https://www.packersmoverscompany.in/
https://www.packersmoverscompany.in/blog/
মানুষ সম্ভবত অতি সংবেদনশীল
অমানুষ তো প্রাণীর ন্যায়।
আমি মানুষ নিয়েই ভাবছি,
যে মানুষ প্রেম করে,
আদর করে, জড়িয়ে কাঁদে
সুযোগ পেলে লেপ্টে থাকে।
সেই সংবেদনশীল মানুষটি
বয়সের সাথে সাথে আবার
কেমন জানি দুরত্বে হারায়।
তুমুল অভিমানে মলিন চোখের
অভিশাপে যখন অমানুষ ভাবায়।
মানুষ হিসেবে শেষ পর্যন্ত থাকাটাই
যেন তোমার আমার সংসার।
#premdevota
#সৃষ্টি
রোগ ও ওষুধের কথা বলছে রোবট
***********************************************************************
ফার্মেসিতে আসা গ্রাহকদের কাছে অভিনয়ের মাধ্যমে বিভিন্ন ওষুধের কার্যকারিতা তুলে ধরছে মানবাকৃতির এক রোবট। এ সময় রোবটটি হাত দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ব্যথানাশক ওষুধ, বিষণ্নতা দূর করার নানা ওষুধের গুণাগুণ, বিভিন্ন রোগের ক্ষতিকর দিকগুলো তুলে ধরছে। ডাচ থিয়েটারকর্মী ড্রিস ফারওফেনের কৃত্রিম সুখ বা ‘হ্যাপিনেস’ শিরোনামের স্থাপনা শিল্প প্রদর্শনীর অংশ হিসেবে স্পেনের একটি ভ্রাম্যমাণ ফার্মেসিতে এই রোবটকে দেখা যাচ্ছে।
সূত্র: এএফপি
Source: প্রথম আলো
অ্যাপ বানানো শেখাবে অ্যাপলের এআর-ভিআর হেডসেট
***********************************************************************
ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) এবং এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে হেডসেট তৈরি করছে অ্যাপল। এটা পুরোনো খবর। এবার খবর রটেছে, হেডসেটটি পরে অগমেন্টেড রিয়েলিটি (এআর) অ্যাপ তৈরির বিভিন্ন কৌশলও শেখা যাবে। ফলে কারও সাহায্য ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য নতুন একটি সফটওয়্যার তৈরির কাজ করেছে অ্যাপল।
হেডসেটটি তৈরির সঙ্গে যুক্ত চার ব্যক্তি জানিয়েছেন, সহজে ব্যবহার উপযোগী সফটওয়্যারটি কাজে লাগিয়ে যাঁরা প্রোগ্রামিং ভাষা জানেন না, তাঁরাও অ্যাপ তৈরির বিভিন্ন কৌশল শিখতে পারবেন। এ জন্য হেডসেট পরা অবস্থায় ব্যবহারকারীদের মৌখিক নির্দেশনা দেবে অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরি। ভুলও ধরিয়ে দেবে। ফলে ধীরে ধীরে নিজেদের পছন্দের অ্যাপ তৈরি করা যাবে। অ্যাপগুলো চাইলে অ্যাপ স্টোরে রাখা যাবে। ফলে অন্যরাও অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
বর্তমানে হেডসেট তৈরির পাশাপাশি নিজেরাই বিভিন্ন ধরনের এআর অ্যাপ তৈরি করছে অ্যাপল। এই সফটওয়্যার চালু হলে হেডসেটের জন্য এআর অ্যাপ তৈরির সংখ্যা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। শুধু তা–ই নয়, হেডসেটেই বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ মিলবে।
উল্লেখ্য, অ্যাপলের হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির ছবি দেখা যাবে। দুটি ফোর–কে প্রযুক্তির মাইক্রো ও এলইডি ডিসপ্লে-সুবিধার হেডসেটটি ব্যবহারকারীর চোখের নড়াচড়া শনাক্ত করে ভিডিও প্রদর্শন করবে। এর ফলে হেডসেটটি ফেসবুকের ‘কুইস্ট প্রো’ হেডসেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।
Source: প্রথম আলো
