Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #seo #xembongda #digitalmarketing
    Pencarian Lanjutan
  • Gabung
  • Daftar

  • Mode malam
  • © {tanggal} {nama_situs}
    Tentang • Direktori • Hubungi kami • Pengembang • Kebijakan pribadi • Syarat Penggunaan • Pengembalian dana • Linkeei App install

    Pilih Bahasa

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Jam tangan

Jam tangan Gulungan Film

Acara

Jelajahi Acara Acara saya

Blog

Jelajahi artikel

Pasar

Produk Terbaru

halaman

Halaman Saya Halaman yang Disukai

Lagi

Forum Mengeksplorasi postingan populer permainan Pekerjaan Penawaran
Gulungan Jam tangan Acara Pasar Blog Halaman Saya Lihat semua

Menemukan posting

Posts

Pengguna

halaman

Kelompok

Blog

Pasar

Acara

permainan

Forum

Film

Pekerjaan

Magazine
Magazine
3 tahun

শাহরুখ খানকে পুড়িয়ে মারার হুমকি
***********************************************************************
মুক্তির অপেক্ষায় থাকা ‘পাঠান’ সিনেমা নিয়ে ভারতজুড়ে বিক্ষোভের মধ্যে অভিনেতা শাহরুখ খানকে সামনে পেলে পুড়িয়ে মারার হুমকি দিলেন অযোধ্যার এক সাধু। কয়েক দিন ধরেই অযোধ্যা শহরে এ সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ করছেন শহরের গুটিকয়েক সাধু। বিক্ষোভের মধ্যে শাহরুখ খানের পোস্টার পুড়িয়ে পরমহংস আচার্য নামের এক সাধুর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে পরমহংস বলেন, ‘আমরা এই সিনেমাকে প্রতিরোধ করব। আজ আমরা শাহরুখ খানের পোস্টার পোড়ালাম, যদি তাঁকে সামনে পাই, তাহলে তাঁকেও পুড়িয়ে মারব।’ সিনেমাটি বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে সিনেমার ‘বেশরম রং’ গান প্রকাশের পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক নিয়ে আপত্তি তোলে কয়েকটি ধর্মীয় সংগঠন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। পরে তা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

গত কয়েক দিনে ‘পাঠান’ সিনেমার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছে মুম্বাই পুলিশ স্টেশনে। সেসব অভিযোগে বলা হয়েছে, সিনেমায় দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। সিনেমার প্রযোজক, নির্মাতা, অভিনয়শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি তোলা হয়েছে।
বিজেপি নেতা ও কয়েকটি ধর্মীয় সংগঠন শাহরুখ খানের বিরুদ্ধে অবস্থান নিলেও বলিউডের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখ খান। ২৮তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখ খান সাংবাদিকদের বলেন, ‘সবাই আমার পাশে দাঁড়িয়েছে বলে আমি গর্বিত। এই সমর্থন প্রমাণ করে, বাইরের মানুষ যা-ই বলুক না কেন, আমরা ইতিবাচক থাকব।’

আলোচিত ‘বেশরম রং’ গানের কথা লিখেছেন গীতিকার কুমার। সংগীতায়োজন করেছেন বিশাল ও শেখর। বিশাল ও শেখরের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টেরিওর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি ভারতজুড়ে মুক্তি পাবে ২৫ জানুয়ারি।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

