Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #seo #xembongda #digitalmarketing
    Advanced Search
  • Login
  • Create a new account or Register

  • Night mode
  • © 2025 Linkeei
    About • Directory • Contact Us • Developers • Privacy Policy • Terms of Use • Refund • Linkeei App install

    Select Language

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Watch

Watch Reels Movies

Events

Browse Events My events

Blog

Browse articles

Market

Latest Products

Pages

My Pages Liked Pages

More

Forum Explore Popular Posts Games Jobs Offers
Reels Watch Events Market Blog My Pages See all

Discover posts

Posts

Users

Pages

Group

Blog

Market

Events

Games

Forum

Movies

Jobs

Magazine
Magazine
3 yrs

চার মাস পর জানা গেল সেই অভিনেত্রীর মৃত্যুর কারণ
***********************************************************************
দক্ষিণ আফ্রিকার মডেল-অভিনেত্রী শার্লবি ডিন অল্প বয়সেই খ্যাতি পেয়েছিলেন। ২০১৮ সালে অভিনয় করেন সুপারহিরো সিরিজ ‘ব্ল্যাক লাইটনিং’-এ। তবে চলতি বছর ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’-এ অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হন। রুবেন অস্টলান্ডের ছবিটি কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জেতে। সাফল্য বেশি দিন উপভোগ করতে পারেননি শার্লবি। গত ২৯ আগস্ট মারা যান অভিনেত্রী। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন ভক্তরা। মাত্র ৩২ বছর বয়সেই অভিনেত্রীর মৃত্যু ঘিরে নানা জল্পনাকল্পনা হয়েছে। কারণ, তখন তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি। অবশেষে প্রায় চার মাস পর জানা গেল শার্লবির মৃত্যুর কারণ।

শার্লবি ডিনের মৃত্যুর পর সংবাদমাধ্যমকে জানানো হয়, হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। কিন্তু কী ধরনের অসুস্থতা তা প্রকাশ করা হয়নি। প্রায় চার মাস পর নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেল তাঁর মৃত্যুর প্রকৃত কারণ। মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডে জানিয়েছে, ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেই মৃত্যু হয়েছে শার্লবির।

ইউএস টুডেকে নিউইয়র্ক সিটি অফিসের প্রধান মেডিকেল পরীক্ষক জানিয়েছেন, ক্যাপনোসাইটোফেজা নামের ব্যাকটেরিয়ার সংক্রমণেই মৃত্যু হয়েছে ওই মডেল-অভিনেত্রীর।

ওই কর্মকর্তা আরও জানান, পোষা কুকুর বা বিড়ালের মাধ্যমেই ওই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে। সাধারণ কুকুর বা বিড়ালের কামড় বা কাছাকাছি অবস্থানের কারণে মানুষের শরীরে ব্যাকটেরিয়াটি প্রবেশ করে।

শার্লবি ডিন ২০০৮ সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। সেই দুর্ঘটনায় তাঁর শরীরের কয়েকটি অঙ্গ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর প্লীহা অপসারণ করা হয়। ফলে তাঁর রোগপ্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে, শরীর হয়ে পড়ে সংক্রমণপ্রবণ। মনে করা হচ্ছে, এ কারণে সহজেই ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় শার্লবির।

১৯৯০ সালের ৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের জন্ম হয় শার্লবি ডিনের। এরপর বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের কল্যাণে পরিচিতি পান। সমালোচকেরা স্বর্ণপাম জয়ের পর ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’-এর প্রধান চরিত্রে অভিনয় শার্লবির ক্যারিয়ার অন্য উচ্চতায় নিয়ে যাবে।

অভিনেত্রী নিজে স্বর্ণপাম জয়ের পর দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর এখনো বিশ্বাস হচ্ছে না তাঁর সিনেমা এত বড় পুরস্কার জিতেছে। এ-ও বলেছিলেন, স্বর্ণপাম জয় তাঁর অভিনয়ের ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। ইচ্ছা প্রকাশ করেছিলেন, আরও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের। কিন্তু সে স্বপ্ন সত্যি হওয়ার আগেই চলে গেছেন তিনি।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

সেই বাসচালকের সহকারী ভাবনার গল্প নিয়ে এবার নাটক
***********************************************************************
২০২১ সালের ১৭ ডিসেম্বর ‘বাসের হেলপারি করি, খারাপ কাজ তো করি না’ শিরোনামে একটি লেখা প্রথম আলোর রাজধানী পাতায় ছাপা হয়েছিল। বেসরকারি একটি বাসের চালকের সহকারী ভাবনা আক্তারকে নিয়ে ছিল লেখাটি। সেই লেখা থেকে উজ্জীবিত হয়ে একটি নাটক তৈরি হচ্ছে। নাটকের নাম রাখা হয়েছে ‘জীবন যেখানে যেমন’। নাটকটির পরিচালক আলোক হাসান জানিয়েছেন, পত্রিকার ওই লেখায় ভাবনা চরিত্রটিতে অনুপ্রাণিত হয়ে নাটকটি তৈরি হচ্ছে। শুক্রবার ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং। ভাবনা আক্তারের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সাফা কবির।

