একটা শিশু কত কিছু থেকে প্রভাবিত হয় - টিভি, প্রতিবেশী, শিক্ষক, স্কুল, এবং লাখো অন্যান্য জিনিসের দ্বারা। সন্তান সেই দিকেই যাবে যেটা তার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হবে। বাবা-মা হিসাবে আমাদের নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে বাবা-মায়ের সাথে থাকাটা ওর কাছে সবচেয়ে বেশী আকর্ষণীয় হয়। আমরা যদি একজন উৎফুল্ল, বুদ্ধিমান এবং সুন্দর মানুষ হই, তাহলে সে অন্য কোথাও সঙ্গ খুঁজবে না। যে কোনো কিছুর জন্য সে আমাদের কাছেই আসবে।
একটা শিশুর শিশু থাকাটা খুবই গুরুত্বপূর্ণ; তাকে বড় করে তোলার কোনও তাড়া নেই, কারণ পরে আর কখনই তাকে শৈশবে ফেরাতে পারবো না। শিশু যদি শিশুর মতো আচরণ করে, সেটাই তো অপূর্ব লাগে। প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার পরেও যদি কেউ শিশুসুলভ আচরণ করে তাহলে সেটা বাজে দেখায়। তাই আমাদের বান্টীর বড় হয়ে ওঠার কোনও তাড়া নেই...