দূর থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করবেন যেভাবে
***********************************************************************
ঘরে বা অফিসের কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেন অনেকেই। কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করতে ভুলে যান কেউ কেউ। ফলে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। তবে চাইলে দূর থেকে অন্য যন্ত্রে চালু থাকা ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা যায়। দূর থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করার পদ্ধতি দেখে নেওয়া যাক—
দূর থেকে অ্যাকাউন্ট লগআউট করার জন্য প্রথমে ফেসবুকে ‘লগইন’ করে অ্যাপের ডান দিকে থাকা তিনটি ‘ডট মেনু’তে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে থাকা সেটিংস থেকে ‘সিকিউরিটি’ নির্বাচন করতে হবে। এবার ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ নির্বাচন করলে ‘হোয়ার ইউ আর লগড ইন’ অপশনের নিচে যেসব যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, সেগুলোর নাম দেখা যাবে। নির্দিষ্ট যন্ত্রের নামের পাশে থাকা তিনটি ‘ডট মেনু’তে ট্যাপ করে ‘লগআউট’ নির্বাচন করলেই সেই যন্ত্র থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট হয়ে যাবে।
কম্পিউটার থেকে অন্য যন্ত্রে চালু থাকা ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করার জন্য প্রথমে ফেসবুকের প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘সেটিংস’ অপশনে ক্লিক করে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ নির্বাচন করতে হবে। এখানে ‘হোয়ার ইউ আর লগড ইন’ অপশনের নিচে যেসব যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্ট ‘লগইন’ করা রয়েছে, সেগুলো দেখা যাবে। নির্দিষ্ট যন্ত্রের নামের পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে লগআউট নির্বাচন করলেই সেই যন্ত্র থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট হয়ে যাবে।
Source: প্রথম আলো
টুইটারে ত্রুটি, অপরিচিত ব্যক্তিরাও দেখতে পারছিলেন টুইটার সার্কেলের টুইট
***********************************************************************
খুদে ব্লগ লেখার সাইট টুইটারে টুইট (টুইটারে দেওয়া বার্তা) করলে সেগুলো অপরিচিত ব্যক্তিরাও দেখতে পারেন। ফলে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করতে পারেন না। তবে ‘টুইটার সার্কেল’ নামে আলাদা গ্রুপ তৈরি করে সহজে গোপনীয় বা গুরুত্বপূর্ণ টুইট নিজেদের মধ্যে আদান-প্রদান করা যায়। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সম্প্রতি টুইটার সার্কেল ব্যবহারকারীদের আদান-প্রদান করা টুইটগুলো অপরিচিত ব্যক্তিরাও দেখতে পারছিলেন। বেশ কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করার পর এ সমস্যার সমাধান করেছে টুইটার কর্তৃপক্ষ।
টুইটার জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে গত এপ্রিল মাসে টুইটার সার্কেলের মাধ্যমে আদান-প্রদান করা টুইটগুলো অন্য ব্যবহারকারীরাও দেখতে পেরেছেন। এরই মধ্যে টুইটারে থাকা কারিগরি ত্রুটির সমাধান করা হয়েছে। ফলে আগের মতো নিরাপদে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টুইট পাঠানো যাবে।
উল্লেখ্য, টুইটার সার্কেল সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে আলাদা গ্রুপ তৈরি করে টুইট পাঠানো যায়। অর্থাৎ গ্রুপে থাকা নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ টুইটগুলো দেখতে পারেন না। শুধু তা–ই নয়, টুইটার সার্কেলে পাঠানো টুইটের উত্তর সাধারণ টুইটের মতো করে পাঠানো যায়। ফলে সহকর্মী বা প্রিয়জনদের সঙ্গে স্বচ্ছন্দে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের সুযোগ মিলে থাকে।
সূত্র: গ্যাজেটস নাও
Source: প্রথম আলো
স্মার্টফোন ‘হ্যাং’ হলে যে পাঁচ কৌশল খাটাতে হবে
***********************************************************************
স্মার্টফোন এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ। কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি দরকারি বিভিন্ন কাজ করার সুযোগ থাকায় ফোন ছাড়া একটা দিন কল্পনাও করা যায় না। তবে মাঝেমধ্যেই হাতের মুঠোয় থাকা ফোনটি হ্যাং হয়ে যায়। প্রয়োজনের সময় ফোন হ্যাং হলে বেশ সমস্যা হয়। ফোন বিভিন্ন কারণে হ্যাং হতে পারে। সাধারণত সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের ত্রুটি, কম ধারণক্ষমতা, কম গতির প্রসেসর বা র্যাম ব্যবহার করলে ফোন হ্যাং হয়। ফোন হ্যাং হলে করণীয় দিকগুলো দেখে নেওয়া যাক—
