Linkeei Linkeei
    #best #tructiepbongda #bongdatructuyen #software #xembongda
    Recherche Avancée
  • S'identifier
  • Enregistrez

  • Mode nuit
  • © 2025 Linkeei
    Sur • Annuaire • Contactez nous • Développeurs • politique de confidentialité • Conditions d'utilisation • Rembourser • Linkeei App install

    Sélectionner Langue

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Montre

Montre Bobines Films

Événements

Parcourir les événements Mes événements

Blog

Browse articles

Marché

Derniers produits

Pages

Mes Pages Pages aimées

Plus

Forum Explorer Messages populaires Jeux Emplois Des offres
Bobines Montre Événements Marché Blog Mes Pages Voir tout

Découvrir des postes

Posts

Utilisateurs

Pages

Groupe

Blog

Marché

Événements

Jeux

Forum

Films

Emplois

Magazine
Magazine
3 ans

ভালোবাসার উপহার এখন গ্যাজেটও
***********************************************************************
কাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসা দিবস দরজায় কড়া নাড়ার শব্দ নিশ্চয়ই টের পাচ্ছেন অনেকে। ভালোবাসার দিনে প্রিয় মানুষকে কী উপহার দেওয়া যায়, সেই ভাবনা থাকেই। তার ওপর বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আগামী ১ ফাল্গুন, বসন্তের প্রথম দিন। দুই উপলক্ষ উদ্‌যাপনের দারুণ দিন আগামীকাল।

দিন বদলের সঙ্গে এখন ভালোবাসা দিবসের উপহারের ধরনে এসেছে পরিবর্তন। রাজধানীর বসুন্ধরার সিটি শপিং কমপ্লক্সের নিক্কন টেলিকমে প্রিয় মানুষের জন্য স্মার্টফোন কিনতে এসেছেন ব্যবসায়ী সৈকত হোসেন। ‘ফুল, কেক, চকলেট, টেডি বিয়ার তো সারা বছরই প্রিয় মানুষকে উপহার দেওয়া হয়ই। তাই বিশেষ এই দিনে ডিজিটাল গ্যাজেট উপহার খুঁজতে এখানে আসা।’

শুধু সৈকত হোসেন একা নন, আজ সোমবার বসুন্ধরা সিটিতে প্রযুক্তিপণ্যের দোকানগুলো ঘুরে দেখা গেল, অনেকেই ভালোবাসা দিবস উপলক্ষে প্রযুক্তিপণ্য কিনতে এসেছেন। আরএম ট্রেডার্সের বিক্রয় ব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন জানান, ‘ভালোবাসা দিবস উপলক্ষে বিক্রিবাট্টা কিছুটা বেড়েছে। উপহার হিসেবে কী দিলে প্রিয় মানুষটি খুশি হবে, আর কোন পণ্য নিত্যদিন কাজে লাগবে—এ দুটি বিষয় মাথায় থাকে ক্রেতাদের। ইলেকট্রনিক পণ্য তাই এখন অনেকের পছন্দ। গ্যাজেট কেনার সময় আকার, রং ইত্যাদি নিয়েও ভাবতে হয় না।’

এবার দেখা যাক, ভালোবাসা দিবসের উপহার হিসেবে কোন গ্যাজেটের চাহিদা বেশি।

স্মার্টফোন
প্রযুক্তির এই যুগে স্মার্টফোন তো একটা ভালো উপহার হতেই পারে? ভালোবাসা দিবস উপলক্ষে স্মার্টফোন প্রতিষ্ঠানগুলোও দিচ্ছে নানা সুবিধা। ভিভো ‘কাপল ব্রাঞ্চ অফার’ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির ফ্লাগশিপ স্টোরে পিএস৫–এ গেম খেলে জিতে নিতে পারেন হোটেল শেরাটনে বিনা মূল্যে দুজনের ব্রাঞ্চ (সকালের নাশতা ও দুপুরের খাবার একসঙ্গে) কুপন। এ ছাড়া ভিভোর যেকোনো ফোন কিনলে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

শাওমি ‘ভালোবাসার অফার’ শুরু করেছে। নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে আছে পুরস্কার। ‘সারপ্রাইজ ইয়োর লাভ’ শীর্ষক সুবিধা ঘোষণা করেছে রিয়েলমি। দারাজ থেকে রিয়েলমি স্মার্টফোন বা আইওটি পণ্য কিনলেই থাকছে ১৪ শতাংশ পর্যন্ত ছাড় এবং ১২ মাসে ০ শতাংশ সুদে ইএমআই সুবিধা।

