পরিচালককে কেন ‘অসম্ভব ভালোবাসেন’, তা–ই জানালেন ভাবনা
***********************************************************************
ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে ‘এক্সকিউজ মি’ ছবির শুটিং। তার আগে ছবিটি সম্পর্কে জানাতে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিচালক রায়হান খান। ছবির নায়ক জিয়াউল রোশান, নায়িকা আশনা হাবিব ভাবনাসহ সংশ্লিষ্ট অনেকেই ছিলেন। সংবাদ সম্মেলনে পরিচালকের সঙ্গে ভাবনা তাঁর চমৎকার একটা সম্পর্কের কথা পরিষ্কার করলেন। জানালেন, কেন তাঁকে অসম্ভব ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন।
কথা প্রসঙ্গে ভাবনা বলেন, “প্রথমবার দেশের বাইরে শুটিংয়ে যাই নেপালে। সেখানে রায়হান খান ছিলেন। আমি জানি না তাঁকে কখন পাপা পাপা বলা শুরু করেছি। এরপর আমরা দেশে এবং দেশের বাইরে একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। মানুষ বলে না, দেশের বাইরে গেলে বন্ধুর পরিচয় পাওয়া যায়, আমিও রায়হান খানকে দেশের বাইরে শুটিংয়ে নানাভাবে জানতে পেরেছি। তাঁকে আমি পাপা ডেকেছি। তিনিও আমাকে মেয়ের মতোই সব সময় দেখেছেন। তবে বিষয়টা এমন নয়, আমাদের প্রতিদিনই কথা হয়। এবার যেমন কথা হয়েছে চার-পাঁচ বছর পর। তিনি আমাকে বললেন, ‘শোন, আমি কিন্তু সিনেমা বানাচ্ছি। তোর কিন্তু কাজ করতে হবে। আমরা একসঙ্গে ছবিটির কাজ করব’।”
পরিচালক রায়হান খানের কাছ থেকে এ ধরনের প্রস্তাব পেয়ে কয়েক বছর পেছনের কথা মনে পড়ে যায় ভাবনার। সেই দিনের প্রসঙ্গ মনে করে ভাবনা বললেন, ‘এবার যখন ছবিতে অভিনয়ের কথা বলেন রায়হান খান, তখন আমার মনে হচ্ছিল, ব্যাংকক ও নেপালে শুটিংয়ের ফাঁকে কতবার যে আমাকে বলেছে, “শোন, আমার প্রথম সিনেমায় আমি তোকে নেব”। আমার মনে হতো, এ রকম তো অনেকে কথা বলে, কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত সেই কাজটা হয় না। কিন্তু পাপা সেটা মনে রেখেছে। আমাকে তার প্রথম ছবির জন্য সিলেক্ট করেছে। তার মানে, আমাদের সম্পর্ক এতটুকুই বদলায়নি।
এখনো তাকে আমি পাপা বলে ডাকি। সেও আমাকে মেয়ের মতোই দেখে। যদিও ইটস সাউন্ডস ক্লিশে, কিন্তু আমি তাঁকে অসম্ভব ভালোবাসি, অবশ্যই আমার অভিভাবক হিসেবে এবং অবশ্যই ভালো সৃজনশীল মানুষ হিসেবে। নাটকে তাঁর ডিরেকশন যারাই দেখেছে, তারা সবাই বলেছে, রায়হান সিনেমা বানাও, সিনেমা বানাও। তুমি তো নাটকের মধ্যেই সিনেমা বানাচ্ছ। সেই মানুষটার প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছি, নিঃসন্দেহে আমার জন্য ভীষণ আনন্দের।’
খণ্ড ও ধারাবাহিক মিলিয়ে ১৭০টি নাটকের পরিচালক রায়হান খান, হাজারের ওপরে নাটকে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন রায়হান খান। অসংখ্য বিজ্ঞাপনচিত্রে তিনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করলেও এবারই প্রথম সিনেমা বানাতে যাচ্ছেন এই পরিচালক। গত বছরের প্রশংসিত চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’–এর চিত্রনাট্যকার ছিলেন রায়হান খান। নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘এক্সকিউজ মি’ সম্পর্কে নির্মাতা রায়হান খান বলেন, ‘ভাবনার সঙ্গে একাধিক নাটকে কাজ করা হয়েছে। সে আগেই পরীক্ষিত। তা ছাড়া আমার এই সিনেমার চরিত্রটি একজন আহ্লাদী মেয়ের, যা ভাবনার সঙ্গে মানানসই। অন্যদিকে “অপারেশন সুন্দরবন” সিনেমায় রোশানের অভিনয় দেখে খুব ভালো লেগেছে। ভাবনার সঙ্গেও মানাবে তাকে। তাই এই দুজনকে আমার ছবির জন্য সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।’
রায়হান খান আরও বলেন, ‘নায়ক বা নায়িকা নয়, সিনেমায় গল্পই সবচেয়ে শক্তিশালী চরিত্র। আর সেটি সুন্দর উপস্থাপনে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছাতে পারলেই আমরা সার্থক। সঠিকভাবে আমি গল্পটা বলার চেষ্টা করব।’
এদিকে চিত্রনায়ক রোশান বলেন, ‘সিনেমার গল্পটি দারুণ। গল্পের কারণেই সিনেমাটিতে যুক্ত হওয়া। তা ছাড়া পরিচালকের কাজের অনেক প্রশংসা শুনেছি। আর ভাবনার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। এর আগেও আমাদের দুজনের একসঙ্গে কাজ করার কথা ছিল। সে সময় ব্যাটে-বলে মেলেনি। এবার সেই সুযোগ হচ্ছে। আশা করি, কাজটি বেশ ভালো হবে।’
Source: প্রথম আলো