Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #ai #best #seo
    البحث المتقدم
  • تسجيل الدخول
  • التسجيل

  • الوضع الليلي
  • © 2026 Linkeei
    حول • الدليل • إتصل بنا • المطورين • سياسة الخصوصية • شروط الاستخدام • إعادة مال • Linkeei App install

    تحديد اللغة

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

يشاهد

يشاهد بكرات أفلام

أحداث

تصفح الأحداث أحداثي

مدونة

تصفح المقالات

السوق

آخر المنتجات

الصفحات

صفحاتي صفحات أعجبتني

أكثر

منتدى إستكشاف منشورات شائعة الألعاب وظائف عروض
بكرات يشاهد أحداث السوق مدونة صفحاتي الكل

إستكشف المشاركات

Posts

المستخدمين

الصفحات

مجموعة

مدونة

السوق

أحداث

الألعاب

منتدى

أفلام

وظائف

Magazine
Magazine
3 سنوات

অ্যাপ স্টোর ছাড়াও অ্যাপ নামানো যাবে আইফোন-আইপ্যাডে
***********************************************************************
অ্যাপলের অ্যাপ স্টোর ছাড়াও অন্য প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে ব্যবহার করতে পারবেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী। শুনতে অবাক লাগলেও ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে অ্যাপল। নতুন এ সুবিধা চালু হলে চাইলেই অ্যাপ স্টোরের পাশাপাশি অন্য অ্যাপ স্টোর থেকে বিভিন্ন অ্যাপ বা গেম নামিয়ে আইফোন ও আইপ্যাডে ব্যবহার করা যাবে।

আইফোন ও আইপ্যাডে তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ দিতে কাজও শুরু করেছে অ্যাপল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন মেনে চলতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী বছর বাজারে আসতে যাওয়া আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে এ সুযোগ চালু হতে পারে। প্রাথমিকভাবে এ সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পাওয়া যাবে।

অ্যাপলের সফটওয়্যার প্রকৌশলী ও কর্মীরা বিষয়টি নিয়ে বর্তমানে পুরোদমে কাজ করছেন। এ সুবিধা চালু হলে অ্যাপল অ্যাপ স্টোরের ওপর নির্ভরশীল থাকতে হবে না আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের। শুধু তা-ই নয়, ফলে অ্যাপ বিক্রির সময় অ্যাপলকে ৩০ শতাংশ কমিশনও দিতে হবে না নির্মাতাদের।

ইউরোপের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও সফটওয়্যার নির্মাতাদের অভিযোগ, অ্যাপল নিয়ন্ত্রণকারীর মতো আচরণ করছে। নিজেদের প্ল্যাটফর্মে থাকা পণ্য ব্যবহারে বাধ্য করার পাশাপাশি জোর করে মোটা অঙ্কের অর্থও আদায় করছে।
সূত্র: ইন্ডিয়া টাইমস

Source: প্রথম আলো

image
إعجاب
علق
شارك
Magazine
Magazine
3 سنوات

হোয়াটসঅ্যাপে নিজের ত্রিমাত্রিক অ্যাভাটার তৈরি করবেন যেভাবে
***********************************************************************
সম্প্রতি নিজের ত্রিমাত্রিক অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহারের সুযোগ চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের চেহারার আদলে ত্রিমাত্রিক অ্যাভাটার ব্যবহার করা যাবে। তবে চাইলেই ইচ্ছেমতো অ্যাভাটার তৈরি করা যাবে না, হোয়াটসঅ্যাপের তৈরি ৩৬টি স্টিকার দিয়েই শুধু অ্যাভাটার তৈরির করা যাবে। অ্যাভাটার তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক—

অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনে অ্যাভাটার তৈরির জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের হালনাগাদকৃত সংস্করণ নামানো থাকতে হবে। এবার হোয়াটসঅ্যাপের সেটিংস ট্যাপ করে ওপরে থাকা নাম এবং স্ট্যাটাস অপশনের নিচে থাকা অ্যাভাটার সেটিংসে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট ইউর অ্যাভাটার বাটনে ট্যাপের পর গেট স্টার্টেট ক্লিক করে গায়ের রং, চুলের ধরন ও রং, পোশাক, দেহের গড়ন, চোখের আকার, ভ্রু, নাক, ঠোঁট ইত্যাদি নির্বাচন করতে হবে। এবার ডান বাটনে ট্যাপ করলেই অ্যাভাটার তৈরি হয়ে যাবে।

অ্যাভাটার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবিতে ব্যবহারের পাশাপাশি স্টিকার হিসেবেও পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে প্রোফাইল ফটোতে গিয়ে এডিট বাটনে ট্যাপ করে তৈরি করা অ্যাভাটারের ছবি যুক্ত করা যাবে।

নিজের তৈরি করা অ্যাভাটার যেকোনো সময় মুছেও ফেলা যাবে। এ জন্য সেটিংস অপশন থেকে অ্যাভাটার বাটনে ক্লিক করে ডিলিট অ্যাভাটার অপশন নির্বাচন করতে হবে।

Source: প্রথম আলো

image
إعجاب
علق
شارك
Magazine
Magazine
3 سنوات

ফায়ারফক্স ব্রাউজারে স্মার্টফোন থেকেই ওয়েবসাইটের পিডিএফ সংরক্ষণ করা যাবে
***********************************************************************
স্মার্টফোন থেকে ওয়েবসাইটে ঢুঁ মারার পাশাপাশি সেখানে থাকা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের প্রয়োজন হয় হরহামেশাই। কিন্তু কিছু ওয়েবসাইটের তথ্য চাইলেও কপি করে সংরক্ষণ করা যায় না। সমস্যা সমাধানে অনেকেই স্মার্টফোনে প্রয়োজনীয় ওয়েবসাইট পিডিএফ ফাইল আকারে সংরক্ষণ করেন। ক্রোম ব্রাউজারে এ সুবিধা মিললেও ফায়ারফক্স ব্রাউজারে ওয়েবসাইটের পিডিএফ ফাইল স্মার্টফোনে সংরক্ষণ করা যায় না। সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ব্রাউজারের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে ফায়ারফক্স।

ফায়ারফক্স ১০৮ নামের এ সংস্করণে স্মার্টফোন থেকেই ওয়েবসাইট পিডিএফ ফাইল আকারে সংরক্ষণ করা যাবে। ফলে ইন্টারনেট–সংযোগ ছাড়াই গুরুত্বপূর্ণ লেখা পড়ার সুযোগ মিলবে।

উল্লেখ্য, ফায়ারফক্সের ডেস্কটপ সংস্করণে প্রিন্ট অপশনে থাকা সেভ টু পিডিএফ নির্বাচন করে কম্পিউটার থেকে সহজেই যেকোনো ওয়েবসাইট পিডিএফ ফাইল আকারে সংরক্ষণ করা যায়।

স্মার্টফোনে ওয়েবসাইট পিডিএফ ফাইল আকারে সংরক্ষণের জন্য প্রথমে ফায়ারফক্স ব্রাউজারের মাধ্যমে প্রয়োজনীয় ওয়েবসাইট চালু করতে হবে। এবার ডান দিকে থাকা তিনটি ডট মেন্যুতে ক্লিক করে শেয়ার আইকনে ট্যাপ করতে হবে। এরপর সেভ অ্যাজ পিডিএফ নির্বাচন করলেই ওয়েবসাইটটি পিডিএফ ফাইল আকারে স্মার্টফোনে সংরক্ষণ হয়ে যাবে।

