রিয়াদ: কিরে, মন খারাপ করে বসে আছিস কেন?
শান্ত: জানিস, আমার স্ত্রী গতকাল মারা গেছে।
রিয়াদ: বলিস কী রে!
শান্ত: এ জন্য অনেক কান্নাকাটি করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই চোখে জল আসছে না। কী করি বল তো?
রিয়াদ: আরে, এটা কোনো ব্যাপার হলো! তুই মনে মনে কল্পনা কর যে, সে আবারও ফিরে এসেছে। তাহলেই তো হয়।
অফিসের বস ইন্টারভিউ নিচ্ছেন। একজনকে জিজ্ঞাসা করলেন—
বস: বলুন তো, কে আপনার সবচেয়ে কাছের বন্ধু? যে আপনাকে কখনো জেলখানায় আটক হতে দেবে না সে, নাকি আপনি কখনো আটক হলে যথাসাধ্য চেষ্টা করে আপনাকে ছাড়িয়ে আনবে সে?
ক্যান্ডিডেট: দুজনের কেউই না। সবচেয়ে কাছের বন্ধু সে যে, জেলখানায় আপনার পাশে বসে থাকবে, আর বলবে, খুব মজা হইছিল, নারে দোস্ত!