স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে। এমনকি ঝগড়া গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত! এক পর্যায়ে খাটের নিচে আশ্রয় নিল স্বামী বেচারা। স্ত্রী খাটের নিচে উঁকি দিয়ে বললো—
স্ত্রী: বেরিয়ে এসো। বেরিয়ে এসো বলছি!
স্বামী: আমি কি তোমাকে ভয় পাই ভেবেছ? তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু যা বলি তাই করি।
স্ত্রী: কী বলতে চাও তুমি? কী করবে শুনি?
স্বামী: খাটের নিচ থেকে বের হব না বলেছি, কিছুতেই বের হব না!
আসসালামু আলাইকুম
আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায় আমার পছন্দের কিছু কাজ মেরিল প্রথমআলে পুরষ্কার এর মনোনয়ন পেয়েছে,
যে নাটকগুলোর জন্য মনোনীত হয়েছি -
★ চিরকাল
পরিচালনা : মিজানুর রহমান আরিয়ান
★ যত্ন
পরিচালনা : মিজানুর রহমান আরিয়ান
★ তুমি আরেকটি দিন থাকে
পরিচালনা : ভিকি জাহেদ
★ টুরু লাভ
পরিচালনা : অমিতাভ রানা ও সুব্রত মিত্র
আপনারা চাইলে আমাকে সেরা অভিনেএী হিসেবে ভোট দিতে পারেন।
ভোটিং এর নিয়মঃ
১. SMS এর মাধ্যমে ভোট করতে চাইলে :
আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে Type করুন MP 3j এবং পাঠিয়ে দিন 22221 নাম্বারে৷
২. কুপন এর মাধ্যমে ভোট করতে চাইলে :
প্রতি বৃহস্পতিবার প্রথম আলো পত্রিকাতে ছাপা কুপনে আমার নমিনেশন পাওয়া ৫ নাটকের মধ্যে আপনার পছন্দের যে কোন ১ নাটকে টিক (√) দিয়ে পাঠিয়ে দিন প্রথম আলোর ঠিকানায়৷
ঠিকানা :
মেরিল - প্রথম আলো পুরষ্কার,
প্রথম আলো ভবন,
১৯, কাওরান বাজার,
ঢাকা - ১২১৫