বরিশালে চিকিৎসা না পেয়ে মুক্তিযোদ্ধার মেয়ের মৃত্যুর অভিযোগ
#nobokontho24
#news
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বেনজেমা
#nobokontho24
#news
করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু
#nobokontho24
#news
Yes, it’s possible to remove hp jumpstarts, if you do not require it. You should open Control Panel on your PC and then click Uninstall a program. Finally, find HP JumpStart Bridge and then select it. It will be removed from your system.
https://printersofflines.com/b....log-post/hp-jumpstar
সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কার, পানির সন্ধান
***********************************************************************
সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে যার অবস্থান ২১৮ আলোকবর্ষ দূরে। লাল বামন (ছোট) নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই গ্রহমণ্ডলী পৃথিবীর মতো নয়। জোতির্বিজ্ঞানীদের ধারণা, গ্রহ দুটির উপরিভাগ পানিতে তলিয়ে আছে। এ জন্যই এই দুই গ্রহকে ‘ওয়াটার ওয়ার্ল্ড’ বলে বর্ণনা করেছেন তাঁরা।
কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের একদল জোতির্বিজ্ঞানী নাসার হাবল ও স্পিটজা নামে দুটি টেলিস্কোপ ব্যবহার করে তাঁদের গবেষণায় গ্রহ দুটির সন্ধান পান। গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট ফর রিসার্চ অন দ্য এক্সোপ্লানেটস–এর ক্যারোলিন পিউলেট। নেচার অ্যাস্ট্রনমি নামের একটি বিজ্ঞান সাময়িকীতে কেপলার–১৩৮সি ও কেপলার–১৩৮ডি নামের গ্রহ দুটির বিষয়ে গবেষণায় পাওয়া ফল নিয়ে একটি বিস্তারিত নিবন্ধ প্রকাশিত হয়েছে।
নাসা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তাতে বলা হয়েছে, গবেষক দলের প্রধান ক্যারোলিন পিউলেট ও তাঁর সহকর্মীরা সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কার করেছেন। গ্রহ দুটির বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে রয়েছে।
Source: প্রথম আলো
‘পিকচার-ইন-পিকচার’ পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ
***********************************************************************
বেশ কিছু দিন ধরেই প্রযুক্তি বিশ্বে জল্পনাকল্পনা চলছিল, ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এবার বিষয়টি নিশ্চিত করে অ্যাপটি জানিয়েছে, আগামী বছরের শুরুতেই আইফোন ব্যবহারকারীদের জন্য ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় অন্য অ্যাপ বা ওয়েবসাইটে কাজ করা যাবে।
ভিডিও কলের ছবি পর্দার এক পাশে দেখা যাওয়ায় অন্য কাজও করা যাবে। এরই মধ্যে নির্দিষ্ট–সংখ্যক আইফোন ব্যবহারকারী এ সুবিধা পরখ করে দেখছেন। আইফোনে ‘পিকচার-ইন-পিকচার’মোড চালুর জন্য হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে।
Source: প্রথম আলো
পর্দাজুড়ে আড়াআড়ি দেখা যাবে টিকটক ভিডিও
***********************************************************************
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান–প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। টিকটকের ভিডিওগুলো সাধারণত উলম্ব বা ভার্টিক্যাল হয়ে থাকে। অনেকে আবার আড়াআড়ি (হরাইজন্টাল বা ল্যান্ডস্কেপ) ভিডিও দেখতে চান। আর তাই এবার পর্দাজুড়ে হরাইজন্টাল ভিডিও দেখার সুযোগ চালু করছে অ্যাপটি। আনুষ্ঠানিকভাবে চালুর আগে এটি পরীক্ষা করে দেখছে টিকটক। পরীক্ষার জন্য ব্যবহারকারীদের জন্য ফুল স্ক্রিন নামে একটি বাটন যুক্ত করা হয়েছে টিকটকে।