স্মার্ট ঘড়ি

ভালোবাসা দিবসের উপহারের তালিকায় আছে স্মার্ট ঘড়ি। আপনার প্রিয় মানুষ যদি স্বাস্থ্য সচেতন হন, তবে তাঁর জন্য স্মার্ট ঘড়ি হতে পারে দুর্দান্ত উপহার। অনেক স্মার্টওয়াচে ফিটনেস ট্র্যাকিং, জিপিএস ট্র্যাকিং, হৃৎস্পন্দন পর্যবেক্ষণের সুবিধা আছে। এমনকি ফোন কল করার বা এসএমএস পাঠানোর মতো সুবিধাও রয়েছে। বেশকিছু স্মার্টওয়াচে গানও শোনা যায়। তাই স্মার্টওয়াচ সঙ্গে নিয়ে বাইরে হাঁটতে কিংবা দৌড়াতে গেলে স্মার্টফোন সঙ্গে নেওয়ার তেমন প্রয়োজন পড়ে না।

ব্লুটুথ হেডফোন ও স্পিকার

প্রিয় মানুষ যদি গান শুনতে পছন্দ করেন, তবে ব্লুটুথ হেডফোন ও স্পিকার হতে পারে ভালোবাসা দিবসের উপহার। বাজারে বিভিন্ন দামের ও মানের ব্লুটুথ হেডফোন ও স্পিকার রয়েছে। ভালো মানের স্মার্ট স্পিকারও পাওয়া যায়। স্মার্ট স্পিকার বাড়ির যে কোনো জায়গা রাখতে পারবেন। ফলে বাড়ির নানা কাজ হয়ে ওঠে আরও সহজ। শুধু কথা বলেই স্মার্ট স্পিকারকে কাজের নির্দেশ দেওয়া যায়। সেটি হতে পারে গান ছাড়তে বলা, অ্যালার্ম সেট করা কিংবা আবহাওয়ার পূর্বাভাস জানানো।

নোটবুক

আপনার প্রিয় মানুষ কি লেখালেখি বা সিনেমা দেখতে ভালোবাসেন? তাহলে নোটবুক কম্পিউটার দিতে পারেন। আকারে ছোট হওয়ার কারণে যেকোনো জায়গায় লেখালেখির জন্য নোটবুক খুবই কাজের একটি গ্যাজেট। প্রচলিত ল্যাপটপের তুলনায় নোটবুক কিছুটা ছোট ও হালকা হওয়ায় সহজে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। আদতে ল্যাপটপে যে কাজগুলো করা যায়, নোটবুকেও সেগুলোর প্রায় সবই করা যায়।

ডিজিটাল ফটোফ্রেম

আপনাদের দুজনের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবিগুলোসহ দিতে পারেন ডিজিটাল ফটোফ্রেম। অন্যরকম এই উপহার নিঃসন্দেহে আপনার ভালোবাসার মানুষকে মনে করিয়ে দেবে সুন্দর মুহূর্তগুলোর কথা।

ভিডিও স্ট্রিমিং সাবস্ক্রিপশন

ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ, নাটক, সিনেমা দেখার অভ্যাস এখন কমবেশি অনেকেরই হয়েছে। ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন করে দিতে পারেন। অন্যরকম উপহার পেয়ে নিশ্চয়ই প্রিয় মানুষটি চমকে যাবেন। চরকি, নেটফ্লিক্স, হইচই, বিঞ্জ, ডিজনি প্লাসের মতো ওটিটির সেরা হরর, থ্রিলার, কমেডি সিরিজ বা তথ্যচিত্র দেখে ভালোবাসা দিবসের উপহারটি উপভোগ করা সুযোগ পাবে প্রিয় মানুষটি।

এ ছাড়া ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে উপহার হিসেবে দিতে পারেন পোলারয়েড ক্যামেরা, ভিআর হেডসেট, ক্যামেরা অ্যাকসেসরিজ, ডিজিটাল চাবির রিং ও পাওয়ার ব্যাংক।

