নীলুর যে মামা আমেরিকা থাকেন তাকে সে কখনো দেখেনি। নীলুর জন্মের আগেই তিনি চলে গিয়েছিলেন। আর ফেরেননি। নীলুর এই মামার কথা বাসার সবাই বলাবলি করে। মা প্রায়ই বলেন, আহ্, সঞ্জুটা একবার যদি দেশে আসত! কিন্তু নীলুর সেই মামা নাকি আর দেশে ফিরবেন না। কোনোদিন না। একবার নানিজানের খুব অসুখ হল। টেলিগ্রাম করা হল সঞ্জু মামাকে। সবাই ভাবল এবার বুঝি আসবে। তাও আসল না। নীলুর বাবা গম্ভীর হয়ে বললেন, মেমসাহেব বিয়ে করে ফেলেছে, এখন কি আর আসবে?
নীলুর খুব ইচ্ছে করে সেই মামাকে আর তার মেমসাহেব বৌকে দেখতে। কিন্তু তার ইচ্ছে হলেই তো হবে না। মামা তো আর ফিরবেই না দেশে। কাজেই অনেক ভেবেটেবে নীলু এক কাণ্ড করল। চিঠি লিখে ফেলল মামাকে।
Read more https://www.anuperona.com/nil-hati-humayun-ahmed/
দুনিয়াতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত
১০ জন সাহাবীদের নামসহ দেয়া হলো।
**********************************
আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আবূ বকর জান্নাতী, ‘উমার জান্নাতী, ‘উসমান জান্নাতী, ‘আলী জান্নাতী, ত্বালহা জান্নাতী, যুবাইর জান্নাতী, ‘আবদুর রহমান ইবনু ‘আওফ জান্নাতী, সা’দ ইবনু আবী ওয়াক্কাস জান্নাতী, সা’ঈদ জান্নাতী এবং আবূ ‘উবাইদাহ্ ইবনুল জাররাহ জান্নাতী। সহীহঃ মিশকাত (৬১১), তাখরীজ ত্বাহাভীয়াহ্ (৭২৮) জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৭৪৭
(০১) আবু বকর
(০২) উমর ইবনুল খাত্তাব
(০৩) উসমান ইবনে আফফান
(০৪) আলি ইবনে আবি তালিব
(০৫) ত্বালহা ইবনে উবাইদিল্লাহ
(০৬) যুবাইর ইবনুল আওয়াম
(০৭) আবদুর রহমান ইবনে আউফ
(০৮) সা'দ ইবনে আবি ওয়াক্কাস
(০৯) সাঈদ ইবনে যায়িদ
(১০) আবু উবাইদা ইবনুল জাররাহ
রদিআল্লাহু আনহুম
https://www.bssnews.net/bangla/international/16322