গভীর সমুদ্রে ৫ ঘণ্টা কেন আটকে ছিলেন মাহফুজ, বুবলীরা
***********************************************************************
পরিচালক চয়নিকা চৌধুরীর ফেসবুক পোস্ট থেকে আগেই জানা যায়, সেন্ট মার্টিন ও ছেঁড়া দ্বীপের বিভিন্ন লোকেশনে কয়েক দিন ধরে ‘প্রহেলিকা’ ছবির গানের দৃশ্য ধারণ হচ্ছে। শুটিং শেষে গতকাল মঙ্গলবার বিকেলে সমুদ্রপথে কক্সবাজার ফিরছিল ইউনিট। সেখানকার একটি বিলাসবহুল জাহাজে মাহফুজ, বুবলীসহ কলাকুশলীরা ছবির পরিচালক চয়নিকা চৌধুরীর নেতৃত্বে কক্সবাজার ফিরছিলেন। বেলা আড়াইটায় সেন্ট মার্টিন থেকে ছেড়ে আসা সবাই রাত ১০টায় কক্সবাজার ফেরার কথা থাকলেও সবাই যখন ফেরেন, তখন সকাল ছয়টা। পরিচালক জানান, পাঁচ ঘণ্টা ধরে তাঁরা গভীর সমুদ্রে আটকে ছিলেন।

চয়নিকা চৌধুরী তাঁর ফেসবুকে লিখেছেন, ‘মধ্যসাগরে আমরা আটকে আছি টানা পাঁচ ঘণ্টা। রাত ৯টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত আমরা “প্রহেলিকা” টিম কর্ণফুলী ক্রুজ লাইনের এমভি বে ওয়ানে আছি মাঝসমুদ্রে। দূর থেকে দেখেছি, ভাটার কারণে আমাদের শিফট করে নিয়ে যাওয়ার জাহাজটার কী অবস্থা। কী যে যাচ্ছে সময়টা। সবাই ওপরওয়ালাকে ডাকছে। ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামান ও শাহাদাত সোহেল ভাইয়ের পারদর্শিতার কথা বলতেই হয়। কিন্তু আমাদের কাছে পুরোটাই অসম্ভব মিরাকল ছিল।’

কথা হয় অভিনয়শিল্পী মাহফুজ আহমেদের সঙ্গেও। কক্সবাজার থেকে তিনি বলেন, ‘মধ্যসমুদ্রে আমরা আটকা পড়ব, ভাবতেও পারিনি। যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এমনটা নাকি কখনো হয় না। বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল, অস্বাভাবিক পরিস্থিতি আমরা ফেস করছি। এমভি বে ওয়ান থেকে যে জাহাজ আমাদের কক্সবাজার নিয়ে যাবে, অস্বাভাবিক পরিস্থিতির কারণে সেটিও কাছে আসতে পারছিল না। সব মিলিয়ে ভয়ংকর একটা সময় গেছে।’

এমভি বে ওয়ান চলাচল করে চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন সমুদ্রপথে। একই কোম্পানির কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া জাহাজে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া-আসা করেন পর্যটকেরা।

প্রতিষ্ঠানটির পক্ষে জুবায়ের হোসেনের কাছে গতকাল রাতের ঘটনা জানতে চাইলে বলেন, ‘তিন দিন ধরে আমাদের কর্ণফুলী এক্সপ্রেস কারিগরি ত্রুটির কারণে কক্সবাজার-সেন্ট মার্টিন-কক্সবাজার পথে যাত্রীসেবা বন্ধ রেখেছে। এ সময়ে বিলাসবহুল জাহাজ এমভি বে ওয়ান দিয়ে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার পথের যাত্রীদের আনার কাজটিতে সহযোগিতা করেছে। তবে এমভি বে ওয়ান কক্সবাজার ঘাটে আসেই না। এই পথে যারা এমভি বে ওয়ানে করে এই কয় দিন এসেছে, তাদের গভীর সমুদ্র থেকে বার আউলিয়া জাহাজে কক্সবাজার ঘাটে আনার কাজ করা হয়। বার আউলিয়া জাহাজের যাত্রীর ধারণক্ষমতা ৬০০। এমভি বে ওয়ানে গতকাল যাত্রীসংখ্যা হাজারের বেশি ছিল। দুই ধাপে এসব যাত্রীকে আনা-নেওয়া করতে হয়েছে। এত যাত্রীকে ওঠানোর জন্যও তো অনেকক্ষণ সময় লাগে। তাই ঘণ্টা পাঁচেক গভীর সমুদ্রে জাহাজটি দাঁড়িয়ে ছিল। আজ থেকে আবার কর্ণফুলী এক্সপ্রেস চলাচল করবে। এরপর আর এ ধরনের জটিলতায় যাত্রীদের পড়তে হবে না।’

চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার দ্বিতীয় ছবি “প্রহেলিকা”-র একমাত্র রোমান্টিক গান “মেঘের নৌকা”। গানটির শুটিংয়ে বিন্দুমাত্র আপস করছি না। চমৎকার দৃশ্যায়নের জন্য যেখানে যেখানে যাওয়া দরকার যাচ্ছি। শিল্পীরাও এতটাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, বলে বোঝাতে পারব না। সিলেটে গানটির কিছু অংশের দৃশ্য ধারণ করে কয়েক দিন ধরে সেন্ট মার্টিন ও ছেঁড়া দ্বীপের বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। আজ বুধবার কক্সবাজারে শুটিং করে এই গানের দৃশ্যায়ন শেষ হবে। কক্সবাজারে এক ফাঁকে “আমায় ছুঁবি আয়রে আয়” শিরোনামে গানের দুটি লাইনের দৃশ্য ধারণ করব।’

চয়নিকা জানান, ‘মেঘের নৌকা’ শিরোনামের গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। আর ইমন চৌধুরীর সুর ও সংগীতে ‘আমায় ছুঁবি আয়রে আয়’ গানটি গেয়েছেন কনা। এ দুই গানসহ ছবির সব কটি গানের কথা লিখেছেন আসিফ ইকবাল।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ দেবশ্রী ও চিরঞ্জিৎ
***********************************************************************
কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ হয়েছেন এই রাজ্যের সাবেক তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায় ও বর্তমান তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। দেবশ্রী রায় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দীঘির তৃণমূলের বিধায়ক ছিলেন। আর চিরঞ্জিৎ এখনো রয়েছেন উত্তর চব্বিশ পরগনার বারাসাতের তৃণমূল বিধায়ক। তাঁরা এই ঘটনাকে সমালোচনা করে বলেছেন, এটা মানা যায় না। মিঠুন চক্রবর্তী আজও দেশে পরিচিত ‘মহাগুরু’ নামে। তাঁর মতো এক বলিউড-টলিউড তারকাকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না জানানোর ঘটনা অনভিপ্রেত।

আজ বুধবার দেবশ্রী রায় উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে এসেছিলেন। সেখানে সাংবাদিকেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেবশ্রী রায় মিঠুন প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, শিল্পীকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়। তিনি এ কথাও বলেছেন, তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। দেবশ্রী রায় ১০ বছর এই রাজ্যের তৃণমূলের বিধায়ক থাকলেও গত বছরের বিধানসভা নির্বাচনে তাঁকে তৃণমূল মনোনয়ন দেয়নি।

দেবশ্রী বলেছেন, প্রত্যেক শিল্পীর যোগ্য সম্মান পাওয়া উচিত। দেবশ্রী মিঠুনের সঙ্গে বহু ছবি করেছেন। ব্যক্তিগতভাবে তিনি মিঠুনকে ভালোবাসেন। শ্রদ্ধা করেন। বলেন, আমরা বিষয়গুলোকে শিল্পীর চোখে দেখি। রাজনীতি দিয়ে দেখি না। কিন্তু একজন শিল্পীকে এভাবে রাজনীতির বলয়ে ঠেলে দিয়ে আমন্ত্রণ না জানানোর ঘটনা সত্যিই দুঃখজনক।

এর আগে তৃণমূলের আরেক বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীও মিঠুনকে আমন্ত্রণ না জানানোয় সমালোচনা করেছেন। যদিও এবার আমন্ত্রণ জানানো হয়নি অবশ্য দেবশ্রীকেও। এ প্রসঙ্গে দেবশ্রী বলেছেন, ‘যেখানে আমি যোগ্য সম্মান পাই না, সেখানে আমি যাই না।’ যদিও মিঠুন চক্রবর্তী একসময় তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন। এখন তিনি বিজেপিতে আছেন। আছেন বিজেপির পশ্চিমবঙ্গর কোর কমিটির সদস্য।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

