রায়ের বাজার বধ্যভূমি #রায়ের_বাজার_বধ্যভূমি
https://www.vromonkal.com/2022..../12/rayer-bazar-bodh
রায়ের বাজার বধ্যভূমি #রায়ের_বাজার_বধ্যভূমি
https://www.vromonkal.com/2022..../12/rayer-bazar-bodh
বিশ্বের সবচেয়ে বেশি ভিডিও গেম সংগ্রহ করে পাঁচবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা আন্তোনিও রোমেরো মন্টেরো। ৪৫ বছর বয়সী রোমেরোর সংগ্রহে ২৪ হাজার ২৬৮টি ভিডিও গেম রয়েছে। এসব গেমের বর্তমান বাজারদর প্রায় ২১ লাখ ডলার।
মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তোনিও রোমেরো মন্টেরো মোট পাঁচবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। সবচেয়ে বেশি এক্স বক্স গেম, সবচেয়ে বেশি সেগা গেম, সবচেয়ে বেশি নিন্টেন্ডো গেম, সবচেয়ে বেশি প্লে স্টেশন গেম এবং সবচেয়ে বেশি ভিডিও গেম সংগ্রহকারী হিসেবে রেকর্ডগুলো করেন তিনি।
আন্তোনিও রোমেরো মন্টেরো জানিয়েছেন, ১০ বছর বয়স থেকেই ভিডিও গেম সংগ্রহ করেন তিনি। সংগ্রহের তালিকায় এক্স বক্স, সেগা, নিন্টেন্ডো, প্লে স্টেশনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও গেম, গেমিং কনসোল এবং যন্ত্রাংশও রয়েছে। কোনো পরিকল্পনা করে নয়, শখের বশেই এগুলো সংগ্রহ করা হয়েছে।
কিশোর বয়স থেকে সেগা গেম কেনার পর ধীরে ধীরে সংগ্রহের পরিমাণ বাড়তে থাকে আন্তোনিওর। নিজ ঘরের পুরো একটি রুমজুড়ে ভিডিও গেমগুলো সাজিয়ে রেখেছেন তিনি। প্রায় ২৫ হাজার গেম সংগ্রহে থাকলেও আন্তোনিওর প্রিয় গেম সুপার নিন্টেন্ডো ও সুপার ক্যাসলেভানিয়া।
Source: প্রথম আলো
‘অ্যাভাটার’-এর গল্পটা সেই নব্বইয়ের দশকেই লিখেছিলেন জেমস ক্যামেরন। প্রযুক্তিগত কারণে তখন করা সম্ভব হয়নি। ২০০৯ সালে যখন হলো, তৈরি হলো নতুন ইতিহাস, বদলে গেল বিশ্ব চলচ্চিত্রের ভাষা। এই স্কেলে গল্প বলা, ক্যামেরা থেকে প্রযুক্তির ব্যবহার আর সঙ্গে অতি অবশ্যই আবেগ; যা পর্দায় তুলে ধরতে বরাবরই মুনশিয়ানার পরিচয় দিয়েছেন পরিচালক। এরপর এক যুগের বেশি সময় পার হয়েছে, এখনো সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমা অ্যাভাটার। এতেই অনেকটা আঁচ করা যায় ছবিটির জনপ্রিয়তা। ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে, গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অ্যাভাটার-এর সিকুয়েল অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
প্যানডোরায় সংঘাত
জেমস ক্যামেরন জানিয়েছেন, চিত্রনাট্য লেখার সময় নিজেকে টিনএজারের বাবা মনে করেন তিনি। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লেখার সময় মনে করি, আমার ছেলেমেয়েরা কৈশোর পার করছে। পরিবারই মানুষের সবচেয়ে বড় জায়গা। কোনো না কোনোভাবে আমার শিল্পের মাধ্যমে সেটি তুলে ধরি। আজকালকার অ্যাকশন সিনেমায় এসব আর দেখা যায় না।’