Source:. প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

সেই নায়িকা ২৮ বছর পর
***********************************************************************
অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খান তিন দশকের বেশি সময় ধরে বড় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন। কিন্তু তাঁদের বহু হিট ছবির অনেক নায়িকা সময়ের স্রোতে কোথাও হারিয়ে গেছেন। গ্ল্যামার জগৎ থেকে দূরে তাঁরা স্বামী, সন্তান নিয়ে ঘোর সংসারী হয়ে উঠেছেন। এ রকমই এক হারিয়ে যাওয়া নায়িকা আবার বড় পর্দায় ফিরছেন। একসময় অক্ষয় আর তাঁর জুটি রুপালি পর্দায় ঝড় তুলেছিল।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ‘সৌগন্ধ’ ছবির সেই নায়িকাকে কী মনে আছে? ছিপছিপে গড়ন, উজ্জ্বল শ্যামবর্ণ আর গভীর দুটি চোখ তাঁর। নাম তাঁর শান্তিপ্রিয়া। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে বলিউড সাম্রাজ্যে পা রেখেছিলেন দক্ষিণি নায়িকা শান্তিপ্রিয়া।

‘সৌগন্ধ’ ছবিতে অক্ষয়-শান্তিপ্রিয়ার জুটি সবার নজর কেড়েছিল। এই ছবির পর তাঁকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। এরপর শান্তিপ্রিয়া সুপারস্টার মিঠুন চক্রবর্তীসহ আরও নায়কের সঙ্গে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন।

২৮ বছর পর সেই দক্ষিণি তারকা আবার বড় পর্দায় ফিরছেন। আর তাঁর প্রত্যাবর্তন বেশ শক্তপোক্ত হচ্ছে। জানা গেছে, ভারতের স্বাধীনতাসংগ্রামী সরোজিনী নাইডুর জীবনীচিত্রে শান্তিপ্রিয়া অভিনয় করতে চলেছেন। সরোজিনী নাইডুর যুবা বয়সের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোনাল মন্তেরোকে। আর খ্যাতনামা এই স্বাধীনতাসংগ্রামীর মধ্য বয়সের চরিত্রে শান্তিপ্রিয়া অভিনয় করবেন। এই আত্মজীবনীমূলক ছবিটি প্যান ইন্ডিয়া স্তরে মুক্তি পাবে। হিন্দি, তামিল, তেলেগু আর কন্নড় ভাষায় ছবিটি দেখা যাবে।

শান্তিপ্রিয়া এ রকম এক মহীয়সী নারীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি। তিনি মনে করেন যে তাঁর ক্যামব্যাক সত্যিই জোরদার হবে। আর শান্তিপ্রিয়া আরও খুশি যে ছবিটি চারটি ভাষায় মুক্তি পাবে। কারণ, আরও বেশিসংখ্যক মানুষের কাছে এই পরাক্রমশালী নারীর কাহিনি তিনি পৌঁছে দিতে পারবেন। জানা গেছে, এই দক্ষিণি অভিনেত্রী পর্দায় পুরোপুরি সরোজিনী নাইডু হয়ে উঠতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

শান্তিপ্রিয়া বলেছেন, ‘আমি এমন এক শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। আর এই চরিত্রের সঙ্গে আমি পুরোপুরি ন্যায় করতে চাই।’ এখন তিনি ব্যস্ত তাঁর ওজন বাড়াতে। কারণ, চরিত্রের প্রয়োজনে তাঁকে ওজন বাড়াতে হবে।

এই অভিনেত্রী বলেছেন, ‘আমি জানি চরিত্রের গভীরে পৌঁছাতে হলে আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। এখনকার কাজের ধারার সঙ্গে আমি পরিচিত হয়ে উঠছি। তাই আমাকে ১০-১২ কিলো ওজন বাড়াতে হবে। আর কোনো কাজ যখন চ্যালেঞ্জিং হয়, তখন আমি অন্তর থেকে আরও শক্তিশালী হয়ে উঠি।’ শান্তিপ্রিয়া আরও বলেছেন, ‘আমি বড় পর্দাকে অনেক মিস করেছি। এই দুনিয়া থেকে দূরে থাকার কারণে অনেক কিছু হারিয়েছি। আমি এই ছবির জন্য কঠোর পরিশ্রম করে এসব কিছু ভুলিয়ে দেব।’
বিনয় চন্দ্র পরিচালিত এই আত্মজীবনীমূলক ছবিতে হিতেন তেজওয়ানি আছেন। তাঁকে সরোজিনী নাইডুর স্বামী গোবিন্দের চরিত্রে দেখা যাবে। অভিনেত্রী জারিনা ওয়াবকে দেখা যাবে সরোজিনীর মা ভারাদা সুন্দরী দেবীর ভূমিকায়।

