একটা শিশু কত কিছু থেকে প্রভাবিত হয় - টিভি, প্রতিবেশী, শিক্ষক, স্কুল, এবং লাখো অন্যান্য জিনিসের দ্বারা। সন্তান সেই দিকেই যাবে যেটা তার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হবে। বাবা-মা হিসাবে আমাদের নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে বাবা-মায়ের সাথে থাকাটা ওর কাছে সবচেয়ে বেশী আকর্ষণীয় হয়। আমরা যদি একজন উৎফুল্ল, বুদ্ধিমান এবং সুন্দর মানুষ হই, তাহলে সে অন্য কোথাও সঙ্গ খুঁজবে না। যে কোনো কিছুর জন্য সে আমাদের কাছেই আসবে।