জেক সলিকে নিয়ে শুরু হবে এবারের কিস্তি, অ্যাভাটারের শরীরে ভর করে যে প্যানডোরা গ্রহে হাজির হয়। গ্রহটিতে থাকে না’ভি আদিবাসীরা। জলজ এই গ্রহের মহামূল্যবান সম্পদ আনঅবটেনিয়াম, যা পৃথিবীকে বাঁচাতে দরকার। তবে গ্রহের বাসিন্দারা এটিকে হাতছাড়া করবে কেন! শুরু হয় প্যানডোরাবাসীদের সঙ্গে সংঘাত।
পুরোনোরা ফিরছেন, আছে নতুন চরিত্র
জেক সলির চরিত্রে আগেরবারের মতোই আছেন স্যাম ওয়ার্দিংটন। এ ছাড়া আগের কিস্তির জোয়ি সালদানা, সিগুর্নি ওয়েভার, স্টিফেন লাংরাও থাকছেন। নতুন যুক্ত হয়েছেন ক্লিফ কার্টিস, মিতকানিয়া গোত্রের নেতা তনোয়ারির চরিত্রে দেখা যাবে তাঁকে। আছেন ক্যামেরনের প্রিয় পাত্রী কেট উইন্সলেট, তাঁকে দেখা যাবে রোনাল চরিত্রে। এ ছাড়া এবার দেখা যাবে এডি ফ্যালকো, জেমি ফ্ল্যাটার্স, ব্রেনডন কাউওয়েলকে।
কেন এত দেরি
সবচেয়ে বিলম্বিত সিকুয়েলগুলোর একটি হতে যাচ্ছে ‘দ্য ওয়ে অব ওয়াটার’। প্রথমটার ১৩ বছর পর দ্বিতীয় কিস্তি। প্রথম পর্ব মুক্তির ব্যাপক ব্যবসায়িক সাফল্যের পর ২০১৪ সালের ডিসেম্বরেই সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি কারণে এতটা দেরি হয়ে গেল।
প্রথমত, গভীর সমুদ্রের মধ্যে সিনেমাটির শুটিং করা হয়েছে, সমুদ্রের যথাযথ লোকেশন খুঁজতে গিয়ে কয়েক বছর কেটে যায়। পুরো চিত্রনাট্য লিখেও বহুবার বদলাতে হয়। এ ছাড়া ছিল প্রযুক্তিগত সীমাবদ্ধতা, বেশ কিছু নতুন প্রযুক্তি কেবল এই সিনেমার জন্যই আবিষ্কৃত হয়েছে! এরপর শেষ পেরেকটি ঠুকে দেয় কোভিড, ফল আরও কয়েক বছরের বিলম্ব।
কেটের ইতিহাস
‘টাইটানিক’-এর পর আবারও জেমস ক্যামেরনের সিনেমায় কেট উইন্সলেট। ছবিটির মুক্তি সময় এনে দিয়েছে এই পরিচালক ও অভিনেত্রী জুটির উদ্যাপনের অন্য এক উপলক্ষও। কারণ, আর দিন কয়েক পর ১৯ ডিসেম্বরই টাইটানিক মুক্তির ২৫তম বার্ষিকী। ছবিটিতে অভিনয়ে করতে গিয়ে নতুন রেকর্ডও গড়েন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী—পানির নিচে ৭ মিনিট ১৪ সেকেন্ড শুটিংয়ে অংশ নিয়েছেন, যার অর্থ ৭ মিনিটের এই বেশি সময় ধরে পানির নিচে নিশ্বাস বন্ধ করে ছিলেন তিনি। ছবি মুক্তির আগে এক ভিডিও বার্তায় বিষয়টি কেট নিজেও নিশ্চিত করেছেন। আগের রেকর্ডটি ছিল টম ক্রুজের; মিশন ইমপসিবল: রোগ নেশন-এর শুটিংয়ে যেটি গড়েছিলেন অভিনেতা।
রেকর্ডটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি সত্যই বিশ্বাস করতে পারছিলাম না, সত্যিই পারছিলাম না। আমি আগে ৬ মিনিট ১৪ সেকেন্ড নিশ্বাস না নিয়ে ছিলাম। এবার নিজের রেকর্ড ভাঙতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘রোনালএক যোদ্ধা, শক্তিশালী নারী, মৃত্যু হতে পারে জেনেও যে মানুষের অধিকারের জন্য লড়াইয়ে নামতে ভয় পায় না।’
ঘণ্টা আর ৩৫০ মিলিয়ন
‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ৩ ঘণ্টা ২০ মিনিটের সিনেমা। সিনেমার দৈর্ঘ্য নিয়ে পরিচালক বলেন, ‘সবকিছুই টান টান রাখার চেষ্টা করেছি। কিন্তু এত কিছুর মধ্যেও আবেগ তুলে ধরা গুরুত্বপূর্ণ। এটি করতে গিয়েই সময়টা লেগেছে।’ দৈর্ঘ্যের মতো সিনেমাটি বাজেটেও অনেক ছবিকে ছাড়িয়ে গেছে। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নির্মাণে ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। এ পর্যন্ত ৩০০ কোটি ডলারের বেশি বাজেটে মাত্র ৭টি সিনেমা নির্মিত হয়েছে। তারই একটি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
