Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #xembongda #seo #digitalmarketing
    উন্নত অনুসন্ধান
  • প্রবেশ করুন
  • নিবন্ধন

  • রাত মোড
  • © {তারিখ} Linkeei
    সম্পর্কিত • ডিরেক্টরি • যোগাযোগ করুন • বিকাশকারীরা • গোপনীয়তা নীতি • ব্যবহারের শর্তাবলী • ফেরত • Linkeei App install

    নির্বাচন করুন ভাষা

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

ঘড়ি

ঘড়ি রিল সিনেমা

ঘটনা

ইভেন্ট ব্রাউজ করুন আমার ঘটনা

ব্লগ

নিবন্ধ ব্রাউজ করুন

বাজার

সাম্প্রতিক পণ্যসমূহ

পাতা

আমার পাতা লাইক পেজ

আরও

ফোরাম অন্বেষণ জনপ্রিয় পোস্ট গেমস চাকরি অফার
রিল ঘড়ি ঘটনা বাজার ব্লগ আমার পাতা সবগুলো দেখ

আবিষ্কার করুন পোস্ট

Posts

ব্যবহারকারীদের

পাতা

গ্রুপ

ব্লগ

বাজার

ঘটনা

গেমস

ফোরাম

সিনেমা

চাকরি

Magazine
Magazine
3 বছর

বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের মানোন্নয়ন প্রতিযোগিতা
***********************************************************************
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা। উন্মুক্ত বিশ্বকোষটিতে থাকা নিবন্ধের মানোন্নয়নের জন্য আয়োজিত এ প্রতিযোগিতায় যে কেউ ব্যক্তি অংশ নিতে পারবেন। আজ বুধবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিযোগিতার আয়োজক উইকিমিডিয়া বাংলাদেশ।

বর্তমানে এক লাখ ৩৩ হাজারেরও বেশি নিবন্ধ রয়েছে বাংলা উইকিপিডিয়ায়। কিন্তু অনেক নিবন্ধেই বিস্তারিত তথ্য নেই। আর তাই নিবন্ধগুলোর মানোন্নয়ন করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমেই https://bn.wikipedia.org/s/pfsr ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এরপর অংশগ্রহণ অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে বিষয় নির্বাচন করলেই এক বা একাধিক নিবন্ধ সম্পাদনা করা যাবে। নিবন্ধ সম্পাদনা করলেই পাওয়া যাবে ডিজিটাল সনদ। সর্বোচ্চসংখ্যক নিবন্ধের লেখক/সম্পাদক পাবেন সনদসহ পুরস্কার।

উইকিমিডিয়া বাংলাদেশ ২০১৫ সাল থেকেই প্রতিবছর নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এ প্রসঙ্গে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, ‘বাংলা ভাষায় উন্মুক্ত জ্ঞানের বড় ভান্ডার হলো বাংলা উইকিপিডিয়া। নিবন্ধের মানোন্নয়নের পাশাপাশি বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।’

Source: প্রথম আলো

image
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Magazine
Magazine
3 বছর

ইলন মাস্ক কোন ফোন ব্যবহার করেন
***********************************************************************
পৃথিবীর অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা, উদ্ভাবক ইলন মাস্কের হাতে কোন স্মার্টফোন শোভা পায়, জানেন? না জানলেও এ তথ্য জানার আগ্রহ কমবেশি সবারই আছে। প্রশ্নোত্তরের অনলাইন তথ্যভান্ডার কোরা ডাইজেস্টে এই প্রশ্নের সংখ্যা অনেক। এর উত্তর দিয়েছেন সিলভেইন স্যরেল’স নিউজলেটারের প্রতিষ্ঠাতা সিলভেইন স্যরেল।
প্রথমেই জেনে নিন, ইলন মাস্ক একটি নির্দিষ্ট স্মার্টফোন ব্র্যান্ডের পক্ষে নন। তিনি কখনোই বলেননি, ‘আমি ১০০ শতাংশ অ্যাপল, ১০০ শতাংশ স্যামসাং বা ১০০ শতাংশ অ্যান্ড্রয়েড।’ তো ইলনের হাতে কোন ফোনটি থাকে?

