মেসেঞ্জারে আদান-প্রদান করা ছবি, ভিডিও ও লিংক মুছে যাওয়ার অভিযোগ
***********************************************************************
মেসেঞ্জারে বন্ধু বা পরিচিতদের বার্তা পাঠানোর পাশাপাশি ছবি, ভিডিও ও প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক আদান-প্রদান করেন অনেকে। মেসেঞ্জারে আদান-প্রদান করা সব তথ্য চ্যাট অপশনে সংরক্ষিত থাকায় পরবর্তী সময়ে সেগুলো চাইলেই ব্যবহার করা যায়। কিন্তু দেশ-বিদেশের বেশ কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, গতকাল থেকে মেসেঞ্জারের চ্যাট অপশনে পুরোনো কোনো ছবি, ভিডিও ও লিংক দেখা যাচ্ছে না। অর্থাৎ, হঠাৎ মেসেঞ্জারে আদান-প্রদান করা ছবি, ভিডিও ও লিংক মুছে গেছে।
ব্যবহারকারীদের অনেকেই তাঁদের সমস্যার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে হতাশার কথা বলেছেন। তবে ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান মেটা। অনলাইন সেবা বিঘ্নের বিষয় নজরদারি করার সাইট ডাউন ডিটেক্টর ডটকমের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার থেকেই এ ধরনের অভিযোগ করেছেন বিভিন্ন দেশের ব্যবহারকারীরা।
Source: প্রথম আলো