সম্প্রতি আকারে বড় ভিডিও তৈরি ও আদান–প্রদানের সুযোগ চালু করেছে টিকটক। নতুন এ সুবিধা চালু হলে টিকটক সহজেই ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
Source: প্রথম আলো
যেসব চ্যানেল ইউটিউব থেকে টাকা পাবে না
***********************************************************************
ইউটিউব থেকে আয় করার জন্য অনেকেই এক বা একাধিক চ্যানেল খোলেন। কিন্তু নিয়মিত ভিডিও দিলেও অধিকাংশ চ্যানেলেই ইউটিউবের মনিটাইজেশন বা অর্থ পাওয়ার সুবিধা চালু হয় না। কারণ, মনিটাইজেশন পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে ইউটিউবের। এসব শর্তের কারণে ভিডিওর মান যতই ভালো হোক না কেন, সব চ্যানেলে এই সুবিধা চালু করে না ইউটিউব।
অনেকেই ভাবেন, চ্যানেলে বিজ্ঞাপন দেখানো মানেই ইউটিউবের মনিটাইজেশন চালু হয়ে গেছে। আসলে তা নয়। নতুন নীতিমালার কারণে মনিটাইজেশন চালু না থাকলেও বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপন দেখায় ইউটিউব। এসব বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থ চ্যানেলগুলোকে দেওয়া হয় না। এ জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন–সুবিধা চালু করতে হবে। প্রথমবার আবেদন বাতিল হলে পরে এটি পেতে বেশ সমস্যা হয়। আর তাই ইউটিউবে মনিটাইজেশন–সুবিধার অযোগ্য চ্যানেল কোনগুলো হতে পারে, তা দেখে নেওয়া যাক—
কমিউনিটি নীতিমালা ভঙ্গ করা চ্যানেল
ইউটিউবের কমিউনিটি নীতিমালা না মেনে ভিডিও তৈরি করলে সেই চ্যানেল কোনোভাবেই মনিটাইজেশনের অন্তর্ভুক্ত হবে না। এমনকি একবার কমিউনিটি ‘গাইডলাইন স্ট্রাইক’ পেলেও এটা চালু করা হবে না।
কৃত্রিমভাবে ভিডিও দেখে সময় বাড়ানো
পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অন্য যন্ত্র থেকে নিয়মিত নিজেদের তৈরি ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখার সময় বাড়ান অনেকেই। কিন্তু একই যন্ত্র থেকে একই চ্যানেলে বারবার ভিডিও দেখা হলে চ্যানেলে মনিটাইজেশন–সুবিধা চালু করা হয় না।
সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব
গ্রাহক বা সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি থাকলেও যেসব চ্যানেলের ভিডিও বেশির ভাগ সাবস্ক্রাইবার দেখেন না, সেগুলোয় মনিটাইজেশন চালু হয় না। সাবস্ক্রাইব করার পর চ্যানেলটিতে আর কখনো প্রবেশ না করা ব্যক্তির সংখ্যা বেশি থাকলে এমনটি করা হয়।
অন্যের ভিডিও বা অডিও ব্যবহার করা চ্যানেল
অন্যের মেধাস্বত্ব করা ভিডিও বা অডিও ব্যবহার করা চ্যানেলগুলোয় মনিটাইজেশন চালু করা হয় না। কারণ, চ্যানেলে থাকা ভিডিওগুলোকে পুনরায় ব্যবহার করা কনটেন্ট হিসেবে বিবেচনা করে ইউটিউব।
এসব চ্যানেলের পাশাপাশি আরও বেশ কিছু চ্যানেলে মনিটাইজেশন–সুবিধা চালু করে না ইউটিউব। এগুলো হলো: ভুল তথ্য বা বিভ্রান্তি ছড়ানো চ্যানেল, অশ্লীল ভিডিওর চ্যানেল, ধ্বংসাত্মক ও ভয়ংকর কনটেন্টনির্ভর চ্যানেল, অন্যের নাচের অনুকরণে ভিডিও চ্যানেল, রিমিক্স ভিডিওর চ্যানেল, কণ্ঠ বা ছবি ছাড়া গেমিং চ্যানেল, ছবি বা স্লাইডশো দিয়ে ভিডিও তৈরি করা চ্যানেল, কণ্ঠ ছাড়া একাধিক খেলার দৃশ্য যুক্ত করে ভিডিও চ্যানেল, একই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিওযুক্ত চ্যানেল, কণ্ঠ ছাড়া বিভিন্ন পণ্য বা সেবার রিভিউ করা চ্যানেল ইত্যাদি। তবে শিক্ষণীয় বিভিন্ন চ্যানেল, যেমন রান্না বা ড্রয়িং শেখানোর ভিডিওগুলোয় কণ্ঠ না থাকলেও মনিটাইজেশন পাওয়া যায়।
Source: প্রথম আলো