ইলন মাস্ক যখন জনসমক্ষে আসেন, বছর কয়েক ধরে তা পর্যবেক্ষণ করে ঠিকই বোঝা যায়, তাঁর হাতে কোন ফোন থাকে। আর সেটা পরিষ্কার—অ্যাপল।
ইলন মাস্কের ছবি খুঁজে বের করে খেয়াল করে দেখবেন, সাধারণত তিনি আইফোন ব্যবহার করেন। অন্তত ২০১২ সাল থেকে, এটা নিশ্চিত। তিনি তাঁর আইফোন, আইপ্যাডের কথা অনেক সাক্ষাৎকারেও বলেছেন। তবে কখনো সরাসরি অ্যাপলের এই পণ্য ব্যবহারের সুপারিশ করেননি। সহজাতভাবে নিজের ফোন ও ট্যাবের কথা বলেছেন।

যদি জানতে চান ইলন মাস্ক আইফোন বা আইপ্যাডের কোন সংস্করণ ব্যবহার করেন, তবে সেই প্রশ্নের উত্তর পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। তবে কিছুটা আন্দাজ করে নেওয়া যেতে পারে। প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের ইলন মাস্ক। অ্যাপল কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের বন্ধু তিনি। ‘বন্ধু’ শব্দটি বললে হয়তো একটু বেশি বলা হতে পারে, তবে এখন পর্যন্ত ইলন মাস্ক ও টিম কুকের সম্পর্কটা বেশ ভালো।

তাই এটি ধরে নেওয়া যায়, টিম কুকের কাছে থেকে অ্যাপলের নতুন যন্ত্র উপহার হিসেবেই পেয়ে থাকেন ইলন মাস্ক। কারণ, এটি অ্যাপলের বিপণনকাজে বেশ সহায়ক। যদি ইলন মাস্ক আইফোন পছন্দ করেন এবং তাঁর হাতে সেটা শোভা পায়, তবে তা অ্যাপলের জন্য ভালো।

Source: প্রথম আলো

image
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Riaz Ahamad
Riaz Ahamad  
3 বছর

জীবন একটা লেখার খাতা
সাজাও তুমি বায়োডাটা।
চলার পথে খাবে ধোঁকা,
হুঁশ ফিরলে গোলা ফাঁকা।

চারিদিকে হুড়োহুড়ি
এরে মেরে তেড়ে ভাগি।
সং মাখা সংসারে,
আপন পর কারে ভাবি?

তবুও থাকুক ডাটা চালু,
লাইক কমেন্ট শেয়ারে
দেশি বয়েজ চলুক।
#সৃষ্টি
#premdevota

লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Magazine
Magazine
3 বছর

এই হেডফোনের মাইক্রোফোন খুলে রাখা যায়
***********************************************************************
অডিও বা ভিডিও কলে কথা বলার জন্য মাইক্রোফোনযুক্ত হেডফোন ব্যবহার করেন অনেকে। হেডফোনের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত থাকায় মাইক্রোফোনটি মুখের সামনে থেকে সরিয়ে গান শোনেন অনেকে। এ সমস্যার সমাধান দেবে রোড এনটিএইচ ১০০ মডেলের হেডফোন।

রোডের তৈরি এ হেডফোনে জ্যাকের মাধ্যমে মাইক্রোফোন যুক্ত করতে হয়। অর্থাৎ অডিও বা ভিডিও কলের পর মাইক্রোফোনটি খুলেও রাখা যাবে। ফলে গান শোনার সময় মাইক্রোফোন খুলে ব্যবহার করা যাবে হেডফোনটি।