টুইটারে স্থগিত অ্যাকাউন্ট ফিরে পেতে আবেদন করা যাবে
***********************************************************************
আগামী ১ ফেব্রুয়ারি থেকে স্থগিত অ্যাকাউন্ট ফিরে পেতে টুইটারের কাছে আবেদন করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীদের আবেদন পাওয়ার পর স্থগিত অ্যাকাউন্টের কার্যক্রম পর্যালোচনা করবে খুদে ব্লগ লেখার সাইটটি। যেসব অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা কম বা একবার ভঙ্গ করেছে সেগুলো পুনরায় চালু করা হবে।
গত বছরের ২৭ অক্টোবর টুইটারের মালিকানা নিজের করে নেওয়ার পর নতুন নীতিমালা তৈরি করেন ইলন মাস্ক। এতে বলা হয়েছে, টুইটারের নীতিমালা গুরুতর বা একাধিকবার ভঙ্গ করলেই কেবল অ্যাকাউন্ট স্থগিত করা হবে। নীতিমালা একবার ভঙ্গ করা অ্যাকাউন্টগুলোকে সতর্ক করার পাশাপাশি নির্দিষ্ট টুইট (টুইটারে দেওয়া বার্তা) মুছে ফেলতে নির্দেশ দেওয়া হবে। শুধু তা–ই নয়, অ্যাকাউন্টগুলোর টুইট নির্দিষ্ট দিন পর্যন্ত কমসংখ্যক অনুসারীদের দেখানো হবে।
টুইটারের তথ্যমতে, টুইটে সহিংসতা ও ক্ষতির প্ররোচনার পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদের হয়রানি বা হুমকি দিলে সেগুলো টুইটারের নীতিমালা গুরুতরভাবে ভঙ্গ করবে। ফলে অভিযুক্ত অ্যাকাউন্ট আগের মতোই তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে। তবে ব্যবহারকারীরা আত্মপক্ষ সমর্থন করে স্থগিত অ্যাকাউন্ট ফিরে পেতে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে নিজের ব্যক্তিগত বিমান বিষয়ে তথ্য প্রকাশ করায় বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করেছিলেন ইলন মাস্ক। সমালোচনার মুখে কিছুদিন পর অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করেন তিনি।
সূত্র: এনডিটিভি
Source: প্রথম আলো
বাজারে নতুন স্পোর্টস বাইক
***********************************************************************
বাংলাদেশের মোটর বাইকপ্রেমীদের স্পোর্টস বাইক শুনলে প্রথমেই মাথায় আসে পালসারের কথা। পালসার বাংলাদেশে স্পোর্টস বাইকের সূচনা থেকে একে বিপ্লবে পরিণত করেছে। বাইকপ্রেমীদের কাছে পরিণত হয়েছে জনপ্রিয় স্পোর্টস বাইক হিসেবে।
দুই দশকেরও বেশি সময় ধরে বাইকপ্রেমীদের কাছে পালসার মানেই শক্তি। শক্তির সঙ্গে পালসার এখন কাজ করতে চায় নিয়ন্ত্রণ ও নির্ভুলভাবে বাইক চালাতে সবাইকে উৎসাহ দিতে। এটি মাথায় রেখে সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল। এই ১৬০ সিসির মোটরসাইকেলে আছে ডুয়েল-চ্যানেল এবিএস।
উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান জানান, নতুন পালসার এন১৬০ বাইকে আছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও আন্ডারবেলি এগজস্ট। আরও আছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন ও ৩০০ সস ডিস্ক ব্রেক।
টুইন-চ্যানেল এবিএস সুবিধাটি চাকা লক না হওয়া বা আটকে যাওয়ায় সাহায্য করে। ফলে যেকোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, সেটা নিয়ন্ত্রণ করবে। ৩৭ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কসহ ফ্রন্ট সাসপেনশন দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করে। পালসার এন১৬০-এর নতুন ডিটিএসের প্রযুক্তির ইঞ্জিন।