২১ বছর পর
***********************************************************************
২১ বছর ধরে অপেক্ষায় ছিল ভারত। অবশেষে জম্মু ও কাশ্মীরের মেয়ে সারগাম কৌশলের হাত ধরে মিসেস ওয়ার্ল্ডের মুকুট ফিরল দেশটিতে। রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আলোঝলমলে আয়োজনে বিবাহিত নারীদের সৌন্দর্য প্রতিযোগিতার চূড়ান্ত আসরে সেরার মুকুট পরিয়ে দেওয়া হয় সারগামকে। সারগামকে শুভেচ্ছা জানিয়ে মিসেস ইন্ডিয়ার এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘দীর্ঘ অপেক্ষার ইতি ঘটল, ২১ বছর পর আমরা মুকুট ফিরে পেলাম।’

২০০১ সালে ভারত থেকে অভিনেত্রী ও মডেল অদিতি গোবিত্রিকর প্রথমবার এ মুকুট অর্জন করেন। ১৯৮৪ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের ৬৩ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন সারগাম। এবারের মিসেস ইন্ডিয়ার বিচারকের দায়িত্বে ছিলেন অদিতি গোবিত্রিকর। সারগামকে শুভেচ্ছা জানিয়ে অদিতি এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘অবশেষে মুকুট ফিরে আসায় আমি খুব খুশি। আমি এই যাত্রার অংশ ছিলাম।’

৩২ বছর বয়সী সারগাম মডেলিংয়ের পাশাপাশি শিক্ষকতা, কনটেন্ট রাইটার ও চিত্রশিল্পী হিসেবে কাজ করেছেন। জম্মু ও কাশ্মীরে তাঁর জন্ম হলেও সারগাম এখন বাস করেন মুম্বাইয়ে। তাঁর স্বামী আদিত্য মনোহর শর্মা এক নৌ কর্মকর্তা। বছর তিনেক প্রেম করার পর ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা।

বিয়ের আগে তাঁকে মডেলিংয়ে দেখা যায়নি, বিয়ের পর মডেলিংয়ে যাত্রা করেন সারগাম। স্বামীর উৎসাহে চলতি বছরের জুনে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় নাম লেখান তিনি। ভারতের ৫৩ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়ে মিসেস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসরে অংশ নেন তিনি।

স্বামীর জন্যই এত দূর আসতে পেরেছেন বলে জানান সারগাম। স্বামীর উদ্দেশে সারগাম বলেন, ‘তুমি শুধু আমাকে ডানা দাওনি, আমাকে অনবরত সমর্থনও জুগিয়েছ। ছোট্ট শহরের মেয়েকে তারকায় রূপান্তরিত করেছ। সাফল্য পেতে তুমি আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছ। স্বপ্নপূরণের জন্য সব সময়ই আমাকে উৎসাহিত করেছ। ভালো মানুষ হতে আমাকে সমর্থন জুগিয়েছ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। মুকুট আমার হতে পারে, তুমিই আমার রাজা।’

বাবার কাছ থেকেও প্রেরণা পাওয়ার কথা বলেছেন সারগাম। জম্মুর বাহু ফোর্টে জন্ম নেওয়া সারগামের শৈশবও কেটেছে সেখানেই। তিনি জম্মুর গান্ধীনগর উইমেন কলেজ থেকে স্নাতক করেছেন।
মিসের ওয়ার্ল্ডের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মডেল পিয়া বিপাশা, তবে সেরার তালিকায় আসতে পারেনি।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