হেডফোনটির উল্লেখযোগ্য দিক হচ্ছে, এতে থাকা মাইক্রোফোন নষ্ট হলেও তা সহজে পরিবর্তন করা যায়। ফলে নতুন হেডফোন কিনতে হয় না। হেডফোনটির দাম ১৮৯ ডলার।

সূত্র: দ্য ভার্জ

Source: প্রথম আলো

image
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Magazine
Magazine
3 বছর

যৌথ টুইটের সুযোগ বন্ধ হলো টুইটারে
***********************************************************************
টুইটারের মালিকানা নিজের করে নেওয়ার পরপরই ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের বিভিন্ন সেবা পর্যালোচনা করা হবে। এরই ধারাবাহিকতায় এবার যৌথভাবে টুইট (টুইটারে দেওয়া বার্তা) পাঠানোর সুযোগ বন্ধ হলো টুইটারে। ‘কো টুইট’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে যৌথভাবে টুইট লিখে নিজেদের অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে পোস্ট করতে পারতেন দুজন ব্যবহারকারী। এর ফলে দুজনের অনুসারীরাই টুইটটি দেখতে পারতেন।

এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, আজ বুধবার থেকে ‘কো টুইট’–সুবিধা বন্ধ হয়ে যাবে। এর ফলে যৌথভাবে আর টুইট পাঠানোর সুযোগ মিলবে না। টুইটারে থাকা আগের পোস্টগুলোও এক মাসের মধ্যে মুছে ফেলা হবে।

গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ কোরিয়ায় ‘কো টুইট’–সুবিধা চালু করে টুইটার। পর্যায়ক্রমে সব দেশে চালুর কথা থাকলেও হঠাৎ এ সুবিধা বন্ধের ঘোষণা দিল টুইটার।

উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর টুইটারের মালিকানা নিজের করে নেন ইলন মাস্ক। ধারণা করা হচ্ছে, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার আগে টুইটারে চালু থাকা আরও কিছু সুবিধা ভবিষ্যতে বন্ধ করা হতে পারে।

সূত্র: দ্য ভার্জ

Source: প্রথম আলো

image
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Magazine
Magazine
3 বছর

ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপসের ব্যবহার যেভাবে
***********************************************************************
প্রয়োজনের সময় যেকোনো ঠিকানা বা অবস্থানের খোঁজ পেতে গুগল ম্যাপসের জুড়ি নেই। কিন্তু সমস্যা একটাই, ইন্টারনেট সংযোগ না থাকলে গুগলের এ ম্যাপস সেবা ব্যবহার করা যায় না। তবে অফলাইন সুবিধা কাজে লাগিয়ে ইন্টারনেট সংযোগ ছাড়াই গুগল ম্যাপস ব্যবহার করা সম্ভব।

অফলাইনে গুগল ম্যাপস ব্যবহারের জন্য প্রথমে গুগল ম্যাপসের ডানদিকের ওপরের অংশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে অফলাইন ম্যাপস অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘সিলেক্ট ইউর ওন ম্যাপ’ অপশনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় এলাকার ম্যাপ নির্ধারণ করতে হবে। জুম করে নির্দিষ্ট এলাকাও নির্ধারণ করা যাবে।

এলাকা নির্ধারণ করে ডাউনলোড বাটনে ট্যাপ করলেই নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড হয়ে যাবে। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই যেকোনো সময় ম্যাপটি দেখে নির্দিষ্ট গন্তব্যে যাওয়া যাবে।

Source: প্রথম আলো

image
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Magazine
Magazine
3 বছর