আরও সিকুয়েল
দ্বিতীয়টি মুক্তির বছর কয়েক আগেই আরও তিন কিস্তির ঘোষণা দিয়ে রেখেছেন পরিচালক। ‘অ্যাভাটার ৩’-এর শুটিং এর মধ্যেই শেষ, মুক্তি পাবে ২০২৪ সালে; চতুর্থ ও পঞ্চমটি মুক্তি পাবে যথাক্রমে ২০২৬ ও ২০২৮ সালে। ক্যামেরন বলেন, ‘সব কটিরই চিত্রনাট্য লেখা শেষ, ঘটনাক্রম থেকে শুরু করে সিনেমায় কী দেখাব, সেটা পুরোপুরি তৈরি।’
ব্যাপক প্রশংসা
মুক্তির আগে দেশে দেশে প্রিমিয়ার হয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর, যা দেখে সাধারণ দর্শক থেকে সমালোচক সবাই মুগ্ধ। এমন দুর্দান্ত দৃশ্যায়ন আর গল্পের বুনট ছবিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে তাঁদের মত। তবে দর্শকের একাংশ ছবিটির সমালোচনাও করেছেন। তাঁদের মতে, ছবিটি বিষণ্নতা ও আত্মহত্যার চিন্তা উসকে দেবে।
Source: প্রথম আলো
চলতি বছর বলিউডে একের পর এক ছবি ফ্লপ হচ্ছে। এই ফ্লপ হওয়ার জন্য ছবির চেয়ে বেশি দায়ী বয়কট ট্রেন্ড। বলিউড ছবিগুলোতে উনিশ থেকে বিশ হতে না হতেই বিভিন্ন ইস্যু ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হচ্ছে বর্জনের ডাক। ছবি মুক্তির আগেই ট্রেলার, টিজার বা গান প্রকাশের পরই শুরু হয় এই ডাক। এই বয়কট ট্রেন্ডের ট্র্যাক থেকে বাদ পড়েনি বলিউড বাদশাহর ছবি ‘পাঠান’ও। তাই এত দিন চুপ থাকলেও এবার মুখ খুললেন বয়কট ট্রেন্ড নিয়ে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান উপস্থিত হয়েছিলেন।
সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, সমাজে সিনেমার গুরুত্ব অনেক। মানুষের কাছে সিনেমা পৌঁছানোর সহজ উপায় সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু অনেক সময় এই মাধ্যমেই সিনেমাকে ভুলভাবে উপস্থাপন করা হয়। সিনেমাকে নেতিবাচক হিসেবে প্রচার করা হয়। আর এর প্রভাব পড়ে মানুষের ওপর।’
শাহরুখ খান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের চিন্তাভাবনাকে সংকীর্ণ করে দিয়েছে। নেতিবাচক মন্তব্য তাঁদের মানসিকতার পরিচয় দেয়। তবে তিনি আশাবাদী। তিনি জানান, খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষও রয়েছে। বক্তব্যের শেষে বয়কট ট্রেন্ড নিয়ে ভাবছেন না বলে জানিয়ে তিনি বলেন, ‘আপনি, আমি আর আমাদের মতো ইতিবাচক মানুষ এখনো বেঁচে আছে।’
গত সোমবার ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তির পরই অশ্লীলতার অভিযোগ ওঠে ছবির বিরুদ্ধে। মধ্যপ্রদেশে তো ছবি নিয়ে বিক্ষোভ হয়। জ্বালানো হয় শাহরুখ–দীপিকার কুশপুত্তলিকা। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বর্জনের ডাক দেওয়া হয়। কিন্তু শাহরুখ দমে যাননি। তিনি চালিয়ে যাচ্ছেন তাঁর ছবির প্রচারণা। ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর আগামী ২৫ জানুয়ারি পর্দায় ফিরছেন বলিউড বাদশা।
