আল কুরআনের গুরুত্বপূর্ণ একশ নির্দেশনা
----------------------------------------------------------------
০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩ঃ১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩ঃ১৩৪)।
০৩. অন্যের সাথে ভালো ব্যবহার করুন। (০৪ঃ ৩৬)
০৪. অহংকার করবেন না। (০৭ঃ ১৩)
০৫. অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন (০৭ঃ ১৯৯)
https://www.lovestory-bd.com/2....022/12/blog-post_42.
যাকাতের কিছু জরুরী মাসায়েল
-----------------------------------------------
১. যদি কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ মুসলমানের কাছে নিজের প্রয়োজনীয় আসবাব সামগ্রী, ব্যবহার্য দ্রব্যাদি ও বাসগৃহ ইত্যাদি ব্যতীত ঋণমুক্তভাবে যাকাতের নেসাব পরিমান সম্পদ থাকে অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ (৮৭.৪৮ গ্রাম) বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য (৬১২.৩৬ গ্রাম) কিংবা সমপরিমাণ টাকা বা ব্যবসার মাল থাকে এবং তার উপর বছর অতিক্রান্ত হয় তাহলে উক্ত সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ শতকরা আড়াই পার্সেন্ট হারে যাকাত আদায় করা তার উপর ফরয।
https://www.lovestory-bd.com/2....022/12/blog-post_46.
কিভাবে কথা বলতে হবে? কুরআন কারীমে যা এসেছে
-----------------------------------------------------------------------------
১. কথা বলার পূর্বে সালাম দেয়া। (নূর, ৬১)
২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) (ক্বফ, ১৮)
৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। (বাক্বারাহ, ৮৩)
৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। (আরাফ, ৩৩)
৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। (লুকমান, ১৯ ও হুজুরাত, ২ - ৩)
৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। (নাহল, ১২৫)
https://www.lovestory-bd.com/2....022/12/blog-post_37.