সেক্স টেপ ফাঁস হওয়া নিয়ে মুখ খুললেন পামেলা
***********************************************************************
তারকাদের আত্মজীবনী মানেই যেন বিতর্কের ঝড়। যে ঝড়ের শুরুটা হয় আত্মজীবনী প্রকাশের আগে তাঁর দেওয়া সাক্ষাৎকার থেকেই। এসব সাক্ষাৎকার বইয়ের প্রচারে যেমন কাজ করে, তেমন উসকে দেয় অতীতের নানা বিতর্কও। আর আত্মজীবনীটি যদি হয় পামেলা অ্যান্ডারসনের, তাহলে তো কথাই নেই। যথারীতি বই প্রকাশের আগে নানা বিতর্কিত বিষয়ে বেওয়াচ তারকার মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়।

নব্বইয়ের দশকে পামেলা অ্যান্ডারসন কী ছিলেন, সেটা তাঁর ভক্ত মাত্রই জানেন। সামাজিক যোগাযোগমাধ্যম আর নেট–দুনিয়ার অভাবনীয় বিস্তার ছাড়াই তিনি হয়ে উঠেছিলেন দুনিয়ার অন্যতম আবেদনময়ী তারকা। সেই পামেলা এবার জোড়া চমক নিয়ে হাজির। তাঁর লেখা বই ‘লাভ, পামেলা’ প্রকাশিত হয়েছে ৩১ জানুয়ারি। একই দিন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘পামেলা, আ লাভ স্টোরি’।

নেটফ্লিক্সের তথ্যচিত্রে পামেলা দাবি করেন, অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন তাঁকে সঙ্গী হিসেবে চেয়েছিলেন। প্রত্যাখ্যান করায় স্ট্যালোন বলেছিলেন, ‘তোমার জন্য এটাই সেরা প্রস্তাব, তুমি এখন হলিউডে আছ।’ সে প্রস্তাব প্রত্যাখ্যান করে পামেলা তখন বলেছিলেন, ‘আমি কেবল ভালোবাসা চাই, এর চেয়ে বেশি কিছু নয়।’ এই বিস্ফোরক দাবি নিয়ে স্বভাবতই শুরু হয় বিতর্ক। পরে এক বিবৃতিতে পামেলার দাবিকে ‘মিথ্যা’ অভিহিত করে স্ট্যালোনের মুখপাত্র বলেন, এমন কিছুই ঘটেনি।

ক্যারিয়ারের শুরুর দিকে টিম অ্যালেনের সঙ্গে একটি ঘটনার কথাও বইতে উল্লেখ করেছেন পামেলা। জানান, প্রথম শুটিংয়ের দিন ইচ্ছে করে তাঁকে নিজের নগ্ন শরীর দেখিয়েছিলেন টিম অ্যালেন। অভিযোগ অস্বীকার করে এই অভিনেতা জানিয়েছেন, ‘পামেলার পক্ষে কেবল মিথ্যাই বলা সম্ভব।’

নেটফ্লিক্সের তথ্যচিত্রটিতে বিয়ে, সম্পর্কসহ ব্যক্তিগত নানা বিষয়ে অকপট বয়ান দিয়েছেন পামেলা অ্যান্ডারসন। যার মধ্যে একটি তাঁর বহুল চর্চিত চতুর্থ বিয়ে।
সেক্স টেপ ফাঁস হওয়া নিয়েও মুখ খুলেছেন পামেলা, ‘ওই ঘটনার পর মনে হয়েছিল আমি ব্যঙ্গচিত্রের উপকরণ হয়ে গেছি। ওই সময় জানতাম, আমার ক্যারিয়ার শেষ।’ পামেলা বই ও তথ্যচিত্র মুক্তির আগেই এত আলোচনা, মুক্তির পর আরও একবার পামেলা যে আলোচনার কেন্দ্রে থাকবেন, সে কথা বলাই বাহুল্য।