পত্রিকার পাতার গল্প পর্দায় তুলে আনার ব্যাপারে নাটকটির পরিচালক বলেন, ‘কাজটি বর্তমান প্রাসঙ্গিক। বেসরকারির পাশাপাশি এখন তো সরকারের বিআরটিসি বাসে নারী সহকারীর ব্যবস্থা আছে। পুরুষের পাশাপাশি নারীরাও স্বাধীনভাবে এই পেশায় কাজ করতে পারেন। এটিও নারীদের জন্য একটা বড় কর্মক্ষেত্র হতে পারে। নাটকে বিষয়টি তুলে আনতে পারলে অনেকেই দেখার সুযোগ পাবেন। এই কাজে মেয়েদের অনেকে উৎসাহিত হবেন।’

পত্রিকায় লেখা ভাবনা আক্তারের চরিত্রে নাটকে পারুল নামে অভিনয় করছেন সাফা কবির। এ ধরনের চরিত্রে অভিনয় তাঁর প্রথম অভিজ্ঞতা। তিনি বলেন, ‘পরিচালক যখন আমাকে পত্রিকার পাতার গল্পটি শোনান, তখনই মনে হয়েছে এটি ভিন্ন রকমের একটা কাজ হতে পারে। এরপর পত্রিকার লেখাটি পড়ি। পরে চিত্রনাট্যটি পড়ে খুব ভালো লাগল। মনে হলো, সমাজে একটা বার্তা যেতে পারে এই চরিত্রে কাজের মধ্য দিয়ে।’

তিনি আরও বলেন, ‘আমরা শিল্পীরা যারা নাটকে অভিনয় করি, তারা কেবল শুধুই নাটক করার জন্য করি না। চরিত্রগুলো সমাজের কথা বলে। এই ভাবনা চরিত্ররূপী যে পারুল চরিত্রটি আমি করছি, এই চরিত্রটি নাটকের মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছাবে।’

সাফা জানান, নাটকটির চিত্রনাট্য তৈরির সময় গবেষণা করতে গিয়ে দেখেছেন, এই পেশায় মেয়েরা আগ্রহী হয়ে কাজ করতে আবেদন করছেন। বর্তমান মন্ত্রণালয়ে প্রায় ৩০০ মেয়ের আবেদন জমা পড়েছে। প্রথম আলোর প্রতিবেদককে চালকের সেই সহকারী ভাবনা বলেছিলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছেন ভাবনা। এর আগে তিনি একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। তিনি জানান, মার্কেটে দোকানের কাজ তুলনামূলক সহজ ছিল, কিন্তু সময় দিতে হতো অনেক বেশি। মার্কেট বন্ধ হলে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হতো। এর ফলে সংসারের কাজ করতে পারতেন না। আর এখন কাজটা কঠিন, কষ্টের, তবে সম্মান আছে। সময়ও পাওয়া যায় অনেক। শুক্র ও শনিবার দুই দিন ছুটির পাশাপাশি সরকারি বিভিন্ন দিবসের ছুটিও পাওয়া যায়। সকালে ডিউটি থাকলে বেলা দুইটার মধ্যে আর বিকেলে ডিউটি থাকলে রাত আটটার মধ্যে বাড়ি ফিরতে পারেন। অসুস্থতা বা অন্য কোনো কারণে কাজে অনুপস্থিত থাকলেও বেতন কাটার ভয় নেই।’

নাটকটি লিখেছেন শফিকুর রহমান। এতে আরও অভিনয় করছেন মনোজ প্রামাণিক, শম্পা নিজাম, আমানুল হক। নাটকের শুটিং হয়েছে রাজধানীর কড়াইল বস্তিতে, শাপলা চত্বর, কুড়িল ফ্লাইওভার ও আবদুল্লাহপুরের কামারপাড়া বাসস্ট্যান্ডে। এটি চ্যানেল আইয়ে প্রচার হওয়ার সম্ভাবনা আছে।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
avatar

Md Parvaj Mollick

 
right
Like
· Reply · 1671948590

Delete Comment

Are you sure that you want to delete this comment ?

