শিক্ষামূলক গল্প
একদা এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাস করলোঃ "আমি এতো দরিদ্র কেন?"
জবাবে গৌতম বুদ্ধ বললেনঃ "কারন তুমি দান কর না এবং করতেও জানো না।"
তারপর দরিদ্র ব্যক্তি বললঃ "আমার তো দান করার মত কিছুই নেই"।
অতঃপর গৌতন বুদ্ধ বললেনঃ "দান করার মত অনেক জিনিস আছে তোমার কাছে, যা কারো কাছেই কম নেই (অর্থাৎ তা ধনী-গরীব সবার কাছেই সমপরিমাণ থাকে)। আর তা হল..
চেহারাঃ যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার হিসেবে অন্যদের দিতে পারো।
মুখঃ যা দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ ও উৎসাহ প্রদান করতে পারো।
হৃদয়ঃ যা তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের জন্য উন্মুক্ত করে দিতে পারো।
চোখঃ যা দ্বারা তুমি দয়া ও ভালবাসার সাথে অন্যদের দেখতে পারো।
দেহঃ যা দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে পারো।
আর তাই ত তুমি একেবারেই গরীব নও। মূলত হৃদয়ের দারিদ্রতাই প্রকৃত দারিদ্রতা (অর্থাৎ আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয়)।"
#শিক্ষামূলক_গল্প #গল্পের_আসর

Saiful Islam
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?