২০২০ সালে হঠাৎই জানা যায়, বিয়ে করেছেন পামেলা ও জন পিটার্স। তবে বিয়ের চেয়ে বড় চমক ছিল, মাত্র ১২ দিন পর তাঁদের বিচ্ছেদের খবর। জানা গেল, মাত্র ১২ দিন সংসার করলেও দীর্ঘদিনের বন্ধু ও সাবেক স্ত্রীর জন্য ১ কোটি ডলার বা ১০৬ কোটি বাংলাদেশি টাকা রেখেছেন পিটার্স। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পামেলা বলেন, ‘সে (জন পিটার্স) দুর্দান্ত, আমার জীবনে তাঁর ব্যাপক প্রভাব রয়েছে; আমৃত্যু তাঁকে ভালোবেসে যাব।’

পিটার্স জানিয়েছেন, তিনি তাঁর উইলে এক কোটি ডলার পামেলার জন্য রেখে যাবেন। ‘এটা তাঁর জন্য, সেটা তাঁর প্রয়োজন হোক বা না হোক’, বলেন পিটার্স। পামেলা ও জনের সম্পর্ক আশির দশক থেকে। পামেলার বয়স তখন ১৯, প্রথম দেখাতেই মনে ধরে পিটার্সের। পরের তিন দশকে একে–অপরের বন্ধু হয়ে থেকেছেন পামেলা ও জন। হঠাৎ পিটার্সকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন পামেলা। পিটার্সের তখন আরেকজনের সঙ্গে বাগদান হলেও পামেলার ডাক উপেক্ষা করতে পারেননি। মজা করে তখন পিটার্স বলেছিলেন, ‘পামেলাকে কি ফেরানো যায়?’ পামেলার ভক্ত মাত্রই জানেন, পিটার্সের এই কথা কতটা সত্যি।

Source: প্রথম আলো

image
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Magazine
Magazine
3 বছর

সাত দিন পেটে দানাপানি নেই, নওয়াজের স্ত্রীর অভিযোগ
***********************************************************************
বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য সম্পর্ক ক্রমশ তিক্ত হচ্ছে। আলিয়া এর আগে নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ এনেছিলেন। এবার আলিয়ার আইনজীবী নওয়াজ ও অভিনেতার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

কয়েক বছর ধরে আলিয়া সিদ্দিকী ও নওয়াজ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি আক্রমণ করে আসছেন। অনেক দিন আগেই আলিয়া ও নওয়াজের দাম্পত্য কলহ আদালত পর্যন্ত গড়িয়েছে। কিছুদিন আগেই নওয়াজের মা মেহরুন্নিসা সিদ্দিকী আলিয়ার বিরুদ্ধে এফআইআর করেছিলেন। তারই ভিত্তিতে ভার্সোবা পুলিশ থানায় নওয়াজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। এরপর আলিয়াও চুপ করে বসে থাকেননি। তিনি নওয়াজের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন।

এবার আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী তাঁর বয়ানে বলেছেন, নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা আলিয়াকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য নানা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। রিজওয়ানের অভিযোগ, তাঁর মক্কেলকে পুলিশের মাধ্যমে নওয়াজ ও তাঁর পরিবার গ্রেপ্তারের হুমকি দিয়েছে। এবার তারা আলিয়ার ওপর নানা অত্যাচার করছে।
রিজওয়ান নওয়াজের বিরুদ্ধে আলিয়াকে প্রতারিত করার সরাসরি অভিযোগ এনেছেন

আইনজীবী জানিয়েছেন, সাত দিন ধরে নওয়াজ তাঁর স্ত্রীকে অভুক্ত রেখেছেন, আলিয়াকে এককণা খাবার পর্যন্ত দেননি। শোবার জন্য আলিয়াকে বিছানা পর্যন্ত দেওয়া হয়নি। শুধু তা–ই নয়, স্নানের জন্য আলিয়াকে শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না। আলিয়ার ঘরে সিসিটিভি স্থাপন করা হয়েছে। নওয়াজ তাঁর স্ত্রীর ঘরের বাইরে ২৪ ঘণ্টা পুরুষ দেহরক্ষী মোতায়েন রেখেছেন বলে রিজওয়ান অভিযোগ করেছেন।