Source:. প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

ঘরের বস টয়া, শাওন তাহলে কী?
***********************************************************************
‘আমরা আমাদের জীবনসঙ্গীকে গ্রান্ডেট ধরে নিই। সে তো আছেই, থাকবেই। তার সঙ্গে যেমন ইচ্ছা তেমন আচরণ করা যায়। এমন ভাবনা থেকেই শুরু হয় সম্পর্কের তিক্ততা।’ ক্লোজআপ ‘ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ সিজন-৫-এর এক স্টুডিও অনুষ্ঠানে নিজের সম্পর্কের চমৎকার টিপস নিয়ে এ কথা বলেন মডেল ও অভিনয়শিল্পী মুমতাহিনা চৌধুরী টয়া। ভালোবাসার সম্পর্ক নষ্ট হওয়ার জন্য এটাকেই প্রধান কারণ হিসেবে মনে করেন তিনি। তাঁর সঙ্গে একমত প্রকাশ করেন টয়ার স্বামী, অভিনেতা সায়েদ জামান শাওন। অভিনেতা পরিচয়ের বাইরে শাওন পেশায় একজন কেবিন ক্রুও।
নিজেদের সম্পর্কের, ভালোবাসার রসায়ন জানতে চাইলে দুজনই জানান, টয়া বলেন, ‘ও তো থাকছেই—এমন ভাবনার কারণে জীবনসঙ্গীর প্রতি একধরনের অবহেলা চলে আসে। এ থেকেই খিটিমিটি শুরু হয়। আমি শাওনকে বলেছি, আমরা যেমন অফিসের বসকে সবচেয়ে বেশি সমঝে চলি, ভালো ব্যবহার করি, তেমনি জীবনসঙ্গীর সঙ্গেও তেমনটা আচরণ করি, তাহলে তিক্ততাগুলো কাছ ঘেষতে পারে না। আমরা দুজনই এটা মেনে চলি। চমৎকার আছি।’

সম্পর্কের সুন্দর রসায়ন এবং ভালো থাকার সঙ্গে সঙ্গে নিজেদের প্রথম প্রস্তাব এবং বিয়ের ঘটনা বর্ণনা করেন এই দম্পতি। ভালোবাসা দিবস উপলক্ষে ক্লোজআপ ও প্রথম আলো ডটকম আয়োজিত অনুষ্ঠানে তাঁরা শোনান নিজেদের জীবনের গল্প।

শাওন বলেন, ‘আমাদের বিয়ে হয় ২৯ ফেব্রুয়ারি। এটা প্ল্যান করেই হয়। তিন বছর আগে আমার জন্মদিনে টয়া আমাকে সারপ্রাইজ দেয়ার জন্য জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করে। আর আমি দ্বিগুণ সারপ্রাইজ ফেরত দেয়ার জন্য সেদিনই তাকে বিয়ের প্রস্তাব দিই। আমাদের দুই পরিবারই এই মজার বিয়ের প্রস্তাবটায় সহায়তা করে।’
প্রথম পরিচয়, বন্ধুত্ব ও বিয়ে নিয়ে একের পর এক প্রশ্নের মাধ্যমে এই জুটির কাছ থেকে তাদের নানা অজানা কথা দর্শকের সামনে তুলে ধরেন অনুষ্ঠানের সঞ্চালক নীল হুরেজাহান।

সম্পর্কের চমৎকার রসায়ন, চমকপ্রদভাবে বিয়ের প্রস্তাবসহ বিয়ের পর কতটুকু প্রেম টিকে আছে—জানতে চান উপস্থাপক। শাওন জানান, ‘বিয়ের আগে তো আসলে খুব বেশি প্রেম করা হয়নি। আমি ওকে সরাসরিই বলেছিলাম, আসলে প্রেম করে সময় নষ্ট করার সময় আমার নেই। আমি বিয়ে করব এবং বিয়ের পর প্রেম হবে। আমাদের ভাবনা মতো বিয়ের পরেই প্রেম বেশি হচ্ছে। আমাদের বিয়ের পরপরই শুরু হয়েছিল কোভিড-১৯। তো, গৃহবন্দী ওই সময়টাতে পরস্পরকে বুঝতে পেরেছি খুব বেশি।’