Source: প্রথম আলো
মাসখানেক পর আবারও কলকাতার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ নন্দনে ফিরল ঢাকার আলোচিত সিনেমা ‘হাওয়া’, কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে আজ প্রদর্শিত হয়েছে সিনেমাটি। সন্ধ্যার শো দেখতে বিকেল ৪টা থেকেই নন্দন চত্বরে ভিড় জমাতে থাকেন দর্শকেরা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে নন্দন কর্তৃপক্ষকে।
সিনেমাটির টিকিট ছাড়ার পরপরই হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা, মুহূর্তেই হাওয়া হয়ে যায় টিকিট। ‘হাওয়া’ দেখতে ক্রমেই দর্শকের ভিড় বাড়তে থাকায় নন্দন কর্তৃপক্ষ জানায়, টিকিট সব বিক্রি হয়ে গেছে। টিকিট ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না, ফলে নন্দনের সামনের ভিড় করা যাবে না।
ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সিনেমাটি না দেখেই বহু দর্শককে ফিরে যেতে হয়েছে, গত মাসে কলকাতায় আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবেও ‘হাওয়া’ নিয়ে এমন উন্মাদনা দেখা গিয়েছিল। দর্শকের দাবির মুখে সিনেমাটির শোর সংখ্যাও বাড়ানো হয়েছিল। সিনেমাটি নিয়ে পশ্চিমবঙ্গের দর্শকের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে, সিনেমাটি পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন দর্শকেরা।
তার মাসখানেক পর গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সিনেমা হলে পেয়েছে সিনেমাটি। একই দিন কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে এ সিনেমা, সিনেমাটি ৩০ ডিসেম্বর ভারতজুড়ে মুক্তি পাবে বলে জানিয়েছে ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।
বিকেলে নন্দন চত্বরের প্রেস কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘হাওয়া’র নির্মাতা, অভিনয়শিল্পীরা সিনেমাটি নিয়ে কথা বলেছেন। অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে “হাওয়া” দেখানোর সময় ঢাকা থেকে আমি একাই এসেছিলাম। এবার আমাদের টিম এসে গেছে। সবাই শুনেছে কলকাতায় “হাওয়া”র জনপ্রিয়তার কথা। তাই সব কলাকুশলী কলকাতায় এসেছেন শুভেচ্ছা জানাতে।’
সিনেমার নির্মাতা মেজবাউর রহমান বলেন, ‘এটি আমার প্রথম ছবি। এই সাড়া পেয়ে ভবিষ্যতে আমি আরও ছবি করার অনুপ্রেরণা পাব। তাই আমি কলকাতার মানুষের ভালোবাসার পথ ধরে এগিয়ে যেতে চাই।’
সিনেমার প্রচারে অংশ নিতে অভিনেত্রী নাজিফা তুষি এখন কলকাতায় রয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই প্রথম আমার কলকাতা আসা। কলকাতায়ও আমার প্রথম ছবি। কলকাতাবাসীর এত সাড়া পেয়ে আমি মুগ্ধ।’ সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী, মেজবাউর রহমান ও নাজিফা তুষি ছাড়াও সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
Source: প্রথম আলো