ফায়ারফক্সের নতুন এ সংস্করণে বুকমার্ক করা ওয়েবসাইটগুলো একই ট্যাবে খোলা যাবে। এ জন্য ফায়ারফক্স ব্রাউজারের মেন্যু থেকে বুকমার্ক অপশনে থাকা তিনটি ডট মেন্যুতে ক্লিক করে ওপেন অল ইন নিউ ট্যাবস বা ওপেন অল ইন রিসেন্ট ট্যাবস অপশন নির্বাচন করতে হবে।

Source: প্রথম আলো

image
إعجاب
علق
شارك
Magazine
Magazine
3 سنوات

ইতিহাস গড়তে কাতারে দীপিকা
***********************************************************************
কাতার বিশ্বকাপে ভারত না থেকেও আছে। আর এই ‘আছে’–এর মূলে আছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। রীতিমতো ইতিহাস গড়তে চলেছেন এই তারকা। ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করার সম্মান অর্জন করবেন। এর আগে অবশ্য বিশ্বকাপের থিম সংয়ে পারফর্ম করেছিলেন বলিউডের আইটেম ড্যান্সার নোরা ফাতেহি। এবার ফাইনালে ট্রফি উন্মোচন করবেন বলিউড অভিনেত্রী দীপিকা।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে ভারত ছেড়েছেন এই অভিনেত্রী। আজ শনিবার কাতার যাওয়ার উদ্দেশ্যে মুম্বাই বিমানবন্দরে এলে ফটোগ্রাফারদের মুখোমুখি হন এই অভিনেত্রী। তখন এক ফটোগ্রাফার তাঁকে বলেন, ‘ম্যাডাম, মেসির সঙ্গে একটা সেলফি তুলে শেয়ার করবেন, আমরা মেসির অনেক বড় ভক্ত।’ উত্তরে দীপিকা শুধু হাসলেন এবং বললেন, ‘আচ্ছা বলব।’

বিশ্বকাপ ফাইনালে লড়বে মেসির আর্জেন্টিনা ও এমবাপ্পের ফ্রান্স। ফাইনাল উপভোগ করার সঙ্গে দীপিকা তাঁর আগামী ছবি ‘পাঠান’–এর প্রচারণাও করবেন। ইতিমধ্যে ছবির প্রথম গান ‘বেশরম রং’–এ পোশাকের জন্য সমালোচিত হন দীপিকা। তাঁর পোশাক নিয়ে অভিযোগ তুলে ছবি বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। এ ছাড়া তাঁর গেরুয়া রঙের পোশাক নিয়ে ফুঁসে উঠেছে অনেকগুলো ধর্মীয় সংগঠন।

‘পাঠান’-এর প্রচারের জন্য বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন শাহরুখ খানও। ফাইনাল খেলার স্পোর্টস ১৮ এবং জিও সিনেমার স্টুডিও ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েইন রুনির সঙ্গে খেলা নিয়ে আলোচনাও করবেন তিনি। এ ছাড়া এই ফাইনাল খেলা মাঠে বসে দেখতে অনেক বলিউড তারকা কাতারে অবস্থান করছেন। তাঁদের মধ্যে রয়েছেন মানুষি ছিল্লার, অনন্যা পান্ডে প্রমুখ।

Source: প্রথম আলো

image
إعجاب
علق
شارك
Magazine
Magazine
3 سنوات

ভারতে চঞ্চলের অন্য রকম প্রাপ্তি
***********************************************************************
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আলোঝলমলে মঞ্চে অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের পাশে দাঁড়িয়ে আছেন চঞ্চল চৌধুরী। আরেক ছবিতে শাহরুখ খানের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে তাঁকে—বলিউড দুই কিংবদন্তির সঙ্গে চঞ্চলের ফ্রেমবন্দী হওয়া ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। শুধু চঞ্চল–ভক্তই নন, দেশের তারকারাও ছবিটি পোস্ট করে মনপুরা, দেবী, আয়নাবাজি, হাওয়াখ্যাত অভিনেতার এই অংশগ্রহণকে দেশের গর্ব বলে প্রশংসা করতে কার্পণ্য করেননি।


পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে বলিউড, টালিউডের তারকাদের সঙ্গে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী। গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে দর্শকসারিতে বসা শত শত ভারতীয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলী তুমুল করতালিতে অভিবাদন জানালেন মঞ্চের অতিথিদের; এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন চঞ্চল, তাঁকে উত্তরীয় পরিয়ে মঞ্চে বরণ করে নেন আয়োজকেরা।

কলকাতা থেকে চঞ্চল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এভাবে আমাকে সম্মান জানাবে, সেটা ভাবিনি। আয়োজকেরা আমাকে বলেছিল, অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের সঙ্গে আপনাকেও মঞ্চে রাখব। বাবা অসুস্থ হওয়া সত্ত্বেও এসেছি। ভালোবেসে ডাকলে ফেরানো যায় না।’

আয়োজনে অংশ নিতে নির্ধারিত সময়ের কিছু আগেই চলে এসেছিলেন অমিতাভ বচ্চন, খানিকটা আগে এসেছিলেন চঞ্চলও। কিংবদন্তি অভিনেতা অভিতাভ বচ্চনকে পেয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন চঞ্চল। সে সময় কী কথা হয়েছে জানতে চাইলে চঞ্চল বলেন, ‘তাঁকে বললাম, আমি আপনার একজন অনুরাগী। বাংলাদেশের হাওয়া সিনেমার অভিনয়শিল্পী, এই উৎসবে সিনেমাটির বিশেষ প্রদর্শনী চলছে। তিনি আমার সঙ্গে বাংলায় কথা বললেন।’ অনুষ্ঠানের ফাঁকে শাহরুখের সঙ্গেও কুশল বিনিময় করেছেন চঞ্চল। তাঁর সঙ্গে একটি সেলফি তুলেছেন তিনি। চঞ্চলের ভাষ্যে, অমিতাভ বচ্চন ও শাহরুখ খান জানেন, বাংলাদেশে তাঁদের প্রচুর অনুরাগী রয়েছে। সেই ভক্তদের জন্য ভালোবাসা জানিয়েছেন তাঁরা।

Source: প্রথম আলো

image
إعجاب
علق
شارك
Magazine
Magazine
3 سنوات

এবার অভিনয়ে স্বীকৃতি
***********************************************************************
সেলেনা গোমেজ গানের মানুষ। ব্যক্তিগত সম্পর্কের ঝামেলাসহ শারীরিক ও মানসিক নানা ধরনের অসুস্থতার কারণে কয়েক বছর ধরে সেভাবে তাঁকে গানে পাওয়া যায়নি। তবে জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর নতুন করে শুরুর ঘোষণা দিয়েছিলেন সেলেনা। সেই নতুন শুরু হয়েছে; তবে গানে নয়, অভিনয়ে। এবার অভিনয়ের জন্য সেলেনা গোমেজ বাগিয়েছেন তাঁর প্রথম ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়ন।
সম্প্রতি ঘোষণা করা হয় ৮০তম গোল্ডেন গ্লোব মনোনয়ন, যেখানে ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল অর কমেডি’ ক্যাটাগরিতে মনোনীত হন সেলেনা। এটা তিনি পেয়েছেন বহুল প্রশংসিত সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর জন্য। সিরিজে ‘মাবেল মোরা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কেবল এই ক্যাটাগরিতেই নয়, সিরিজটি আরও চার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।

মিস্ট্রি–কমেডি ধরনের সিরিজের এখন পর্যন্ত দুটি সিজন প্রচারিত হয়েছে। কয়েক বছর আগে দেওয়া সাক্ষাৎকারে সেলেনা বলেছিলেন, দর্শকদের জন্য ভালো ভালো কনটেন্ট প্রযোজনা করতে চান তিনি, ভালো চরিত্র পেলে অভিনয়েও নিয়মিত হতে চান।