প্রেম তো বাড়লই, টক-ঝাল-মিষ্টির মতো ঝগড়াঝাঁটির খবর জানাতে গিয়ে টয়া বললেন, ‘একসঙ্গে থাকতে গেলে তো ঝামেলা লাগেই। ঝামেলা লাগলে তখন আমি তেমন কথা বলি না। কিন্তু শাওন যেভাবেই হোক ঝগড়া মিটমাট করে ফেলে। আমিও মিলে যাই। ঝগড়া বাড়তে দিই না আমরা দুজনের কেউই।’

ভালোবাসার দিনে ভালোবাসার গল্প করতে এসে দুজনের যে দিকগুলো ভালো, সেটা প্রকাশ করতে গিয়ে টয়ার কাছ থেকে জানা গেল শাওনের মানবিকতার কথা। সুন্দর আচরণের কথা। দায়িত্বশীলতার কথা। আর শাওন জানালেন, টয়া কোনো সমস্যা ছেড়ে দেয় না, সমাধান করে। টয়া খুবই রসবোধসম্পন্ন একজন মানুষ।

অন্যদিকে, নেতিবাচক আচরণের প্রসঙ্গে দর্শক জেনে যাবেন শাওনের সময় নিয়ে গড়িমসি ভাব আর টয়ার রাগলে একেবারে চুপ হয়ে যাওয়ার কথা। অনুষ্ঠানের শেষে দর্শকদের উদ্দেশে এই দম্পতি জানান, কাছের মানুষের যত্ন নিতে হবে। সেইসঙ্গে ভালো রাখতে হবে নিজেকেও। কারণ, আগে নিজেকে ভালো রাখলে, ভালোবাসলে সঙ্গের মানুষটিকেও ভালো রাখা যায়।

Source:. প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

ভালোবাসা দিবস ঘিরে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন
***********************************************************************
বইছে ফাগুনের হাওয়া। মনজুড়ে অন্য রকম অনুভূতি আর ভালো লাগার আমেজ। পোশাকে–প্রকৃতিতে ছড়ানো ভালোবাসার রং। কোকিলের ডাকে, হৃদয়ের বাঁকে বাঁকে প্রিয় মানুষকে স্মরণ–সুখের বারতা। বসন্ত ও ভালোবাসার যুগপৎ উদ্‌যাপনে ব্যস্ত সবাই। ভালোবাসা দিবস ঘিরে পাঠক–দর্শকদের জন্য তিন দিনের বর্ণিল আয়োজন করেছে প্রথম আলো ডটকম। অনুষ্ঠানগুলো একযোগে দেখা যাচ্ছে প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথম আলো ডটকমে।

ভালোবাসাবিষয়ক পরামর্শ–বিশ্লেষণমূলক আয়োজন ‘লাভ জিপিটি: গভীর প্রেমের টিপস’
প্রেম–ভালোবাসা–বিয়ে–সংসার—সম্পর্কের নানা সময়ে অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কে বুঝতে পারেন না অনেকেই। অনেক সময় নিতে পারেন না সঠিক সিদ্ধান্তও। মনের মধ্যে সারাক্ষণ বাজে একটাই প্রশ্ন—কী যে করি এখন? সম্পর্কের এমন জটিলতা নিয়ে দর্শক–পাঠকদের পাঠানো সমস্যা ও প্রশ্নের পরামর্শ–বিশ্লেষণমূলক আয়োজন ‘লাভ জিপিটি: গভীর প্রেমের টিপস’।

কথাসাহিত্যিক আনিসুল হকের সঞ্চালনায় পরামর্শ দেবেন মনোরোগ–বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার ও অভিনয়শিল্পী মাসুমা রহমান নাবিলা। হাতিল নিবেদিত প্রথম আলো ডটকমের বিশেষ এই অনুষ্ঠান প্রচারিত হবে আজ মঙ্গলবার রাত আটটায়।

জনপ্রিয় দম্পতিরা বলছেন ‘ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’
ভালো লাগা থেকে হয় ভালোবাসা। তারপর বোঝাপড়ার সূত্র ও মনের মিল থেকে প্রণয়। অতঃপর সংসার নামের ‘জটিল ধাঁধা’! ধাঁধাটি যাঁরা সহজে বুঝতে ও সমাধান করতে পারেন—তাঁরাই সুখী হন। মান–অভিমান, সুখ–দুঃখ ছাপিয়ে তখন ডালপালা মেলে দুজনের ভালোবাসার গল্পটাই।