শিশুশিল্পী হিসেবেই অভিনয়ে প্রার্থনা ফারদীন দীঘি বাজিমাত করেছেন। ছবিতে অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শিশুশিল্পী ইমেজ কাটিয়ে ওঠার পর দীঘির চরকি অরিজিনাল ‘শেষ চিঠি’ দিয়ে ওয়েব ফিল্মে অভিষেক ঘটে। এ ছবিতে পরিণত বয়সের দীঘির অভিনয় বেশ প্রশংসিত হয়। নতুন খবর, এবার আরেকটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম ‘ফেরা’, পরিচালক সুমন ধর।
‘ফেরা’ দীঘি অভিনীত দ্বিতীয় ওয়েব ফিল্ম। যেখানে পরিচালক, সহশিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’তেও ছিলেন। গতকাল সন্ধ্যায় দীঘি প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান আরটিভির ‘ফেরা’ নামের এ ওয়েব ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এদিকে চুক্তিপত্রে সইয়ের আনুষ্ঠানিকতা শেষে দীঘি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে কোনো কিছু পরিষ্কার করে না লিখলেও রহস্য করে দীঘি লিখেছেন, ‘আমার কো-আর্টিস্ট ইয়াশ রোহানকে অনেক মিস করছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।’
‘ফেরা’ ছবির শুটিং নতুন বছরে শুরু হবে বলে জানালেন দীঘি। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই গল্পটি নিয়ে কথা হচ্ছিল। অবশেষে গতকাল সিদ্ধান্তে এসেছি, এটিই হবে আমার পরবর্তী ওয়েব ফিল্ম। এখন জোরেশোরে প্রিপ্রেডাকশনের কাজ চলছে। ছবির গল্প আর আমার চরিত্রটি ভীষণ রকম ভালো লেগেছে। মনে হচ্ছিল, এমন একটি চরিত্রই এত দিন খুঁজছিলাম। আমি খুবই এক্সাইটেড। নিজেকে চরিত্রের উপযোগী করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, আমার অভিনয়জীবনে ভিন্ন রকম কিছু যোগ হতে যাচ্ছে।’
শিশুশিল্পী হিসেবে দীঘি বেশ জনপ্রিয়তা পান। সেই ইমেজ ভেঙে নায়িকা হিসেবে আত্মপ্রকাশের কয়েক বছর নিজেকে অভিনয়ের বাইরে রেখেছিলেন তিনি। আট বছরের বিরতির পর গত বছর দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয়। কিন্তু নায়িকা হিসেবে অভিষেক খুব একটা ভালো হয়নি। তবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে প্রশংসিত হয়েছেন দীঘি। আর চলতি বছর চরকি ফ্লিক ‘শেষ চিঠি’তে তুলি চরিত্রে অভিনয় করে দীঘি বাজিমাত করেন। গ্ল্যামারাস লুকের বাইরে হাজির হন ভিন্ন রূপে। মুক্তির অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেছা মুজিবের তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে দীঘিকে।
Source: প্রথম আলো
চলতি কাতার বিশ্বকাপে দেখা যাচ্ছে অনেক বলিউড তারকাকে। বিশ্বকাপের ট্রফি উন্মোচনের কথা রয়েছে দীপিকা পাড়ুকোনের। এ ছাড়া খেলা দেখতে গিয়েছেন আমির খান, মানুষি ছিল্লার, অনন্যা পাণ্ডেসহ অনেক তারকা। এবার যাচ্ছেন শাহরুখ খান। তবে পুরোপুরি খেলা দেখা নয়, বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন অভিনেতা।
আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এ ছবি দিয়ে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। গত সোমবার মুক্তি পেয়েছে ছবিটির প্রথম গান ‘বেশরম রং’। এবার আরও জোরেশোরে ছবিটির প্রচারে নামছেন অভিনেতা।