১. ফোন রিস্টার্ট
ফোন হ্যাং হলে প্রথমেই বন্ধ করে পুনরায় চালু (রিস্টার্ট) করতে হবে। স্বাভাবিকভাবে ফোন রিস্টার্ট করা না গেলে পাওয়ার ও ভলিউম বাটন একসঙ্গে চেপে ধরে রিস্টার্ট করতে হবে।
২. ফোনের ধারণক্ষমতা পরীক্ষা
ফোনের ধারণক্ষমতার বেশির ভাগ অংশ ব্যবহার হলে ফোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আর তাই হ্যাং সমস্যা সমাধানের জন্য ফোনের সেটিংস অপশনে প্রবেশ করে ধারণক্ষমতার কতটুকু জায়গা খালি রয়েছে, তা দেখতে হবে। ধারণক্ষমতার ৯০ শতাংশের বেশি তথ্য জমা থাকলে অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে ফেলতে হবে। পাশাপাশি র্যামে জমা থাকা ক্যাশ মেমোরি নিয়মিত মুছে ফেলতে হবে।
৩. অ্যাপ বা অপারেটিং সিস্টেম হালনাগাদ
কখনো কখনো অ্যাপ বা পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেমের কারণেও ফোন হ্যাং হতে পারে। এ জন্য সব সময় হালনাগাদ সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। যদি নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সময় ফোন হ্যাং হয়, তবে বুঝতে হবে অ্যাপটিতে সমস্যা রয়েছে। সমস্যা সমাধানে অ্যাপটি হালনাগাদ করতে হবে। প্রয়োজনে অ্যাপটি মুছে ফেলে আবার ইনস্টল করে সমস্যার সমাধান করতে হবে।
৪. ফ্যাক্টরি রিসেট
ওপরে উল্লেখ করা পদ্ধতিগুলো ব্যবহারের পরও যদি ফোন স্বাভাবিকভাবে ব্যবহার করা না যায়, তবে প্রয়োজনীয় তথ্য ব্যাকআপ নিয়ে ফোনটি ফ্যাক্টরি রিসেট করতে হবে। মনে রাখতে হবে, ফ্যাক্টরি রিসেট করলে ফোনে থাকা সব তথ্য মুছে যায়।
৫. যন্ত্রাংশের সমস্যার সমাধান
যন্ত্রাংশ বা হার্ডওয়্যার সমস্যার কারণেও ফোন হ্যাং হয়ে যেতে পারে। এমন ক্ষেত্রে অনুমোদিত সেবা কেন্দ্রে যোগাযোগ করে ফোনের হার্ডওয়্যার সমস্যার সমাধান করতে হবে।
Source: প্রথম আলো
ভাঁজ করা ফোন আনছে গুগল
***********************************************************************
দীর্ঘদিন ধরেই ভাঁজ করা (ফোল্ডেবল) ফোন তৈরির জন্য কাজ করছে গুগল। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের তৈরি প্রথম ভাঁজ করা ফোন আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘পিক্সেল ফোল্ড’ নামের ফোনটির ভিডিও প্রকাশ করেছে তারা।
গুগলের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রুপালি রঙের পিক্সেল ফোল্ড বইয়ের মতো ভাঁজ খুলে ব্যবহার করা যায়। ভাঁজ করা অবস্থায় ফোনটির পর্দার আকার ৫ দশমিক ৮ ইঞ্চি। তবে ভাঁজ খোলার পর পর্দার আকার হবে ৭ দশমিক ৬ ইঞ্চি। ফলে আকারে ছোট ট্যাবলেট কম্পিউটারের আদলে বড় পর্দায় কাজ করার পাশাপাশি ভিডিও বা সিনেমা দেখার সুযোগ মিলবে।
পিক্সেল ফোল্ডের বিস্তারিত কোনো তথ্য জানায়নি গুগল। ধারণা করা হচ্ছে, ১০ মে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে ফোনটি প্রদর্শনের পাশাপাশি বিস্তারিত তথ্য প্রকাশ করবে গুগল। তবে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পিক্সেল ফোল্ড ফোনটিতে টেনসর জি২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গত অক্টোবর মাসে বাজারে আসা প্রসেসরটি এরই মধ্যে গুগলের পিক্সেল ৭ ফোনে ব্যবহার করা হয়েছে।
সূত্র: মেইল অনলাইন
Source: প্রথম আলো
ব্যবসায় ধারণা জমা দিয়ে পাওয়া যাবে পুরস্কার
***********************************************************************
স্মার্ট বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের সহায়তা করতে ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’ আয়োজন করছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির সহযোগিতায় আয়োজিত দুই দিনের এ সম্মেলন আগামী ৯ জুন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হবে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক বলেন, ‘সম্মেলনে এক হাজার উদ্যোক্তা নিজেদের ব্যবসায় ধারণা উপস্থাপন করবেন। বাছাই করা কিছু ধারণা পুরস্কার পাবে। সাড়ে তিন লাখ টাকা অর্থ পুরস্কারের পাশাপাশি বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে এই ধারণাগুলো তুলে ধরা হবে।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছয়টি অধিবেশনে বিভক্ত এ সম্মেলনে স্মার্ট বাংলাদেশের সম্ভাবনা ও উল্লেখযোগ্য সুবিধা নিয়ে দেশ–বিদেশের বিভিন্ন বক্তা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরবেন। সম্মেলনের দ্বিতীয় দিন দশজন তরুণ উদ্যোক্তাকে জেসিআই ক্রিয়েটিভ ইয়াং এন্ট্রাপ্রেনিউর বা সিওয়াইই পুরস্কার দেওয়া হবে।
Source: প্রথম আলো