টাইপিং টেস্ট করার সেরা ওয়েবসাইটগুলো
কম্পিউটার ছাড়া বর্তমানে জীবন যাপন করা খুব কঠিন । কম্পিউটার আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে । আর আপনি যে কোনো সেক্টরে চাকরি করতে চাইলেই কম্পিউটার জানা আবশ্যক । কম্পিউটার টাইপিং খুব গুরুত্বপূর্ণ কাজ । তাই টাইপিং টেস্ট করতে হয় ।
আপনি প্রতি মিনিটে কতগুলো শব্দ লিখতে পারেন । সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হয় ইংরেজিতে । এছাড়া আপনার নিজের প্রতিষ্ঠান বা কোম্পনিতে কাজ করতে গেলে টাইপিং টেস্ট করাটা খুব দরকার । যত বেশি টাইপিং এ গতি থাকবে তত বেশি কাজ করতে পারবেন ।https://techzoombd.com/typing-....test-website-%e0%a6%