‘পাঠান’-এর প্রচারের জন্য বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন শাহরুখ খান। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ম্যাচের প্রি-শোতে হাজির হবেন তিনি। কেবল এটি নয়, খেলা শুরুর আগে ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েইন রুনির সঙ্গে খেলা নিয়ে কথা বলবেন তিনি।
ভিডিও বার্তায় শাহরুখ ‘পাঠান’-এর ধুন্ধুমার অ্যাকশন দেখতে দর্শককে আমন্ত্রণ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে কাতার বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকার কথা জানান শাহরুখ। তিনি বলেন, স্পোর্টস ১৮ এবং জিও সিনেমার স্টুডিও থেকে দেখবেন ফাইনাল।
এর আগে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, খেলার বড় ভক্ত তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার তিনি।
Source: প্রথম আলো
প্রতারক চক্রের কাছ থেকে পাওয়া গেল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের পাসপোর্ট। কিন্তু ঐশ্বরিয়া পাসপোর্ট যে হারিয়ে গেছে এমন কোনো অভিযোগ নেই। তার মানে এই পাসপোর্ট নকল। এই নকল পাসপোর্ট দিয়ে প্রতারকেরা কী করছেন, তা নিয়ে দ্বন্দ্বে আছে পুলিশও। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
প্রতারক চক্র ধরতে অভিযান চালায় উত্তর প্রদেশ পুলিশ। সন্দেহজনক তিন বিদেশি ব্যক্তিকে আটক করে তারা। তাঁদের দুজন নাইজেরিয়ার এবং একজন ঘানার বাসিন্দা। তল্লাশি চালালে তাঁদের একজনের কাছে একটা পাসপোর্ট পাওয়া যায়। পাসপোর্টে ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম এবং তাঁর ছবি। জন্মতারিখ দেওয়া ছিল ১৯৯০ সালের ১৮ এপ্রিল এবং জন্মস্থান লেখা ছিল গুজরাটের ভাবনগর। সাবেক এই বিশ্বসুন্দরীকে কে না চিনে। তাই তো পুলিশের চোখ এড়ায়নি ভুল তথ্যগুলো।
এ ছাড়া তাঁদের কাছ থেকে পুলিশ ১১ কোটি টাকার জাল নোট এবং লাখ লাখ টাকার নকল বিদেশি মুদ্রা উদ্ধার করে। তদন্তে জানা গেছে তাঁরা তিনজন একটি ভুয়া ওষুধ কোম্পানির মালিক। তাঁরা বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। মানুষকে ফাঁদে ফেলে তাঁরা তাঁদের কাজ উদ্ধার করতেন।
তাঁদের এই ফাঁদে পড়েছিলেন সাবেক এক সেনা অফিসারও। তাঁকে দিয়ে অবৈধভাবে যৌগ কোলানাট ক্রয় করছিলেন অভিযুক্তরা। যৌগ কোলানাট ব্যবহার হয় এ ধরনের ক্যানসারের নিরাময়ের ওষুধ তৈরিতে। বিদেশি এই তিন নাগরিকের কাছে নিজেদের পাসপোর্ট বা ভিসা কিছুই পাওয়া যায়নি।
এবারই প্রথম নয়, এর আগেও ঐশ্বরিয়া রাই বচ্চনের নকল পাসপোর্ট পাওয়া গিয়েছিল প্রতারকদের কাছে। ২০১২ সালে গুজরাট থেকে উদ্ধার করা হয়েছিল সেই পাসপোর্ট। পুলিশ তদন্ত করছে কেন এই সাবেক বিশ্বসুন্দরীর নকল পাসপোর্ট তৈরি করেছেন প্রতারকেরা।
Source: প্রথম আলো
Md Parvaj Mollick
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?