সংগীত ও অভিনয়জগতের এ রকম তিন তারকাজুটি বলেছেন ভালোবাসা নিয়ে নিজস্ব দর্শন–দৃষ্টিভঙ্গি, ব্যাখ্যা, সুখে থাকার মূলমন্ত্র, পরস্পরের পছন্দ–অপছন্দের কথা।
জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাঁর স্বামী নেহাল সুনন্দ তাহেরের পর্বটি প্রচারিত হবে আজ বিকেল সাড়ে পাঁচটায়।

গতকাল প্রচারিত অন্য দুটি পর্বে ছিলেন কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও তাঁর স্বামী সৈয়দ রেজা আলী এবং অভিনয়শিল্পী জুটি মুমতাহিনা টয়া ও সায়েদ জামান শাওন।
ক্লোজআপ নিবেদিত ‘ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ অনুষ্ঠানের তিনটি পর্ব উপস্থাপনা করেছেন নীল হুরেজাহান।

তারকাদের অংশগ্রহণে জমজমাট রম্যবিতর্ক অনুষ্ঠান ‘লাভ লস’
লাভ–ক্ষতির হিসাব কষে ভালোবাসা হয় না। তারপরও স্বার্থের দ্বন্দ্ব, ব্যক্তিত্বের সংঘাত ইত্যাদি কারণে নানা বিষয়ে হয় তর্ক। চলে পক্ষে–বিপক্ষে নিজ নিজ যুক্তির লড়াই। এ রকমই তিনটি বিষয় নিয়ে তিন পর্বে সাজানো হয়েছে এসিআই পাওয়ার সলিউশন নিবেদিত ‘লাভ লস’ অনুষ্ঠানটি।

স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনির উপস্থাপনায় ‘যার মন বড় যত, সে প্রেমে পড়ে তত’ বিষয়ের পক্ষে ছিলেন অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল আর বিপক্ষে ছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান রাফসান সাবাব। প্রচারিত হয়েছে ১৩ ফেব্রুয়ারি রাত নয়টায়।
‘অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়’ বিষয়টির পক্ষে যুক্তির লড়াই করেছেন অভিনয়শিল্পী তামিম মৃধা। কিন্তু কথাটি মানতে নারাজ অভিনয়শিল্পী শবনম ফারিয়া। তাই তিনি বলেছেন এর বিপক্ষে। এ পর্বেরও উপস্থাপনা করেছেন আবু হেনা রনি। প্রচারিত হবে আজ রাত নয়টায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে প্রেম–ভালোবাসায়ও এসেছে পরিবর্তন। ক্ষণিকের ভালোবাসা টনিকের মতো কাজ করলেও দীর্ঘস্থায়ী হয় না বেশির ভাগ সময়ই। এ বিষয়ই উঠে এসেছে ‘অ্যাকচুয়াল ভালোবাসার প্রধান অন্তরায় ভার্চ্যুয়াল ভালোবাসা’ শিরোনামের পর্বে। স্ট্যান্ডআপ কমেডিয়ান এমদাদুল হক হৃদয়ের উপস্থাপনায় বিষয়টির পক্ষে ছিলেন মডেল ও উপস্থাপক পিয়া জান্নাতুল আর বিপক্ষে বলেছেন অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক। প্রচারিত হবে ১৫ ফেব্রুয়ারি রাত নয়টায়।

Source:. প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

নাটকে ভালোবাসার রং
***********************************************************************
বছর ঘুরে আবারও এসেছে ভালোবাসা দিবস। দিনটিকে সামনে রেখে টিভি চ্যানেলগুলোও বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের পরিকল্পনা নিয়েছে। বিনোদনভিত্তিক টিভি চ্যানেলগুলোতে গতকাল সোমবারই নাটক প্রচার শুরু হয়েছে, থাকছে তিন থেকে পাঁচ দিনের আয়োজন।

এনটিভি, বাংলাভিশন, আরটিভি, নাগরিকসহ বেশ কিছু চ্যানেলে ভালোবাসাবিষয়ক নাটক থাকছে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, এটিএন বাংলা, মাছরাঙা, বৈশাখী ও দেশ টিভিতে রয়েছে বিশেষ আয়োজন। নাটকগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপূর্ব, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, জোভান, সাফা কবির, মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, হিমি প্রমুখ।