Magazine
Magazine
3 yrs

যে কারণে ভূমির পোশাক নিয়ে এত আলোচনা
***********************************************************************
২১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২২। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিদ্যা বালান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রাবিনা ট্যান্ডন ছাড়াও অনেক বড় তারকা। তবে পোশাকের কারণে ব্যাপকভাবে আলোচিত হন ভূমি পেডনেকর। কিন্তু কেন? চলুন, ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে সিরিজ ‘রকেট বয়েজ’। সেরা সিরিজ, সেরা পরিচালকসহ জিতেছে আট পুরস্কার। এদিন হাজির ছিলেন সিরিজের প্রধান অভিনেতা জিম সার্ব। তিনি জিতেছেন সেরা অভিনেতার পুরস্কারও।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

কুড়া পক্ষী উড়ল কলকাতায়, ডানা মেলবে বিশ্বজুড়ে
***********************************************************************
একটি দৃশ্যের জন্য সচরাচর কত দিন অপেক্ষা করবেন নির্মাতা? এক মাস, ছয় মাস; বড়জোর এক বছর। কিন্তু ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার কাঙ্ক্ষিত একটি দৃশ্য পেতে পাক্কা আড়াই বছর অপেক্ষা করেছেন নির্মাতা মুহাম্মদ কাইউম। সিনেমার এক দৃশ্যে দেখা যায়, হাওরে ধান কাটার মৌসুমে হড়কা বান নামে, ২০১৯ সালে সেই বানের দৃশ্য ধারণের পর আর বানের দেখা মেলেনি; কাইউমের অপেক্ষা বছরের পর বছর পেরিয়ে দীর্ঘশ্বাসে পরিণত হয়। ২০২১ সালের শেষে এসে সেই দৃশ্য ধারণ করেন তিনি।

এটা তো গেল মাত্র একটি দৃশ্য, পুরো সিনেমার দৃশ্য ধারণের জন্য দিনের পর দিন হাওরে পড়ে ছিলেন নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প পর্দায় তুলে আনতে মুহাম্মদ কাইউমকেও রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। নানা চড়াই–উতরাই পেরিয়ে সাড়ে তিন বছরের চেষ্টায় সীমিত বাজেটে জীবনের প্রথম সিনেমা নির্মাণ করেছেন ৬০ বছর বয়সী কাইউম।

সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সিনেমাটি মুক্তি দিতে গিয়ে মুদ্রার উল্টা পিঠ দেখতে হয়েছে নির্মাতাকে। সিনেমা হলের দ্বারে দ্বারে ঘুরেছেন নির্মাতা, সিনেমায় কথিত তারকা নেই বলে সিনেমাটি চালাতে চাননি হলমালিকেরা। অনেক বলেকয়ে গত নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় মাত্র এক সপ্তাহ প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এরপর চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে কিছুদিন প্রদর্শিত হয়েছে।

এ সিনেমা নিয়ে দর্শকের মধ্যে তুমুল আগ্রহ থাকলেও হলগুলো সপ্তাহখানেকের মধ্যেই নামিয়ে ফেলে, এর মধ্যে ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠান নির্মাতা। বিশ্বের মর্যাদাপূর্ণ এ উৎসবের আন্তর্জাতিক বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের ১৪টি সিনেমার সঙ্গে মনোনীত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। উৎসবের মধ্যে টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে সিনেমাটি নিয়ে তুমুল আলোচনা হয়েছে।

স্পেনের সিনেমা ‘আপঅন এন্ট্রি’–এর সঙ্গে যৌথভাবে উৎসবের সেরা সিনেমার (গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার) পুরস্কার জিতেছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’; গত বৃহস্পতিবার রাতে কলকাতার রবীন্দ্রসদনের মঞ্চে মুহাম্মদ কাইউমের হাতে পদক তুলে দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নির্মাতা মুহাম্মদ কাইউম প্রথম আলোকে বলেন, ‘যেকোনো স্বীকৃতি সবারই ভালো লাগে। উৎসবে ভালো ভালো সিনেমা ছিল। পুরস্কারটা আমরা যৌথভাবে পেয়েছি; স্পেনের সিনেমাটি খুবই ভালো। বিচারকেরা হয়তো মনে করেছেন, আমার ছবিটাও পুরস্কার পাওয়ার যোগ্য।’

পুরস্কৃত হওয়ার পর সিনেমাটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটি ভারতসহ বিশ্বজুড়ে মুক্তি দিতে মুহাম্মদ কাইউমের সঙ্গে চূড়ান্ত আলোচনা করেছে সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড; সংস্থাটি ভারতে বাংলাদেশের আরেক সিনেমা হাওয়া মুক্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী শ্রেয়সী সেনগুপ্ত প্রথম আলোকে জানান, দুই মাস আগে থেকেই সিনেমার নির্মাতার সঙ্গে কথা বলেছেন তাঁরা; ভারত তো থাকছেই, ইউরোপসহ বিশ্বজুড়ে ছবিটি পরিবেশন করবেন তাঁরা।