নওয়াজ আর তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়ার আইনজীবী অভিযোগ করেছেন, তারা তাঁর মক্কেলের (আলিয়া) সঙ্গে কিছুতেই দেখা করতে দিচ্ছে না। রিজওয়ান আরও জানিয়েছেন, তিনি ও তাঁর টিম কৌশলে আলিয়ার হস্তাক্ষর নিতে সক্ষম হয়েছে। এখন নওয়াজুদ্দিন ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে আইনজীবী জানিয়েছেন।

নওয়াজুদ্দিন ও তাঁর স্ত্রী আলিয়ার দাম্পত্য কলহের কথা চার দেয়ালের মধ্যে চাপা থাকেনি। ২০২০ সালে এই বিবাদ প্রকাশ্যে এসেছিল। আলিয়া নওয়াজ আর তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে হইচই ফেলে দিয়েছিলেন। আলিয়ার অভিযোগ ছিল, নওয়াজের ভাই তাঁকে মারধর পর্যন্ত করেছেন। নওয়াজ আর আলিয়ার বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের পথে এগিয়েছিল। কিন্তু মাঝে নওয়াজ আর স্ত্রীর মধ্যে মিটমাট হয়ে গিয়েছিল। আবার তাঁরা একে অপরের বিরুদ্ধে কাদা–ছোড়াছুড়ি শুরু করেছেন। আলিয়ার আইনজীবির এ অভিযোগ নিয়ে নওয়াজের বক্তব্য পাওয়া যায়নি।

Source: প্রথম আলো

image
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Magazine
Magazine
3 বছর

নতুনভাবে, নতুন গল্পে আসছে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’
***********************************************************************
‘মেয়েটির সঙ্গে ছেলেটিকে মানায়নি, ভাই, আপনি জিতছেন, আপু, আপনি ঠকছেন’—এ ধরনের বাক্য যেন বর্তমান প্রজন্মের খুনসুটির অংশ। কিন্তু কাকে কখন কীভাবে ভালো লাগবে, এ কথা আগে থেকে বলা যায় না। প্রজন্মের পর প্রজন্ম আসে, সঙ্গে বদলে যায় ভালো লাগা, ভালোবাসার ধরনও। তৈরি হয় নতুন নতুন গল্প। নতুন প্রজন্মের এমন কিছু দারুণ গল্প নিয়ে এবারের ভালোবাসা দিবসে আসছে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’।

অভিনয়েও দেখা যাবে অনেক নতুন মুখ। এবারের তিনটি ফিল্ম পরিচালনা করছেন বরেণ্য নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, রাকা নোশিন নাওয়ার ও সাকিব ফাহাদ। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত ফিল্মে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী ও তামিম মৃধা। পরিচালক রাকা নোশিন নাওয়ারের ফিল্মে অভিনয় করেছেন আইশা খান ও সুদীপ বিশ্বাস দীপ আর তানজিম সাইয়ারা তটিনী ও শাশ্বত দত্ত অভিনয় করেছেন সাকিব ফাহাদের পরিচালিত ফিল্মে। তরুণ প্রজন্মের কাছে আসার গল্প তুলে ধরার জন্য তরুণ অভিনয়শিল্পীদেরই নির্বাচন করা হয়েছে।

‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ প্রচারণার থিম সং তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড ‘শূন্য’। চলচ্চিত্রগুলোর গানের সুর ও সংগীতায়োজন করেছে রায়েফ আল হাসান রাফা, জাহিদ নিরব ও কোকিল স্টুডিও। তিনটি গানের কথা লিখেছেন পুলক অনিল। প্রতিবারের মতো এবারের গানগুলোও দর্শকের মনে সাড়া জাগাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ দেখতে চোখ রাখুন ক্লোজআপের ইউটিউব চ্যানেল ও টিভির পর্দায়।

Source: প্রথম আলো

image
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Magazine
Magazine
3 বছর