সর্বকালের সেরার তালিকায় শাহরুখ খান
***********************************************************************
ব্রিটিশ সাময়িকী ইমপায়ার প্রকাশিত ‘সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পীর’ তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। হলিউড তারকা আল পাচিনো, মরগান ফ্রিম্যান, ডেনজেল ওয়াশিংটন, মেরিল স্ট্রিপ, টম হ্যাঙ্কস, নাটালি পোর্টম্যানদের সঙ্গে একমাত্র ভারতীয় তারকা হিসেবে এ তালিকায় রয়েছেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা।
এক ইনস্টাগ্রাম পোস্টে শাহরুখ খানের ব্যবস্থাপক পূজা দাদলানি লিখেছেন, ‘ভারতের একমাত্র মানুষ, যিনি আমাদের সব সময় গর্বিত করেন।’ সাময়িকীটি লিখেছে, ‘চার দশকের ক্যারিয়ারে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাঁর কোটি কোটি অনুসারী রয়েছে। অসামান্য নৈপুণ্য ও দক্ষতা ছাড়া এটা অর্জন করা যায় না। তিনি সব ঘরানার সিনেমায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন; এমন কিছু নেই যে তিনি পারেন না।’

শাহরুখ খান অভিনীত চার সিনেমা সামনে এনেছে খ্যাতনামা ব্রিটিশ সাময়িকীটি। এর মধ্যে রয়েছে সঞ্জয়লীলা বানসালির দেবদাস, করণ জহরের মাই নেম ইজ খান, কুচ কুচ হোতা হ্যায় ও আশুতোষ গোয়ারিকরের স্বদেশ। তাঁর ‘আইকনিক সংলাপ’ হিসেবে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘যাব তাক হ্যায় জান’ সিনেমার আলোচিত এক সংলাপ তুলে ধরেছে ইমপায়ার; সংলাপটি হলো, ‘জীবন আমাদের প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে; আর একটি বোমা আমাদের একবারেই মেরে ফেলে।’ যশ চোপড়া পরিচালিত এ সিনেমায় একজন ভারতীয় সেনাবাহিনীর মেজরের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান; তাঁর সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের পাঠান সিনেমা ২৫ জানুয়ারি সিনেমা হলে আসছে। সিনেমার ‘বেশরম রং’ শিরোনামে একটি গান প্রকাশের পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের পোশাক নিয়ে আপত্তি তোলে ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠন। এর আগে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সিনেমাটি বর্জনের ডাক দিয়েছেন। পরে তা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে শাহরুখ খানকে সামনে পেলে পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন অযোধ্যার এক সাধু।

গত কয়েক দিনে পাঠান সিনেমার প্রযোজক, নির্মাতা, অভিনয়শিল্পীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছে মুম্বাই পুলিশ স্টেশনে। বিজেপি নেতা ও কয়েকটি ধর্মীয় সংগঠন শাহরুখ খানের বিরুদ্ধে অবস্থান নিলেও বলিউডের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখ খান। ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 tahun

image
Suka
Komentar
Membagikan
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 tahun

image
Suka
Komentar
Membagikan
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 tahun

image
Suka
Komentar
Membagikan
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 tahun

image
Suka
Komentar
Membagikan
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 tahun

image
Suka
Komentar
Membagikan
Showing 12604 out of 19362
  • 12600
  • 12601
  • 12602
  • 12603
  • 12604
  • 12605
  • 12606
  • 12607
  • 12608
  • 12609
  • 12610
  • 12611
  • 12612
  • 12613
  • 12614
  • 12615
  • 12616
  • 12617
  • 12618
  • 12619

Sunting Penawaran

Tambahkan tingkat








Pilih gambar
Hapus tingkat Anda
Anda yakin ingin menghapus tingkat ini?

Ulasan

Untuk menjual konten dan postingan Anda, mulailah dengan membuat beberapa paket. Monetisasi

Bayar Dengan Dompet

Peringatan Pembayaran

Anda akan membeli item, apakah Anda ingin melanjutkan?

Minta Pengembalian Dana