েদের পেছনে ঘুরে ঘুরে নাচেন নাই?’ সোহেল রানা তখন বলেন, ‘না, আমি নাচি নাই। ৪৫ বছরে ২০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছি। এক-দুইটা ছবিতে হালকা নেচেছি, তা-ও একা একা, কিন্তু ধরে নাচানাচি করিনি কখনো। আমি যেচে গিয়ে কখনোই কোনো নায়িকাকে বলি নাই, “প্রেম দাও আমাকে, আমি তোমার প্রেমিক, ভালোবাসি।”’
আফরান নিশো অভিনেতা সোহেল রানার কথাগুলো মন দিয়ে শুনছিলেন। এর মধ্যেই আবার জয় সোহেল রানাকে প্রশ্নে করেন, ‘যদি কোনো চিত্রনাট্যে থাকত, তাহলে আপনি এগুলো বলতেন না?’ সঙ্গে সঙ্গে সোহেল রানা বলেন, ‘না, বলতাম না। আমি সেই গল্পে অভিনয়ই করতাম না। আমি চিত্রনাট্য পড়ে তারপর সিনেমায় চুক্তিবদ্ধ হতাম। সব দেখে চিত্রনাট্য যা থাকত, সেটাই বলতাম।’
সোহেল রানা তরুণ অভিনেতা আফরান নিশোকে কিছু পরামর্শ দেন। নিশোর উদ্দেশে প্রবীণ এই অভিনেতা বলেন, ‘তুমি ভালো অভিনয় করছ, তুমি অবশ্যই একই রকমের চরিত্রে অভিনয় করবে, যেটাতে তুমি স্বাচ্ছন্দ্যবোধ করো। তুমি হ্যান্ডসাম, ভালো শিল্পী চরিত্র বাছাইয়ের বাইরে যাবে না।’ এ সময় নিশো সোহেল রানাকে সম্মান জানিয়ে বলেন, ‘স্যারের সঙ্গে এটা আমার প্রথম সামনাসামনি দেখা। আমি সব সময় আমার সিনিয়রদের সম্মান শ্রদ্ধা করি। তিনি আমার সম্পর্কে যেটা যেটা ভালো মনে করেছেন, সেটা বলেছেন। এটাকে আমি সম্মান জানাই।’
সোহেল রানার কাজের প্রসঙ্গে নিশো বলেন, ‘তাঁর সব কাজই আমার ভালো লাগে। সময়ের স্রোতে আমরা কাজ করি। এখানে কোনো কম্পেয়ার চলে না। তাঁর (সোহেল রানা) সময়ে তিনি যা করেছেন, আমাদের সময়ে আমরা সেই পথেই হাঁটছি। আমাদের মোটিভ একটাই।’ কাজগুলোর মোটিভ প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘আমাদের মোটিভ বিনোদনের মাধ্যমে শিক্ষা দেওয়া অথবা শিক্ষার মাধ্যমে বিনোদন দেওয়া। দুটো মিলেই একটা।’
আড্ডার এ ভিডিও ধারণ করছিলেন শাহরিয়ার নাজিম জয়। কথা প্রসঙ্গে নিশো জয়ের উদ্দেশে বলেন, ‘সোহেল রানা স্যার অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন, সেখানে নারীর পেছনে না ছুটলেও আমি দেখছি আপনাকে (জয়) সিনেমায় নারীর পেছনে ছুটতে। আপনি নারীর পেছনে ছুটেছেন, আমি ছুটি নাই।’ এ কথায় হাসতে থাকেন সোহেল রানাও। জয় তখন মজা করে বলেন, ‘আমি এখানেই ব্যতিক্রম। সোহেল রানা স্যার আমাদের জন্য আশীর্বাদ করবেন।’
সবশেষে সোহেল রানা বলেন, ‘আশীর্বাদটা দুজনের জন্যই, তবে ভালোবাসা বেশি থাকবে নিশোর জন্য। কারণ তুমি (নিশোর দিকে তাকিয়ে) পর্দায় নারীর পেছনে ছুটছ না।’ জয় তখন প্রশ্ন করেন, ‘স্যার আপনি নিশোর কথায় কীভাবে নিশ্চিত হলেন, আমি নারীর পেছনে ছুটছি?’ সোহেল রানা তখন বলেন, ‘আমি মাকে বাদ দিয়ে বলেছি। মায়ের পেছনে সব সময় ছুটবে।’ সোহেল রানাকে আগের একই প্রশ্ন আবার করেন জয়। তখন নিশো হেসে বলেন, ‘সবকিছুর ব্যাখ্যা করতে হবে কেন। কিছু জায়গা একটু চুপ থাকো।’ সবাই এবার হো হো করে হেসে ওঠেন। তিন প্রজন্মের এ আড্ডায় যোগ দেন চিত্রনায়ক রিয়াজ। শুরু হয় নতুন আড্ডা। সম্প্রতি একসঙ্গে তাঁরা চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের উপস্থাপক কেকা ফেরদৌসী।
Source: প্রথম আলো
হামলার শিকার সংগীতশিল্পী সনু নিগম
***********************************************************************
মুম্বাইয়ের চেম্বুর জিমখানায় এক কনসার্টে ভারতীয় সংগীতশিল্পী সনু নিগম হামলা ও গালিগালাজের শিকার হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় কনসার্টে স্থানীয় এক রাজনীতিবিদের ছেলে সনু নিগমের সঙ্গে জোর করে সেলফি তুলতে গেলে ধাক্কাধাক্কিতে এ ধরনের ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।
এ হামলার পরে সনু নিগম গণমাধ্যমে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন, যাতে পরবর্তী সময়ে লোকজন জোর করে সেলফি তোলা এবং হাতাহাতির করার আগে চিন্তা করে।
টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, কনসার্টে সনু নিগমের গান গাওয়ার সময় স্থানীয় শিবসেনা এমএলএর ছেলে সনু নিগমের ম্যানেজার সায়রার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে সনু মঞ্চ থেকে নামার সময় তাঁর সঙ্গে সেলফি তুলতে গিয়ে ধাক্কাও মারেন বিধায়কের ছেলে। এ সময় সনুকে বাঁচাতে এগিয়ে আসা দেহরক্ষী এবং গায়কের বন্ধু রাব্বানি খানকেও ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন সেই বিধায়কের ছেলে।
রাব্বানি খান সনু নিগমের গুরু ওস্তাদ গোলাম মোস্তাফা খানের ছেলে। এ ঘটনায় সনু নিগম তেমন ব্যথা না পেলেও তাঁকে বাঁচাতে গিয়ে দুজন আহত হয়েছেন। চার দিনের মিউজিক্যাল ফেস্টিভ্যালের শেষ রাতে পারফর্ম করার জন্য সনু নিগমকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল।
বিধায়কের ছেলের ওপর অভিযোগ এনে সনু নিগম এক বিবৃতিতে জানান, ‘শো শেষে আমি আমার সহকর্মী হরি প্রকাশ, রাব্বানি খান, সায়রা মাকানি যখন স্টেজ থেকে নামছি, এমন সময় হঠাৎ পেছন থেকে একটি ছেলে এসে আমাকে ধরে ফেলে। তারপর হরি প্রকাশ সেই ছেলেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, ছেলেটি হরি প্রকাশকে ধাক্কা দেয়। ছেলেটি আমাকেও ধাক্কা দেয়। আমিও সিঁড়িতে পড়ে যাই। আমার চুল ধরে টানে। ধাক্কা এতটাই জোরে ছিল যে আমার ম্যানেজার মাটিতে লুটিয়ে পড়ে। মরেই যেতে পারত।’
Source: প্রথম আলো
যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’
***********************************************************************
বাংলাদেশের সেন্সর বোর্ডে প্রায় চার বছর ধরে আটকে থাকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকায়। রিয়ালেন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে ১০ মার্চ কানাডা ও যুক্তরাষ্ট্রের সিনেমা হলে ছবিটি মুক্তি দেবে সিঙ্গাপুরভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। খবর ভ্যারাইটির।
সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার মধ্যে গত ২১ জানুয়ারি সিনেমাটি দেখেছে সেন্সর বোর্ডের আপিল কমিটি। আপিল কমিটির সদস্যদের বরাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে আসে, সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই। তবে তার দুই সপ্তাহের মাথায় প্রযোজনা প্রতিষ্ঠানকে জানানো হয়, এখনই সেন্সর ছাড়পত্র পাচ্ছে না সিনেমাটি, ছবিটি আবার দেখবে আপিল কমিটি। কার্যত পেন্ডুলামের মতো সিনেমাটির ভাগ্য ঝুলে রয়েছে।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটি জনসাধারণের মাঝে প্রদর্শনের উপযোগী নয় বলে মত দিয়েছিলেন সেন্সর বোর্ডের সদস্যরা।
সেন্সর ছাড়পত্র না পেলে বাংলাদেশের সিনেমা হলে কোনো সিনেমা প্রদর্শন করা যায় না, তবে দেশের বাইরে প্রদর্শনে কোনো বাধা নেই। যুক্তরাষ্ট্র ও কানাডার পর দ্বিতীয় দফায় আরও কয়েকটি দেশের সিনেমাটি মুক্তি পাবে। এর আগে বাংলাদেশের ‘হাওয়া’ ভারতে পরিবেশন করেছে কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।
মোস্তফা সরয়ার ফারুকী ভ্যারাইটিকে বলেন, ‘সিনেমাটি অবশেষে দর্শকের সামনে আসছে। সিনেমাটি আমাদের দেশের মানুষের দেখাটা খুব দরকারি। আমি আশা করেছিলাম, সিনেমাটি সবার আগে বাংলাদেশে মুক্তি পাবে; কিন্তু তা না হওয়ায় বিশ্বের দর্শকের সামনে সিনেমাটি নিয়ে আসছি। উত্তর আমেরিকার দর্শকের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
‘দীর্ঘ চার বছর ধরে অপেক্ষার পর আমরা সিনেমাটি বিশ্বের দর্শকের সামনে আনতে পারছি বলে আমরা খুবই আনন্দিত।’, বলেন সিইপিএলের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী শ্রেয়সী সেনগুপ্ত।
ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়ালের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করেছে জার্মান প্রযোজনা প্রতিষ্ঠান টানডেম প্রোডাকশন। এতে নুসরাত ইমরোজ তিশা, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়সহ আরও অনেকে অভিনয় করেছেন।
Source: প্রথম আলো