Bitquery is a set of software products that parse, index, and store blockchain data in a unified way..
https://idodar.com/listing/bitquery/
Bitquery is a set of software products that parse, index, and store blockchain data in a unified way..
https://idodar.com/listing/bitquery/
Diviner Protocol is building a metaverse “Diviner Harbour City” to offer users gamified and diversified prediction marketplace.
https://idodar.com/listing/diviner-protocol-dpt/
Kollider is a company that build tools and services to make financial markets available to everyone, across borders, instantly and simply using Bitcoin’s Lightning Network.
https://idodar.com/listing/kollider/
The biggest and most interesting occasion in the movement-sports activities calendar goes down on the cease of this month. This year, the X Games in Aspen, Colorado will consist of extra excessive-flying and flipping than ever before with the addition of a Rocket League esports event.
https://www.lolga.com/
Build and Run your code instantly Through Online Python Compiler. Python Online Compiler is a quick and easy tool that helps you to build, and test your programs online.
https://onlinepythoncompiler.com
এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম জেনে নিন ।
প্রযুক্তির এই দুনিয়ায় ব্যাংকিং ব্যবস্থা মানুষের খুব কাছে এনেছে এটিএম ব্যবস্থা । যে কেউ ইচ্ছা করলে যখন তখন এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছে । যেটা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় সম্ভব নয় ।
যেখানে এটিএম ব্যবস্থা আসার আগে মানুষকে টাকা তুলতে হলে অনেক সময় ও ঝামেলার মধ্যে দিয়ে সময় পার করতে হত । এটিএম আসার কারণে সেই কাজ মাত্র ১ থেকে ২ মিনিটে শেষ করা সম্ভব হচ্ছে । ইচ্ছামত যখন তখন টাকা তোলা যায় এটিএম বুথ থেকে । বিস্তারিত জানতেঃ
https://techzoombd.com/%e0%a6%....8f%e0%a6%9f%e0%a6%bf
১২০ বছর ধরে জ্বলছে এই বাতি
***********************************************************************
একটি বাতি ১২০ বছর ধরে জ্বলছে! শুনতে অবিশ্বাস্য হলেও সত্য যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোর ফায়ার সার্ভিস স্টেশনে থাকা একটি বাতি ১২০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জ্বলছে। কার্বন ফিলামেন্টের তৈরি বাতিটি (লাইট বাল্ব) মাঝখানে কেবল লোডশেডিংয়ের কারণে বন্ধ হয়েছিল।
১৯০১ সালে ফায়ার সার্ভিস স্টেশনের গ্যারেজের দরজার পেছনে লাগানো হয়েছিল বাতিটি। সুনির্দিষ্ট তারিখ জানা না গেলেও বাতিটি লাগানোর উদ্দেশ্য ছিল, অন্ধকারে গ্যারেজে থাকা দমকল কর্মীদের সরঞ্জাম দ্রুত খুঁজে পাওয়া। তবে মজার বিষয় হচ্ছে, ধীরে ধীরে বাতিটি দমকল কর্মীদের কাছে শুভ কামনার প্রতীক হয়ে উঠে। আর তাই আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে অভিযানে যাওয়ার আগে দমকল কর্মীরা বাতিটি দোলাত।
লিভারমোরের ওই ফায়ার স্টেশনের অবসরপ্রাপ্ত উপপ্রধান টম ব্র্যামেল বলেন, ‘হ্যাঁ, এটি একটি বাতি মাত্র। এটি দেখতে বাতি ছাড়া কিছু নয়। এই বাতি দমকল কর্মীদের ১২০ বছরের ইতিহাসের কথা বলে। এটি সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা কাজ করছে।’