সেই সঙ্গে সিনেমাটি নির্মাণের পেছনের গল্পটাও দর্শকের সামনে তুলে আনতে চায় কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড। শ্রেয়সী সেনগুপ্ত বলছেন, ‘ছবিটি নির্মাণ করতে কঠোর পরিশ্রম করেছেন নির্মাতা মুহাম্মদ কাইউম। তাঁর এ নিবেদন সত্যিই দৃষ্টান্ত হয়ে থাকার মতো। ক্যামেরার পেছনে তাঁদের নিবেদনটা তুলে ধরবেন তাঁরা; স্বাধীন সিনেমা বানানো কতটা কঠিন—সেটা দর্শকের সামনে তুলে আনতে হবে। এমন সিনেমার সঙ্গে থাকতে পেরে সম্মানিত বোধ করছি।’

ঢাকা স্টার সিনেপ্লেক্সে আবারও সিনেমাটি মুক্তি দেওয়ার প্রাথমিক কথাবার্তা চলছে বলে জানালেন মুহাম্মদ কাইউম। সবকিছু চূড়ান্ত হলে ঢাকার দর্শকেরা আবারও প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি উপভোগ করতে পারবেন। নির্মাতা জানান, শিগগিরই এ সিনেমার সিকুয়েল নির্মাণে হাত দেবেন তিনি। সিনেমার শেষভাগে দেখা যায়, একটি পরিবার হাওর অঞ্চল ছেড়ে শহরে চলে আসে; তাদের শহুরে জীবন তুলে ধরে পরবর্তী সিনেমার গল্প লিখেছেন মুহাম্মদ কাইউম। কয়েক মাস পর দৃশ্য ধারণ শুরু করবেন তিনি।

ধ্রুপদি চিত্রলোক নিবেদিত কুড়া পক্ষীর শূন্যে উড়া চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির, সুমী ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সংগীতায়োজন করেছেন সাত্যকি ব্যানার্জি।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

পূজা সেনগুপ্তকে ফ্রেন্ডশীপ মেডেল দিচ্ছে ভিয়েতনাম
***********************************************************************
ভিয়েতনাম সরকারের রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের জাতিগত বন্ধুত্ব রক্ষা এবং ভিয়েতনামের স্বাধীনতাযুদ্ধের বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হো চি মিনের বিপ্লবী জীবনকে নৃত্যনাট্য হো চি মিন-এর মধ্য দিয়ে তুলে ধরার জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন ২৮ ডিসেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে পূজার হাতে ফ্রেন্ডশিপ মেডেল আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন।

ফ্রেন্ডশিপ মেডেল প্রদানের আগে দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের অ্যাম্বাসেডর পাঠিয়েছেন পূজার কাছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ ও ভিয়েতনামের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে পূজার অবদান এবং তাঁর প্রশংসনীয় শিল্পনির্দেশনা হো চি মিন: আ জার্নি টু এক্সপ্লোর দ্য লাইট উইদিন-এর জন্য ভিয়েতনামের প্রেসিডেন্ট পূজাকে এই ফ্রেন্ডশিপ মেডেল প্রদান করছেন। চিঠিটি নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

উচ্ছ্বসিত পূজা বললেন, ‘আমি সত্যিই অনুপ্রাণিত, আপ্লুত ও সম্মানিত। বাংলাদেশের নাচ ও ড্যান্স থিয়েটারের এত বড় আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য মাইলফলক। আমি মনে করি, এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের বন্ধুত্ব আর সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রে নতুন ইতিহাসের সূচনা হলো।’

এর আগে পূজা সেনগুপ্ত ওয়াটারনেস, অদম্যসহ কয়েকটি প্রযোজনা দিয়ে প্রশংসিত হয়েছেন।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 yrs

image
Like
Comment
Share
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 yrs

image
Like
Comment
Share
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 yrs

image
Like
Comment
Share
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 yrs

image
Like
Comment
Share
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 yrs

image
Like
Comment
Share
Showing 12589 out of 19371
  • 12585
  • 12586
  • 12587
  • 12588
  • 12589
  • 12590
  • 12591
  • 12592
  • 12593
  • 12594
  • 12595
  • 12596
  • 12597
  • 12598
  • 12599
  • 12600
  • 12601
  • 12602
  • 12603
  • 12604

Edit Offer

Add tier








Select an image
Delete your tier
Are you sure you want to delete this tier?

Reviews

In order to sell your content and posts, start by creating a few packages. Monetization

Pay By Wallet

Payment Alert

You are about to purchase the items, do you want to proceed?

Request a Refund