গোল্ডেন গ্লোবে মনোনয়ন নিঃসন্দেহে এ কাজে তাঁকে আরও উৎসাহিত করবে। তবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিততে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেলেনা গোমেজকে। কারণ, তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কুইন্টা ব্রানসন, কেইলি কোকো, জেনা ওরতেগার মতো অভিনেত্রীর সঙ্গে।

আগে দেওয়া এক সাক্ষাৎকারে ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এ অভিনয় প্রসঙ্গে সেলেনা বলেছিলেন, এই সিরিজ তাঁর জীবন বদলে দিয়েছে। তিনি আরও বলেন, ‘এই চরিত্র পাওয়া একটা বড় সুযোগ। এরপর যা করার ছিল, দুর্দান্ত সব অভিনেতার কাছে একধরনের আত্মসমর্পণ করা, এটিই আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।’

সেলেনা গোমেজ ছাড়াও সিরিজে আরও অভিনয় করেছেন মার্টিন শট, স্টিভ মার্টিন, কারা ডেলেভিন প্রমুখ। সেলেনা এখন সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতি নিচ্ছেন।

Source: প্রথম আলো

image
إعجاب
علق
شارك
Magazine
Magazine
3 سنوات

নারী সুরক্ষার প্রচারণায় শামিল
***********************************************************************
ভারতে ‘মিস ওয়ার্ল্ড’ হওয়া মানেই যেন হিন্দি সিনেমার দুনিয়ায় তাঁকে নিয়ে শোরগোল পড়ে যাওয়া। যেমনটা হয়েছিল মানুষি ছিল্লারকে নিয়েও। ২০১৭ সালে ‘বিশ্বসুন্দরী’র খেতাব জয়ের পর নাম লিখিয়েছিলেন দুটি বলিউড সিনেমায়। করোনা মহামারি তাঁর বলিউড অভিষেক বিলম্বিত করলেও নানা কারণে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এবার মানুষি আলোচনায় জাতিসংঘের নারী সুরক্ষার প্রচারণায় শামিল হয়ে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বৈশ্বিক শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন মানুষি ছিল্লার। সংস্থাটি বিশ্বজুড়ে নারীদের সুরক্ষার যে প্রচারণা চালাবে, সেখানেই কাজ করবেন অভিনেত্রী। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে নিজের উচ্ছ্বাস গোপন রাখেননি মানুষী।

এক বার্তায় তিনি বলেন, ‘ইউএনডিপির সঙ্গে যুক্ত হওয়া খুবই সম্মানের, এটি কাজের জন্য একটি বড় সুযোগও বটে। ভারতে নারীদের প্রতি সহিংসতা বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও সত্য। আমি বরাবরই নারী অধিকার নিয়ে কথা বলি। কিন্তু নারীদের প্রতি সহিংসতা সমাজ ও নারীরা একরকম মেনেই নিয়েছে, ছোটবেলা থেকে এমনটাই দেখে আসছি।’

এই বার্তায় মানুষি জানান জাতিসংঘের সঙ্গে তাঁর কাজের ধরনও, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা নারীর বিরুদ্ধে সহিংসতার পরিণতি সম্পর্কে সচেতন করব, সহিংসতার বিরুদ্ধে কথা বলতে উৎসাহিত করব। যদিও মানুষের মানসিকতা বদলাতে অনেক পরিশ্রম করতে হবে, তবে আমাদের উদ্যোগ হতে পারে সেটির জন্য প্রথম পদক্ষেপ।’

বিশ্বজুড়ে প্রতি তিন নারীর একজন তাঁদের জীবনে কখনো না কখনো লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হন। মানুষি জানান, তাঁদের চেষ্টা থাকবে এটি কমিয়ে আনার।
নারী সুরক্ষার এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া ছাড়া মানুষি এখন মেতে আছেন বিশ্বকাপ ফুটবল নিয়েও। ছোটবেলা থেকেই ফুটবল জাদুকর লিওনেল মেসির ভক্ত মানুষি। মাঠে বসে তাঁর খেলা দেখতে অভিনেত্রী কাতারে গিয়েছিলেন। উপভোগ করেছেন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের খেলাটি।

