জ্ঞান অর্জন ততটুকুই করা উচিত যতটুকু করলে আপনি আল্লাহকে ভুলে যাবেন না,ওই স্মার্টনেসের কোন দাম নেই যেটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহর কাছে প্রকৃত স্মার্টনেসের সংজ্ঞা ভিন্ন,আপনি দুনিয়াতে যথেষ্ঠ করলেন কিন্তু আখিরাতের কোন কাজ করলেন না,দিনশেষে কোন লাভ নেই কারণ দুনিয়াতে করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তখন কাজে দিবে আপনার দুনিয়ার আমল যা আখিরাতের জন্য। আর যদি দুনিয়ে নিয়েই পড়ে থাকেন তখন মৃত্যু হলে আর দুনিয়াকেও পাওয়া হলো না,আখিরাতকেও না। তাই দুনিয়াতে জ্ঞানার্জন করবেন আখিরাতকে প্রথম প্রায়োরিটি তে রেখে,যাতে দুনিয়া ও পান,আখিরাত ও
জীবনে অনেক সমস্যা আসবে। যে সমস্যার সমাধান মনে হতে পারে নেই,কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কাছে কোনকিছুরই অভাব নেই,এমন সমস্যা নেই যেটার সমাধান আল্লাহ তায়ালার কাছে নেই। আশাহারা ,ধৈর্যহারা না হয়ে আল্লাহর উপর ভরসা করাই জ্ঞানীর কাজ। একমাত্র আল্লাহই পারে জীবনকে বদলে দিতে , রহমত দিতে,নতুন করে আশা দিতে।
আল কুরআনে আল্লাহ বলেছেন,
(১) নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। [সুরা ইনশিরাহ]
(২) আল্লাহ কষ্টের পর সুখ দেবেন। [সুরা তালাক্ব]
Saidul Islam
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?