https://www.prothomalo.com/bangladesh/xhoi3i5mpy
https://www.prothomalo.com/bangladesh/xhoi3i5mpy
স্বামী-স্ত্রীর ঝগড়া এমনিতেই থেমে যায়
শিক্ষক: জনি, ক্লাসে এত দেরি করে এসেছ কেন?
জনি: স্যার, বাবা-মা ঝগড়া করছিল।
শিক্ষক: তুমি থামাতে গেলে কেন? স্বামী-স্ত্রীর ঝগড়া এমনিতেই থেমে যায়।
জনি: সেটা আমিও জানি স্যার!
শিক্ষক: তাহলে?
জনি: আমার এক পাটি জুতা বাবার হাতে, আরেকটা মার হাতে ছিল, স্যার।
সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে শপিং মলের সামনে। উঠতি এক মাস্তানের খুব পছন্দ হয়েছে তাকে।
সাহস করে সামনে গিয়ে দাঁড়ালো। কোনো ভূমিকা ছাড়াই বললো—
মাস্তান: বিয়ে হয়ে গেছে আপনার?
সুন্দরী: জ্বি। কোনো সমস্যা?
মাস্তান: না মানে, ছেলে কী করে?
এক কথা শুনে সুন্দরী কষে এক চড় লাগালো মাস্তানের গালে—
মাস্তান: এটা কী হলো?
সুন্দরী: আফসোস! সে এখন শুধু আফসোস করে।