জানিনা কেন অন্ধকারে তুমি একা কাঁদো ও চোখ দুটি দু'হাতে ঢেকে যদি চাও বলনা তা, আজ আমাকে বেদনা কাকে বলে; জানি তার পরিচয় সম্মুখের ধ্রুবতারা পথ বলে দেবে ঠিকানা কোন খানে ঠিক জানা যাবে ...
"বেহিসেবী এই জীবন এভাবেই কেটে যায় প্রাপ্তিহীনতার কষ্ট সময়ের হিসেব রেখে যায় এক রাশ অপ্রাপ্তি নিয়ে বেড়ে উঠে কারো সংশয় পরাজিত স্বপ্নের কাছে বেঁচে থাকা মিথ্যে হয় এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়..."