পুরুষের কষ্ট ও প্যারাটুকু মেনে নেয়ার নাম প্রেম ও প্রেমিকা।
#সৃষ্টি
#প্রেমদেবতা
#premdevota
#qoute
মুই জীংকানিত এ পদত এনেই বারবাঙারে মেইত পাঙর এজাল আ ভালেদি সং গরি আহ্’দে। কন’ কামত এজাল ন’ থেলে কন’ কাম ভালেদি মু ন’ দেঘে।
পূজ্য বুদ্ধবংশ ভান্তেদাঘিলোই কি পরমি বলে দেঘা অল’ খবর ন’ পাং। জীংকানিত কাররে মুই নিজে এজাল দি ন’ পারিলেও গধেল গধেল মানুজোর এজালে এচ্যে মুই ইনজেব নাঙে চিনপচ্যে পেলুং। যা ইধোত গাদে রাঘেবার, ইধোত গাদে থেব’।
মুই যক্যে বিপদত থাং সক্যে কন’ না কন’ উপয় নিঘিলে। মুই কার’ বিপদত উজে যে ন’ পারিলেও মানচ্চোরে ম’ বিপদ কায় পাং।
গেল্লে ৫/৬ মাচ আঘে ভান্তেত্তুন তেঙা চেলে তা কধায় “বৌদ্ধ যুব ঐক্য পরিষদত্তুন” ২০ আজার তেঙা দিলাক, কধা এল’ ২ মাঝে দিবার। মাত্তর, ৮ মাচ বিদি যার তুঅ দি ন’ পারং। কিত্তে, দিবার সান মর কন’ জু ন’ এল’। অনসুর কন’ না কন’ বেপাগত থাং। ভান্তে এজালে এচ্যে সে তেঙাবো দি পারিনেই কিয়েআন বজান পাদল পাঙর।
সেনে ভান্তে ইধু আ বৌদ্ধ যুব ঐক্য পরিষদ ইধু মুই আজীবন ঋণী থেইম।
জীবন কোনো গোলাপ ভর্তি বিছানা নয়। এটা পুরাটায় সমস্যাযুক্ত। এই সমস্যাগুলো আমাদের নতুন অভিজ্ঞতা দিয়ে থাকে এবং নতুন শিক্ষা জীবনে এগিয়ে যাওয়ার জন্য।
.
Time: 04:22 PM
Date: 19-06-2020
Location: Hamchayapur, Sherpur, Bogura.
#istudio_photography
https://linkeei.com/setting/my_points