পর্দায় মাইকেল জ্যাকসন হবেন তিনি
***********************************************************************
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়। তাই তো তাঁর জীবনের গল্প পর্দায় তুলে ধরতে চলেছেন হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। থাকবে তাঁর বিখ্যাত কিছু পারফরম্যান্সও।

আগে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ঘোষণা এলেও কাজ শুরু হয়নি। কিছুদিন আগে পরিচালক ঘোষণা দিয়েছিলেন, চলতি বছর শুরু হবে সিনেমাটির শুটিং। এর পর থেকে দর্শকের আগ্রহ ছিল কে মাইকেল চরিত্রে অভিনয় করবেন? এবার জানা গেল সেই অভিনেতার নাম। তিনি হলেন মাইকেল জ্যাকসনের ভাইয়ের ছেলে জাফর জ্যাকসন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটা ছবি শেয়ার করে পরিচালক অ্যান্টনি ফুকো এ ঘোষণা দেন।

মাইকেলের চরিত্রে অভিনয় করবেন জাফর—খবরটি শুনে অনেক খুশি প্রয়াত গায়কের মা ক্যাথরিন জ্যাকসন। তিনি বলেন, ‘জাফর আর আমার ছেলে মাইকেল দেখতে প্রায় একই রকম। তাই জাফরকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আমাদের পরিবারের বিনোদনের ধারা এগিয়ে নিয়ে যাবে জাফর। পর্দায় তাকে দেখতে আমি অধিক আগ্রহে অপেক্ষায় আছি।’

সিনেমাটি প্রযোজনা করছেন গ্রাহাম কিং। জাফর প্রসঙ্গে তিনি জানান, মাইকেল চরিত্রের জন্য যখন অভিনেতা খোঁজা হচ্ছিল, তখন জাফরের সঙ্গে তাঁর দেখা হয়। দুই বছর আগে জাফরের সঙ্গে প্রথম দেখাতে তিনি মুগ্ধ হন। অবিশ্বাস্যভাবে জাফরের মধ্যে মাইকেলের ব্যক্তিত্ব দেখতে পান গ্রাহাম। তিনি ভাবেন, কীভাবে তাঁদের মধ্যে এতটা মিল রয়েছে। তখনই গ্রাহামের মনে হয়েছিল একমাত্র জাফরই মাইকেলের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন।

বায়োপিকটির নাম ‘মাইকেল’। ১৫টি গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই শিল্পীর বায়োপিকে আর কে কে অভিনয় করবেন, তা জানা যাবে পরে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারের জন্য মনোনয়ন পাওয়া জন লোগান। এর আগে মাইকেল জ্যাকসনকে নিয়ে যৌন হয়রানির বিষয়ে নির্মিত হয়েছিল তথ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’। এই তথ্যচিত্র প্রকাশের পর মাইকেল জ্যাকসনের পরিবার এটিকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বলে উল্লেখ করেছিল।

Source: প্রথম আলো

image
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Showing 14006 out of 21205
  • 14002
  • 14003
  • 14004
  • 14005
  • 14006
  • 14007
  • 14008
  • 14009
  • 14010
  • 14011
  • 14012
  • 14013
  • 14014
  • 14015
  • 14016
  • 14017
  • 14018
  • 14019
  • 14020
  • 14021

অফার সম্পাদনা করুন

স্তর যোগ করুন








একটি ছবি নির্বাচন করুন
আপনার স্তর মুছুন
আপনি কি এই স্তরটি মুছতে চান?

রিভিউ

আপনার সামগ্রী এবং পোস্ট বিক্রি করার জন্য, কয়েকটি প্যাকেজ তৈরি করে শুরু করুন। নগদীকরণ

ওয়ালেট দ্বারা অর্থ প্রদান করুন

পেমেন্ট সতর্কতা

আপনি আইটেমগুলি ক্রয় করতে চলেছেন, আপনি কি এগিয়ে যেতে চান?

ফেরত এর অনুরোধ