এক সাগর কষ্ট বুকে, কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিস্ব হলাম, সে তো আছে বেশ সুখে,
আর আমার কথা ভুলেই গেছে।
#omarfarukrakib
এক সাগর কষ্ট বুকে, কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিস্ব হলাম, সে তো আছে বেশ সুখে,
আর আমার কথা ভুলেই গেছে।
#omarfarukrakib
হাসি সব সময় আনন্দের অনুভুতি বুঝায় না,
এটা মাঝে মাঝে এটাও বোঝায়
যে আপনি কতটা কষ্ট লুকাতে পারেন!
#omarfarukrakib
পরাজিত মনটা তোমাকে ভাবতে
ভাবতে কখন যেন কোথাও হারিয়ে যায়,
যত কষ্ট দাও তোমাকে ভুলতে পারছি না।
~আই মিস ইউ~
#omarfarukrakib
জোসনা ভরা গভীর রাতে, কথা বলি চাঁদের সাথে,
চাঁদকে বলি চুপটি করে, যাবি তুই জানের ঘরে,
গিয়ে তুই বলবি তারে, তার কথা খুব মনে পরে।
#omarfarukrakib
আজ আমি অনেক সুখী,
সুখী আমার মন যে নাকি দুঃখ দেবে হারিয়ে সে জন,
সে এখন অনেক সুখী অন্য জনের বুকে,
কিন্তু তাকে করছি মিস অশ্রূ ভরা চোখে।
#omarfarukrakib
জন্ম হয় একবার মরণ হয় একবার,
ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার,
যদি সব কিছু হয় একবার,
তবে আমি কেন মিস করি বারবার?
#omarfarukrakib
আজ থেকে বদলে যাব, হয়ে যাব নিষ্ঠুর ।
করে আপন সাদা কাপন, পাড়ি দেবো অচিনপুর ।
ভুলে গিয়ে সব কিছু, বাঁধবো একটি ঘর ।
সেই ঘরটির নাম হবে, অন্ধকার কবর ।
#omarfarukrakib
কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে ।
#omarfarukrakib
তার খোজ আমি আর রাখি না
ডাক নামে আমি তারে ডাকি না ।
#omarfarukrakib
ভেজা ভেজা চোখ আমি
রোদ্দুরে শুকাবো
ভালোবাসি তোমারে
কি করে তা লুকাবো ।
#omarfarukrakib