https://www.jibonpata.com/read....-blog/59855_what-you
https://www.jibonpata.com/read....-blog/59855_what-you
একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, “পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আছে কি?” বিল গেটস জবাব দিয়েছিল, “হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী”। তারপর তিনি একটি গল্প বললেন। “এই সময়টি ছিল যখন আমি ধনাঢ্য বা বিখ্যাত ছিলাম না।
“একবার নিউইয়র্ক বিমান বন্দরে একজন সংবাদপত্র বিক্রেতার সাথে আমার সাক্ষাত হলো।’’ “আমি একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু দেখেছি আমার কাছে যথেষ্ট টাকা নেই। তাই আমি কেনার সিদ্ধান্ত ছেড়ে পেপারটি বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম।
Read more https://www.anuperona.com/bill-gates-rich-man/
হযরত হাশিম (রহ.) ছিলেন বিখ্যাত আলেম। তার জীবনে ঘটে যাওয়া একটি শিক্ষামূলক ঘটনা- হাশিম (রহ.) বলেন-একবার আমি একা একা সফর করছিলাম। আমার কোনো সঙ্গি ছিল না।
পথিমধ্যে ভীষণ ক্ষিদে পেল। খাবার যা নিয়ে এসেছিলাম, আগেই তা শেষ হয়ে গেছে। এ অবস্থায় মরূভূমিতে একটি তাঁবু নজরে পড়ল। আমি সওয়ারি থেকে নামলাম। তাঁবুর ভিতরে একটি মহিলা বসা ছিল।
আমি তাকে বললাম বোন! আমি ভীষণ ক্ষুধার্ত। আমাকে কিছু খেতে দিবে? সে রেগে গিয়ে বলল– আমি কি এখানে মুসাফিরদের জন্য খাবার রান্না করে বসে আছি নাকি?
Read more https://www.anuperona.com/ever....y-thing-rushes-roots
“বহু বছর ধরে আমরা যে রত্নের অভাবে বিশ্বের দরবারে কাঙ্গাল হয়ে আছি, যার অভাবে আমরা আমাদের জাতিকে হারাতে বসেছি,.....................................।”
এ উগুরেদি কধাআন কোইয়ে সুনানু নোয়ারাম চাঙমা ১৯৫৯ সালত। এচ্যে এ্যাত (৬০) বঝর বিদি গেল। ত্যুঅ আমাত্তুন সে এক্কান কধা কোই পরের।
কি সে রত্ন? কি অভাবে আমি আমা জাত্তোরে আহ্’রের? কল, চাঙমা জাদ’ চাঙমা ভাঝর সেবক (রাজা ত্রিদিব রায় কধা মজিম) সানানু নোয়ারাম চাঙমা। হয়দ’ আমি এয’ ন’ বুঝির, বুঝি ন’ পারির। যে রত্ন, যে অভাবর কধা কল’ সিয়ান অহ্’লেদে “অঝাপাত (চাঙমা বর্ণমালা)”।
এচ্যে আমি ঘরে ঘরে শিক্ষিত কোলের। এক্কো এক্কো বাত্তি কোই। আজলে আমি কি শিক্ষিত? আমি কি সত্যি জাদর বাত্তি? এ জোপ তমাদাগিত্তুন পেবার চাং।
যা ওক, মুই সে কধা কবার ন’ চাঙর ইক্যে। মুই যে কধা কবার চাঙর, যে বন্দাবো গোদা জীংকানিয়ান চাঙমা ভাচ্ছান উজন্দি গরিবার নাঙে, ঘরে ঘরে আ পিত্তিমিত ছিদি দিবার নাঙে ঘর-সংসারর নানান অভাব অনটনর সেরে সেরে অভাব অনটন ন’ কোই নিআলচি গরি কাম গরি যিয়ে, তারাদাঘিরে আমি কি কন জনে ইধোত তুল্লেই? না, এয’ তারে ইধোত তুলনা ন’ অয়, যা খবর পাং।
এ দ’ এযেত্তে ৮ নভেম্বর তার ৪৩ বঝর’ বঝরি অদ’ যার। এ মআহ্’ন বন্দাবোরে এদক বঝর পরে চাঙমা সাহিত্য বাহ্ ইধোত তুলিবাত্তে উরবোতাতে এক্কান ফাংশান জুগল গচ্ছে শুনা যার। ইয়ান খামাক্কাই এক্কান পাত্তুরুতুরু পেবার কাম। এ কামান উবে পারা গেলে আঝা গরি নুয়ো পিড়িউনে সুনানু নুয়োরাম চাঙমা পোইদ্যানে এক্কা অলেও খবর পেবাক। কন্না সে সুনানু নোয়ারাম চাঙমা।
পাপন বিসিবি’র দায়িত্ব নেন ২০১২ সালে।
সেই ২০১২ সাল থেকে এ পর্যন্ত ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে ৮ বার।
পাকিস্তানের ৭ বার।
শ্রীলঙ্কার ৫ বার।
আমরা বলতে পারি...
প্রেসিডেন্ট ওবামা চলে গেছে ডোনাল্ড ট্রাম্প এসে আমেরিকা শাসন করে বিদায় নিয়েছে বাইডেন প্রেসিডেন্ট হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
নোকিয়া ওল্ড মডেল বদলে স্মার্ট ফোন এসেছে কিন্তু পাপন রয়ে গেছে।
আমার বন্ধু বিয়ে করে বাবা হয়ে গেছে, কিন্তু পাপন রয়ে গেছে।
বিশ টাকার পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করে দামের রেকর্ড গড়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
৩০/৪০ টাকার চাল ৭০ টাকা হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
পরী মনি জেলে গিয়ে ছাড়াও পেয়ে গেছে কিন্তু পাপন রয়ে গেছে।
৮৫ টাকার সয়াবিন তেল ১৭০ টাকা হয়েছে, তাও পাপন রয়ে গেছে।
জয় পাপোন্দার জয়✌️
https://www.indobangla24.com/news/17222