৯টি নাটক প্রচার করবে এবার বাংলাভিশন। চ্যানেলটির অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ প্রথম আলোকে বলেন, ‘ফিকশনের প্রতি দর্শকের আলাদা আগ্রহ থাকে। এবার আমরা রোমান্টিক কমেডি গল্পনির্ভর নাটক নির্মাণ করেছি, যেটাকে বলে “রমকম”। খুব সিরিয়াস গল্প নিয়ে কাজ করিনি। আর শিল্পী নির্বাচনে দর্শকের চাহিদার বিষয়টি মাথায় রেখেছি। কমেডি থাকলেও মানের দিক দিয়ে কোনো ছাড় দেওয়া হয়নি।’

এনটিভি প্রচার করবে তিনটি নাটক—‘পেইন গেস্ট’, ‘তোকে পাওয়ার জন্য’, ‘মেমর অব লাভ’। চ্যানেলটির সহকারী ব্যবস্থাপক (অনুষ্ঠান ও যোগাযোগ) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, বেশ কয়েক মাস আগে থেকেই নাটকগুলো নিয়ে কাজ করছেন তাঁরা। বাজেট ভালো থাকায় কাজগুলোও মানসম্পন্ন হয়েছে। তাঁর ভাষ্যে, ভালোবাসার নাটকের দর্শকের বড় একটি অংশ তরুণ। তরুণদের কথা বিবেচনা করে নাটকের গল্প নির্বাচন করা হয়েছে।

সবশেষ কয়েক বছরে ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি নাটকে পাওয়া গেছে আফরান নিশো ও মেহজাবীনকে। তবে এ বছর তাঁদের কোনো নাটকে অভিনয়ের খবর মেলেনি। বছরখানেক ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন তাঁরা, বাড়িয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে কাজ। ছোট পর্দার আরেক অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও এবার ভালোবাসার নাটকে পাওয়া যাবে না, কলকাতা থেকে ফেরার পর অসুস্থতার কারণে কাজ করতে পারেননি তিনি।

চলতি বছরে মোশাররফ করিম, অপূর্বদের মতো জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে মুশফিক আর ফারহান, হিমি, কেয়া পায়েলের মতো তরুণ শিল্পীদেরও দেখা যাবে। ভালোবাসা দিবসের নাটকে তরুণ শিল্পীদের নিয়ে কাজ করতে আগ্রহী থাকে টিভি চ্যানেলগুলো।
‘পোস্টম্যান’, ‘তোকে পাওয়ার জন্য’, ‘আই হেট ভ্যালেন্টাইন’সহ অন্তত সাতটি নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল। টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবেও এগুলো প্রচারিত হবে। তিনি বলেন, ‘সাতটা কাজ সাত রকমের, সেটি বিবেচনা করেই চরিত্রগুলো নির্বাচন করেছি। কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই। ঢাকার বাইরে টাঙ্গাইল, ফরিদপুর, বাগেরহাটে গিয়ে শুটিং করেছি। ঠান্ডার মধ্যে গ্রামে রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত শুটিং করেছি।’

ভালোবাসা দিবসের জন্য চারটি নাটক নির্মাণ করেছেন বি ইউ শুভ, চার নাটকেই অভিনয় করেছেন অপূর্ব। সব নাটকেই এই অভিনেতাকে নেওয়ার কারণ হিসেবে শুভ বলেন, ‘ওর সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো, আমার বেশির ভাগ কাজই ওর সঙ্গে।’ রোমান্টিক কমেডির বাইরে পারিবারিক ড্রামা নির্মাণে মনোযোগী হয়েছেন এই নির্মাতা। তাঁর ভাষ্যে, ‘পারিবারিক ড্রামায় প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ—সবই থাকে। সেই বিষয়গুলোই তুলে আনার চেষ্টা করছি। কমেডি নাটক সবাই বানাতে পারে না, জোর করে হাসানোর চেষ্টা করে লাভ নেই। আগে পারিবারিক নাটকের দর্শক ছিল, এখনো আছে।’

টিভি চ্যানেলের পাশাপাশি সিনেমাওয়ালা, গোল্লাছুট, সিএমভিসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলেও ভালোবাসার নাটক থাকছে।

Source:. প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Magazine
Magazine
3 ans