১৯৭২ সালে সবচেয়ে প্রাচীনতম বাতির স্বীকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছে বাতিটি। পরে ১৯৭৬ সালে বাতিটি লিভারমোরেরই আরেকটি ফায়ার সার্ভিস স্টেশনে স্থানান্তর করা হয়। ব্যাটারি ব্যাকআপ সংযোগ থাকায় এটি নিরবচ্ছিন্নভাবে এখনো জ্বলছে। এমনকি বিদ্যুৎ চলে গেলেও।
ঐতিহাসিক বাতিটি দেখতে প্রতিদিনই ফায়ার সার্ভিস স্টেশনটিতে জার্মানি, জাপান, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসছেন।
Source: প্রথম আলো
চালক ছাড়াই যাত্রী বহন করবে এই গাড়ি
***********************************************************************
ব্যস্ত রাস্তায় চলন্ত এ গাড়ি দেখে চমকে যাবেন অনেকেই। কারণ, পেছনে যাত্রী থাকলেও চালকের আসনে কেউ নেই। সাধারণ ট্যাক্সির আদলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য গাড়িটি ভাড়াও নেওয়া যাবে।
চালকবিহীন এ গাড়িতে চড়ার সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন ও অ্যারিজোনার ফোনিক্স শহরের নির্দিষ্ট এলাকায় রোবোট্যাক্সি ব্যবহারের সুবিধা চালু করছে জেনারেল মোটরসের সহযোগী প্রতিষ্ঠান ক্রুজ।
ত্রুজের তৈরি এ গাড়িগুলো প্রাথমিকভাবে নির্দিষ্ট দিন এবং সময়ে যাত্রী পরিবহন করবে। ভবিষ্যতে গাড়ি এবং এলাকার সংখ্যা বৃদ্ধি করা হবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে সীমিত পরিসরে রোবোট্যাক্সি কার্যক্রম পরিচালনা করছে ক্রুজ।
Source: প্রথম আলো
টুইটারে কিছু প্রোফাইল ছবি বর্গাকার দেখানোর কারণ কী
***********************************************************************
টুইটারে ব্যবহারকারীদের প্রোফাইল ছবি সাধারণত গোল দেখা যায়। কিন্তু সম্প্রতি টুইটারে বেশ কিছু প্রোফাইল ছবির আকার বর্গাকার দেখা যাচ্ছে। কিন্তু কেন এমন দেখাচ্ছে, এ নিয়ে জল্পনাকল্পনা ডানা মেলেছে খুদে ব্লগ লেখার সাইটটিতে।
সম্প্রতি ‘টুইটার ব্লু ফর বিজনেস’ নামের নতুন সেবা উন্মুক্ত করেছে টুইটার। এ সুবিধায় নিবন্ধন করা বিভিন্ন ব্র্যান্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য অন্যদের কাছে আলাদাভাবে তুলে ধরতেই বৃত্তাকারের বদলে বর্গাকার প্রোফাইল দেখাচ্ছে টুইটার। এরই মধ্যে টুইটার, মাইক্রোসফট, অ্যাপল, ম্যাশেবলসহ বিভিন্ন ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের প্রোফাইল ছবি বর্গাকার দেখা যাচ্ছে।
টুইটার ব্লু ফর বিজনেসে কোনো ব্র্যান্ড বা ব্যবসাপ্রতিষ্ঠান নিবন্ধন করলেই তাদের অ্যাকাউন্টে সোনালি টিকচিহ্ন জুড়ে দিচ্ছে টুইটার। শুধু তা–ই নয়, প্রতিষ্ঠানগুলোর প্রোফাইলের ছবি ব্যাজ আকারে ব্যবহার করতে পারবেন কর্মী, ব্র্যান্ড ও পরিচিত ব্যক্তিরা। ফলে, সহজেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচয় জানা যাবে।
এ বিষয়ে টুইটার জানিয়েছে, নতুন এ উদ্যোগের ফলে তারা প্রতিষ্ঠানের বিভিন্ন অংশীদারের মধ্যে নেটওয়ার্ক তৈরির কাজ করছে। প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলকভাবে নির্দিষ্টসংখ্যক ব্র্যান্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানকে টুইটার ব্লু ফর বিজনেস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। আগামী বছর এ কার্যক্রম বড় পরিসরে চালু হবে।
Source: প্রথম আলো