বসুন্ধরা এল. পি. গ্যাস চলে বেশি দিন আর এর কারণ হিসেবে জানতে পারলাম, তারা সিলিন্ডার রক্ষণাবেক্ষণ ও যত্নে পুরোপুরি আপসহীন। কারণ যার যত্ন বেশি তার স্থায়িত্বও তত বেশি। ফলে গ্রাহকও থাকে স্বাচ্ছন্দ্যে। আর এভাবেই বসুন্ধরা এল. পি. গ্যাস হয়ে উঠেছে বাংলাদেশের ১ নম্বর এল পি গ্যাস ব্র্যান্ড।
Bashundhara LP Gas Ltd.
স্ত্রী রাত করে অফিস থেকে ফিরে দেখলেন বাচ্চা কান্নাকাটি করছে। পাশে তার বাবা হতবুদ্ধি অবস্থায় দাঁড়িয়ে আছে। তার হাতে বাবুর অনেকগুলো খেলনা। এটা দেখে স্ত্রী বিরক্ত হয়ে বললেন—
স্ত্রী: এত সার্কাস না করে বাচ্চাকে ঘুমপাড়ানি গান শোনালেই তো পারতে! জান না, ওই গান শুনলে সে ঘুমিয়ে পড়ে!
স্বামী: সেই চেষ্টাও করেছি। কিন্তু তাতে বাচ্চার চোখে ঘুম তো এলোই না, উল্টা পাশের ফ্ল্যাটের ভাবি এসে বলে গেলেন, ‘এর চেয়ে বাচ্চাকে কাঁদতে দিন’। আপনার গানের চেয়ে ওর কান্না বেশি সুরেলা