উঠোনে চেয়ার পেতে বসে আছি। এত রাতে ঠান্ডার মধ্যে উঠোনে বসে গল্প করছি। আমার সামনের চেয়ারে দুলাভাই বসে আছে। পাশে আরেকজন বসে আছে। দুজন গল্প করে চলেছে। আমি বাধ্য হয়ে তাদের গল্প শুনছি। এছাড়া আমার কাছে কোন অপশন নেই।
এইসময় আমার লেপের নিচে শুয়ে থাকার কথা। বউ না থাকায় কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর কথা। কখনো কোলবালিশ নিচে পরে গেলে টেনে আবার জড়িয়ে নিব। কিন্তু আজ সেইরকম কিছুই করতে হবেনা। কোলবালিশের পরিবর্তে আজ বউ পেয়েছি। তাকে আনার পরে আরেক ঝামেলায় পরেছি। সবাই নতুন বউ দেখার জন্য আমার ঘর জুড়ে বসে আছে। আমি বেচারা বাইরে বসে দুজনের গল্প শুনছি।
-শালাবাবু। ঠান্ডা লাগছে?
Read more https://www.anuperona.com/shor....t-story-basar-ghor/?
উঠোনে চেয়ার পেতে বসে আছি। এত রাতে ঠান্ডার মধ্যে উঠোনে বসে গল্প করছি। আমার সামনের চেয়ারে দুলাভাই বসে আছে। পাশে আরেকজন বসে আছে। দুজন গল্প করে চলেছে। আমি বাধ্য হয়ে তাদের গল্প শুনছি। এছাড়া আমার কাছে কোন অপশন নেই।
এইসময় আমার লেপের নিচে শুয়ে থাকার কথা। বউ না থাকায় কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর কথা। কখনো কোলবালিশ নিচে পরে গেলে টেনে আবার জড়িয়ে নিব। কিন্তু আজ সেইরকম কিছুই করতে হবেনা। কোলবালিশের পরিবর্তে আজ বউ পেয়েছি। তাকে আনার পরে আরেক ঝামেলায় পরেছি। সবাই নতুন বউ দেখার জন্য আমার ঘর জুড়ে বসে আছে। আমি বেচারা বাইরে বসে দুজনের গল্প শুনছি।
-শালাবাবু। ঠান্ডা লাগছে?
Read more https://www.anuperona.com/shor....t-story-basar-ghor/?
আপনি_কি_প্রতিবাদ_করেছেন ??
আমি গতকাল যে কোনো একটি কাজে ধানমন্ডি যাচ্ছিলাম। বাসের কন্টাকটার বর্ধিত ভাড়ার অজুহাতে আমার কাছে 10 টাকা বেশি দাবি করেছে। আমি তার কাছে সরকার কর্তৃক নির্ধারিত বর্ধিত ভাড়ার চার্ট দেখতে চেয়েছি। কিন্তু সে আমাকে কোনো চার্ট দেখাতে পারেনি.......
তাই আমি বর্ধিত ভাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছি ! তারপর সে তার স্বভাবগত ভাবেই আমাকে অনেকবার অপমান করার চেষ্টা করেছে। 🙂
বর্ধিত ভাড়া আদায়ের কোন চার্ট যেহেতু সে আমাকে দেখাতে পারেনি, সেজন্য আমি তাকে বর্ধিত ভাড়া দেই নি......
দুঃখজনক বিষয় হচ্ছে সম্পূর্ণ বাসের মাত্র আমি একাই প্রতিবাদ করলাম। কিন্তু যারা পাশে ছিল সবাই কিন্তু কোন কথা না বলে অতিরিক্ত ভাড়া ঠিকই কন্টাকটার কে দিয়েছে।
আর ঠিক এভাবেই তথাকথিত ভদ্র জনগণ সমাজের নতুন আর একটা অন্যায়-অবিচারের জন্ম দিল। 🙂
কিন্তু আমরা যদি মাত্র 40 শতাংশ মানুষও অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানাতাম তাহলেও এই অন্যায় করতে কেউ সাহস পেত না।
আমি আমার প্রতিবাদ করেছি। বাকিটা আপনাদের বিষয় 🙂
মিষ্টির দোকান থেকে দই কিনে রাস্তা দিয়ে হাঁটছি এমন সময় এক গাড়ী পুলিশ এসে দাঁড়ালো আমার সামনে। গাড়ী থেকে নেমেই কয়েকটা পুলিশ সোজা বন্দুক আমার দিকে করে বললো, এই প্যাকেটের মধ্যে কি আছে এক্ষুনি বের করুন নাহলে আপনাকে গুলি করতে বাধ্য হবো। ভয়ে আমার হাত পা কাঁপছে। সকাল সকাল এ কি বিপদে পড়লাম রে বাবা।
ভয়ে ভয়ে বললাম, স্যার এর মধ্যে বগুড়ার দই আছে। সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকে লক্ষ্য করে বললাম, স্যার আমার বিয়েশাদি হয়নাই। আপনি দয়া করে বন্দুকটা বুকের দিকে অথবা মাথার দিকে তাক করে ধরুন।
Read more https://www.anuperona.com/one-pot-of-yoghurt/
আমাদের পাশের বাসায় থাকত নাদু দিলুরা।
তারাও আমাদেরই মতোই অল্পআয়ের বাবা-মার পুত্রকন্যা। সবাই একসঙ্গে ধুলোমাটিতে গড়াগড়ি করে বড় হচ্ছি। ওমা একদিন শুনি, ওরা বড়লোক হয়ে। গেছে। দেখতে দেখতে ওদের কাপড়চোপড় পালটে গেল। কথাবার্তার ধরন ধারণও বদলে গেল। এখন আর ওরা দাঁড়িয়াবান্দা কিংবা চি-বুড়ি খেলার জন্যে আমাদের কাছে আসে না।
ঈদ উপলক্ষে ওরা নতুন কাপড় তো পেলই সেইসঙ্গে পেল ট্রাই সাইকেল। ট্রাই সাইকেলটি শিশুমহলে বিস্ময়ের সৃষ্টি করল। আমিও এর আগে এই জিনিস দেখিনি।
Read more https://www.anuperona.com/padm....apatar-jal-humayun-a
Simanto Das
Delete Comment
Are you sure that you want to delete this comment ?