একটি মেয়ে একটি বৃদ্ধকে প্রশ্ন করল: “ভালোবাসার সত্যতা কী ?”
তখন বৃদ্ধ তাকে বললো: “তুমি পাশের বাগানে গিয়ে সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে আসো। মেয়েটি তখন সারাদিন বাগানে সুন্দর ফুল খুঁজতে লাগলো” দিন শেষে বৃদ্ধর কাছে খালি হাতে এসে দাঁড়িয়ে পড়লো।
— বৃদ্ধ
প্রশ্ন করলো: “ফুল আনোনি ?” —
মেয়েটি বললো: “সারাদিন ফুল খোঁজার পর একটি ফুল সবচেয়ে ভাল লেগেছিল।
Read more https://www.anuperona.com/true-love/?swcfpc=1
মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা ছিলেন একজন বেঁটে প্রকৃতির মানুষ। মাথায় পাগড়ি আর গায়ে জোব্বা পরে একটা গাধার ওপর চড়ে তিনি ঘুরে বেড়াতেন। হোজ্জাকে নিয়ে এক হাজারেরও বেশি গল্প চালু আছে। কোনো গল্পে তাকে খুব বুদ্ধিমান একজন মানুষ মনে হয়। আবার কোনো গল্পে তার আচরণ একেবারেই বোকার মতো হয়। তবে তিনি সারাবিশ্বে পরিচিতি পেয়েছেন তার রসবোধের কারণে। তার কথাবার্তা আমাদের যেমন হাসায়, তেমনি ভাবায়ও বটে।
আজকের গল্পের আসরে এই লেখায় মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার মজার গল্প সমগ্র নিয়ে সাজানো হয়েছে।
Read more https://www.anuperona.com/moll....a-nasiruddin-best-st
পাত্তুরুতুরু, পাত্তুরুতুরু, পাত্তুরুতুরু
তেতুলতলা অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্র আ দিঘীনালা বন বিহার পরিচালনা কমিতিদাঘিরে। এচ্যে তারার এজালে ( ভাইবোন ছড়া ইউনিয়নের বৈশালী নগর আদামর ১। অনুক্ষ চাকমা, স্তন ক্যান্সার, ২/ যুগাঞ্জল চাকমা, থেং ভাঙা আ বুগ আহ্’র ভাঙা), ৩/ হিরশ্বর চাকমা, চোগ’ অসুক) এক গিরির তিন জন অসুক্যালাই উগুরেদি লেঘা দ্বিয়ান কথিন চীবর দানত তেঙা তুলি দিয়্যা অহ্’য়্যা।
ইয়োত যারা তেঙা এজাল দিনেই মুজুঙে আক্কোই এচ্ছোন তারাদাঘিরে চাঙমা সাহিত্য বাহ্ তপ্পেত্তুন পাত্তুরুতুরু আ ঝু ঝু জানের।
ইয়োত ভাঙি কনা গরচ, দিঘীনালা বন বিহার কথিন চীবর দানত যারা তেঙা তুলি দিলাক তারা অলাক্কে চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গী সুনানু নিকো চাঙমা আ সজীব চাঙমা দাঘি। তারা অলাক- দিঘীনালাত পল্যা খাগড়াছড়ি মহিলা কলেজ ইংরেজি মাচ্তর সুনানু কৃতি চাঙমাদাঘি তেঙা এজাল দিনেই তেঙা তুলনা ফাংগরা অয়। ইয়োত ৬৬৯০ তেঙা উদিলাক।
তেতুলতলাত যারা তেঙা তুলিলাক তারা অলাক্কে চাঙমা সাহিত্য বাহ্ খাগাড়াছড়ি জেলা কমিতি এজাল দাঙর কাবিদ্যাঙ সুনানু তোষী চাঙমা, সাবাঙ্গী সুনানু বৈশাখি চাঙমা, সুনানু জেকি চাঙমা, দিঘীনালা ধেলা জধানানু সুনানু বিদর্শী চাঙমা, ভান্ডালি কাবিদ্যাঙ সুনানু সূচনা চাঙমাদাঘি আ অসুক্যা তপ্পেত্তুন সুনানু আরসন চাঙমা।
তারা জানেলাক, ইয়োত পল্যা তোষী, বিদর্শী, সূচনা, বৈশাখী, জেকি চাঙমা দাঘি তেঙা এজাল দেনা ফাং গরিলে তেঙা তুলনা আরগানি গরা অয়। ইয়োত ৭০০০ তেঙা তুলি দি পারিলাক।
শেজে চাঙমা সাহিত্য বাহ্ তপ্পেত্তুন যারা এ কামানত মনর, ধনর এজাল দিনেই এক্কো গিরিরে পিত্তিমি পহ্’র মু দেঘেবার মুজুঙে উজে এলাক তারাদাঘিরে আর একবার ঝু ঝু, পাত্তুরুতুরু আ অতালিয়ে কোচপানা গজের।