Jam tangan
Acara
Blog
Pasar
halaman
Lagi
Posts
Pengguna
Kelompok
permainan
Forum
Film
Pekerjaan
আকাশ: আমার বাবা এতই মোটা যে, ক্রিকেট খেলা দেখার সময় বাবা যখন টিভির সামনে দিয়ে হেঁটে যান; তখন। কুসুম: তখন কী? আকাশ: দু’একটা বল মিস করে ফেলি। কুসুম: আর আমার বাবা এতই মোটা যে, কোনো ব্রিজে হাঁটতে গেলে। আকাশ: হাঁটতে গেলে কী হয়? কুসুম: তার কাছে টোল দাবি করে!
চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, বাঘ কত ভয়ংকর প্রাণি, কী ভীষণ হিংস্র সে! বল্টু: (কাঁদো কাঁদো হয়ে) বাবা, এই বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে! বাবা: (আদুরে স্বরে) কী হবে তাহলে? বল্টু: আমি বাসায় যাব কীভাবে!
স্বামীর হার্টের অপারেশন শেষ হতেই সন্দেহপ্রবণ স্ত্রী দৌড়ে ওটিতে ঢুকেই অস্থিরভাবে প্রশ্ন শুরু করলেন— স্ত্রী: ওর হার্টে অন্য কিছুর অবস্থান কি পেয়েছেন, ডাক্তার সাহেব? ডাক্তার: যে বা যা-ই থাক ম্যাডাম, চিন্তার কিছু নাই আর বাইপাস করে দিয়েছি!
Muat lebih banyak
Anda akan membeli item, apakah Anda ingin melanjutkan?