‘হিংসায় উন্মত্ত’ পৃথিবীতে কার জন্য জয়ার ভালোবাসা
***********************************************************************
দিনপঞ্জির হিসাবে বসন্ত তখনো শুরু হয়নি। এর মধ্যে বাসন্তী শাড়িতে ছবি পোস্ট করে আলোচনায় এলেন জয়া আহসান। ভক্তরা লিখলেন, জয়ার মনে বসন্তের দোলা। আজ বিশ্ব ভালোবাসা দিবসে জয়া নিজেই লিখলেন, ভালোবাসা প্রতিদিনের। তারপরেও বিশেষ দিনটা ভালোবাসার জন্য মন্দ নয়। এই ভালোবাসাই পৃথিবী থেকে সব সংশয় দূর করবে। সবশেষে তাঁদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন এই অভিনেত্রী।

জয়া লিখেছেন, ‘কাল ছিল বসন্তের শুরু। আজ ভ্যালেন্টাইন। ভালোবাসার সঙ্গে রাখি বেঁধে রাখা দুটি দিন। কোনো একটি দিনেই সরবে ঘোষণা দিয়ে ভালোবাসার কথা হয়তো বড্ডই অকিঞ্চিৎকর। ভালোবাসা তো চির বসন্তের মতো সব সময়েই আমাদের মনে জাগিয়ে রাখার কথা। সেটাই সংগত।

তবু হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী!’

জয়া মনে করেন, ভালোবাসা শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাওয়া। সেই ভালোবাসা দেওয়ার মধ্যেই আনন্দ নিহিত। এই প্রসঙ্গে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী লিখেছেন,, ‘ভালোবাসার মধ্যে আছে কাউকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার আনন্দ। এই যে নিজের চেয়ে আরেকজনকে বড় করে ভাবা, আরেকজনের আনন্দের মধ্যে নিজের আনন্দকে পাওয়া, আরেকজনকে দিয়ে নিঃশেষ হয়েও নিজেকে পূর্ণ বলে অনুভব করা—ভালোবাসাই তো সেটা দিতে পারে। ভালোবাসাই নিঃস্বার্থভাবে সবচেয়ে বড় শিক্ষক।’

ভালোবাসা এই পৃথিবী থেকে সব বেদনা ক্লান্তি দূর করতে পারে। ভালোবাসা পারে পৃথিবীকে বসবাসের উপযোগী করতে। সেই ভালোবাসা শেখার কথা বলেছেন জয়া। যে ভালোবাসায় পৃথিবীর বেদনার বড় ছায়াটা সরে যায়।

তিনি লিখেছেন, ‘ফুটপাতে যে বৃদ্ধাটা রাতের বেলা শীতে কাঁপছে, তাঁর জন্য ভালোবাসা; বখাটেদের হাতে লাঞ্ছিত যে কিশোরীটি ঘরের কোণে আত্মহত্যায় উদ্যত, তাঁর জন্য ভালোবাসা; ভূমিকম্পের তুরস্কে মা-বাবাকে হারানো যে সদ্যোজাত শিশুটি ভগ্নস্তূপ থেকে উদ্ধার পেল, তাঁর জন্য ভালোবাসা; মন্দির চূর্ণ করে দেওয়ার পর সেখানে মাথা ঠুকছেন যে পূজারি, তাঁর জন্য ভালোবাসা। আমরা ভালোবাসি।’

Source:. প্রথম আলো

image
Aimer
Commentaire
Partagez
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 ans

image
Aimer
Commentaire
Partagez
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 ans

image
Aimer
Commentaire
Partagez
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 ans

image
Aimer
Commentaire
Partagez
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 ans

image
Aimer
Commentaire
Partagez
Showing 12299 out of 19614
  • 12295
  • 12296
  • 12297
  • 12298
  • 12299
  • 12300
  • 12301
  • 12302
  • 12303
  • 12304
  • 12305
  • 12306
  • 12307
  • 12308
  • 12309
  • 12310
  • 12311
  • 12312
  • 12313
  • 12314

Modifier loffre

Ajouter un niveau








Sélectionnez une image
Supprimer votre niveau
Êtes-vous sûr de vouloir supprimer ce niveau?

Avis

Afin de vendre votre contenu et vos publications, commencez par créer quelques packages. Monétisation

Payer par portefeuille

Alerte de paiement

Vous êtes sur le point d'acheter les articles, voulez-vous continuer?

Demande à être remboursé