নতুন পালসার এন১৬০ দুই ধাতব রঙের আবহে তৈরি। বাইকটিতে আছে হাইটেক লুক। আধুনিক জীবনকে আরও সহজ করে তুলতে ট্যাঙ্ক ফ্ল্যাপের কাছেই রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট।
উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, বাংলাদেশে দামি মোটরসাইকেলের চাহিদা দ্রুত বাড়ছে। গ্রাহকেরা প্রিমিয়াম ও দামি বাইক থেকেই সেরা প্রযুক্তি এবং সেরা পারফরম্যান্স পান। পালসার এন১৬০ নতুন গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণ করবে।
বাজাজ পালসার এন১৬০ পাওয়া যাচ্ছে উত্তরা মোটস লিমিটেডের সব ডিলার পয়েন্টে। ব্রুকলিন ব্ল্যাক রঙের বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা। পালসার এন১৬০ কিনলে সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি ও চারবার বিনা মূল্যে সার্ভিসিংয়ের সুযোগ।
Source: প্রথম আলো
গুগল মিটে আরও দুই সুবিধা চালু
***********************************************************************
বিশ্বব্যাপী করোনা মহামারির সর্বোচ্চ পর্যায়ে ভিডিও কনফারেন্সিং ব্যাপকভাবে শুরু হয়। এখন মহামারি প্রায় শেষ হলেও মানুষের কর্মজীবনে ভিডিও কল নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত দুই বছরে গুগল বেশ কয়েকবার তাদের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার গুগল মিট হালনাগাদ করেছে। যুক্ত হয়েছে বিভিন্ন সুবিধাও। এবার আরও দুটি নতুন সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি।
কনটেন্ট শেয়ার সহজ করা
এক ব্লগ বার্তায় গুগল বলেছে, এখন থেকে ব্যবহারকারীরা গুগল মিটের বৈঠকে খুব সহজে তাঁদের আধেয় বা কনটেন্ট অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন, যা বৈঠকে অংশ নেওয়া সবাই দেখতে পারবেন। এর জন্য ব্যহারকারীকে অস্থায়ী মেনু ব্যবহার করতে হবে। এতে ব্যবহারকারী যখন কোনো ফাইল শেয়ার করবেন, তখন বৈঠকে উপস্থিত ব্যক্তিরা একটি নোটিফিকেশন পাবেন এবং ফাইলটির একটি লিংক স্বয়ংক্রিয়ভাবে বৈঠকের চ্যাট অপশনে চলে যাবে।
আর দ্বিতীয় সুবিধায় এখন থেকে ব্যবহারকারী সহজে গুগল ক্যালেন্ডারে লিংক দিয়ে পারবেন। এতে যখন কোনো ব্যবহারকারী বৈঠকের চ্যাট বক্সে কোনো লিংক দেবেন, তখন তাতে প্রবেশাধিকারের অস্থায়ী উইন্ডো উপস্থিত সবার সামনে আসবে। এরপর বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা নিজেদের প্রয়োজন অনুযায়ী লিংকে যাওয়ার সময় ঠিক করতে পারবেন এবং ফাইলটি ক্যালেন্ডারের সূচিতে সংযুক্ত করতে পারবেন।
গুগল বলেছে, এই সুবিধা চালুর ফলে ব্যবহারকারীকে কনটেন্ট শেয়ারের জন্য অন্য আরেকটি উইন্ডো খুলে অনুমতি নিতে হবে না। সুবিধা দুটি গুগলের ওয়ার্কস্পেস গ্রাহকসহ বাণিজ্যিক গ্রাহকেরাও পাবেন। ব্যবহার করতে পারবেন ব্যক্তিগত অ্যাকাউন্টধারী ব্যক্তিরাও। দুটি ফিচারই বিশ্বব্যাপী চালু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ব্যবহারকারীরা তা পাবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Source: প্রথম আলো