২০২২ এ আমার অভিনীত কাজের তালিকা নিচে দেওয়া হলো :
১। বন্ধু
২।পার্টনারশিপ আনলিমিটেড
৩। কাজল
৪। রেডরাম (web film)
৫। পার্থক্য
৬। লাফ
৭। ঢাকা টু দুবাই
৮। তিতলির ফিরে আসা
৯। সাবরিনা (web series)
১০। শেষ দেখা
১১। মিস্টার অভিনেতা
১২। চম্পা হাউস
১৩। লাভ ভার্সেস ক্রাশ -সিজন ২
১৪। প্রশ্রয়
১৫। হেল্প মি
১৬। টু বাই টু লাভ
১৭। ঘুণ
১৮। ম্যাটিনি শো
১৯। ফ্রিল্যান্সার নাদিয়া (web film)
২০। গ্রেট গার্লফ্রেন্ড
২১। উড়ো প্রেম
২২। ভেলকি
২৩। মিম্মী
২৪। ভয়েস ক্লিপ
২৫। বিভ্রান্তি
২৬। অ্যাম্বুলেন্স গার্ল
২৭। ব্যবধান
২৮। অন্ধ প্রেম
২৯। হারানো সংবাদ
৩০। পুনর্জন্ম - ৩
৩১। কাজলের দিনরাত্রি ( YouTube release pending )
এগুলোর মধ্যে কোন কাজে আমার অভিনয় বেশি ভালো লেগেছে ? ( please answer considering my ACTING only, not based on the popularity of any content. )
আমাদের বাড়িটার সামনে একটা কৃষ্ণচূড়া গাছ লাগাবো ঠিকাছে?
ঠিক কত বছর বয়স থাকবে তখন আমাদের জানিনা , আমরা রোজ নিয়ম করে সেই ছোট্ট গাছটাতে পানি দেব । এরপর অনেকবছর পরে যখন গাছটা বড় হবে , পুরো গাছ লাল কৃষ্ণচূড়া ফুলে জল জল করবে তখন সেই গাছতলায় বসে আমার কানে একগোছা কৃষ্ণচূড়া ফুল গুঁজে দিও কেমন ?
সেদিন পর্যন্ত তুমি শুধু আমার থেকো , সেদিন পর্যন্ত তোমার চুল , তোমার নিশ্বাস , তোমার অন্তরে যেন শুধু আমার অধিকার থাকে ❤️