https://www.prothomalo.com/ent....ertainment/dhallywoo
https://www.prothomalo.com/ent....ertainment/bollywood
গুপ্তচর: জন্ম থেকে গুজব শুনতে শুনতে কোনটা ব্লাফ আর কোনটা রিয়েল বুঝে গেছি। এইগুলা ব্যাপার না।
সিআইএ: হু আর ইউ রিয়েললি? তোমার রহস্য উদঘাটন না করতে পারলে আমি আফসোসেই মরে যাবো।
গুপ্তচর: আমি সাধারণ বাংলাদেশি। যাকে তোমরা গুপ্তচর ভেবে ভুল করেছো।
সিআইএ: ফিল আপ দিস ফর্ম, ভেরি কুইকলি।
গুপ্তচর: কিসের ফর্ম এটা?
সিআইএ: তোমাকে আজ থেকে সিআইএ’র ট্রেইনার হিসেবে নিয়োগ দিতে চাই। এমন লোকই তো আমরা খুঁজে ছিলাম। আই স্যালিউট ইউ, বস!
এক স্কুলে একজন রগচটা শিক্ষক ছিলেন। ছাত্ররা তাকে মোটেও পছন্দ করতো না। একদিন—
শিক্ষক: বাস্তবতা এবং বিভ্রান্তির ব্যাখ্যা দাও রফিক, জলদি!
রফিক: স্যার, আপনি আমাদের পড়াচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা।
শিক্ষক: আর বিভ্রান্তি কোনটা?
রফিক: আর যদি আপনি মনে করে থাকেন যে, আপনার পড়ানো আমরা বুঝতেছি, তবে এটা বিভ্রান্তি!