দুনিয়াতে ভালো থাকার জন্য, সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ উপহার দেয়ার জন্য, বৃদ্ধ বয়সে একটা ঝমকালো জীবন উপভোগের জন্য ত যৌবনে কতোকিছু সঞ্চয় করি। খরচটাকে সীমিত রাখি। কিন্তু মৃত্যুর পরের জীবনের জন্য কি সঞ্চয় করছি সেদিকে কি লক্ষ্য রেখেছি, যে জীবনের শুরু আছে শেষ নেই। আখিরাতের জীবনকে উপভোগের জন্য কি নফসকে নিয়ন্ত্রণ করি!
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর। প্রত্যেক ব্যক্তি যেন ভবিষ্যতের জন্য কী সঞ্চয় করেছে সেদিকে লক্ষ্য করে।” [সুরা হাশর : ১৮]
https://www.priyotrick.com/article/746056
Saiful Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?