দর্শকসারিতে বসে মেসির খেলা দেখার আগে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মানুষি, ‘একজন ভক্ত হিসেবে সব সময় স্বপ্ন দেখেছি, সরাসরি মেসির খেলা দেখব। অনেকবার পরিকল্পনা করেছি। এবারের বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ। মাঠে বসে তাঁর খেলা দেখা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

মানুষি অভিনীত প্রথম সিনেমা সম্রাট পৃথ্বীরাজ বক্স অফিসে ফ্লপ করলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী অভিনেত্রী। সামনে তাঁকে দেখা যাবে তেহরান ছবিটিতে। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন জন আব্রাহাম।

Source: প্রথম আলো

image
إعجاب
علق
شارك
Magazine
Magazine
3 سنوات

ইনস্টাগ্রামে পোস্ট করে গ্রেপ্তার ইরানের অস্কারজয়ী সিনেমার অভিনেত্রী
***********************************************************************
‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগে আটক হলেন ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। গতকাল ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে। ইরানের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরানজুড়ে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। আর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই বিক্ষোভকে উসকে দেওয়ার অভিযোগ তারানেহ আলিদুস্তির নামে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার জানায়, নিজের করা দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো নথি দিতে ব্যর্থ হওয়ায় পুলিশ আলিদুস্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ হেফাজতে মাশা আমিনি নামের এক নারীর মৃত্যুর জেরে অনেক দিন ধরেই ইরানে চলছে বিক্ষোভ। এই বিক্ষোভ থেকে আটক মোহসেন শেখারি নামে এক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেয় ইরান সরকার। আর এই মৃত্যুদণ্ড নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন এই অভিনেত্রী। এ সময় তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য এটি লজ্জা। এত রক্তপাত দেখেও তারা চুপ করে আছে।

ইনস্টাগ্রামে করা পোস্ট ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীর গ্রেপ্তারের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের একাধিক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। এটিই প্রথম নয়, এর আগেও ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে আটক হয়েছিলেন তারানেহ আলিদুস্তি। ২০১৮ সালে পুলিশ এক নারীকে লাঞ্ছিত করলে টুইট করে প্রতিবাদ করেন এই অভিনেত্রী। প্রতিবাদের শাস্তিস্বরূপ ২০২০ সালে পাঁচ মাস জেলে কাটাতে হয়েছে তাঁকে।

পরিচালক আসগর ফরহাদির অস্কার বিজয়ী ছবি ‘দ্য সেলসম্যান’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান তারানেহ আলিদুস্তি। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ‘লায়লাস ব্রাদার্স’ পাম ডি’অর পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। ছবিটি পুরস্কার না পেলেও প্রশংসিত হয়েছে।

Source: প্রথম আলো

image
إعجاب
علق
شارك
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 سنوات

image
إعجاب
علق
شارك
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 سنوات

image
إعجاب
علق
شارك
Showing 13785 out of 20514
  • 13781
  • 13782
  • 13783
  • 13784
  • 13785
  • 13786
  • 13787
  • 13788
  • 13789
  • 13790
  • 13791
  • 13792
  • 13793
  • 13794
  • 13795
  • 13796
  • 13797
  • 13798
  • 13799
  • 13800

تعديل العرض

إضافة المستوى








حدد صورة
حذف المستوى الخاص بك
هل أنت متأكد من أنك تريد حذف هذا المستوى؟

التعليقات

من أجل بيع المحتوى الخاص بك ومنشوراتك، ابدأ بإنشاء بعض الحزم. تحقيق الدخل

الدفع عن طريق المحفظة

تنبيه الدفع

أنت على وشك شراء العناصر، هل تريد المتابعة؟

طلب استرداد