বাংলাদেশে নতুন তারহীন হেডফোন
***********************************************************************
ভারতের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ফাস্টট্র্যাকের তারহীন হেডফোন এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। আজ সোমবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চারটি মডেলের হেডফোন উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ফাস্টট্র্যাকের বাংলাদেশ বিজনেস হেড সঞ্জয় ভট্টাচার্য বলেন, তারহীন হেডফোনের পর ফাস্টট্র্যাকের বিভিন্ন পণ্য পর্যায়ক্রমে বাংলাদেশে আনা হবে। রোজার আগেই এসব পণ্য পাওয়া যাবে।
বাংলাদেশে ফাস্টট্র্যাকের ওয়্যারলেস অডিও পণ্যের পরিবেশক সেলেক্সট্রা লিমিটেড জানিয়েছে, অনলাইনের পাশাপাশি সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফাস্টট্র্যাকের নেকব্যান্ড ও হেডফোনগুলো কেনা যাবে। মডেল ভেদে হেডফোনগুলোর দাম পড়বে ২ থেকে ৯ হাজার টাকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত, ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, সংগীতশিল্পী রাফে আল হাসান প্রমুখ।
Source:. প্রথম আলো
সূর্যের আলোয় চার্জ হয় এই পাওয়ার ব্যাংক
***********************************************************************
ভ্রমণের সময় ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করেন অনেকেই। আশপাশে বিদ্যুতের সংযোগ বা চার্জের সুযোগ না থাকলে বিব্রতকর অবস্থার মুখোমুখিও হতে হয়। সমস্যার সমাধান দেবে রিভল্টের তৈরি সৌর প্যানেলযুক্ত পাওয়ার ব্যাংকটি।
রিভল্ট পিবি-২০০কে মডেলের এ পাওয়ার ব্যাংকের এক পাশে শক্তিশালী সৌর প্যানেল রয়েছে। ফলে সূর্যের আলোতে রেখে দিলেই দ্রুত চার্জ হয়ে যায় ব্যাটারি। শুধু তা–ই নয়, পাওয়ার ব্যাংকে যুক্ত থাকা হাতল ঘুরিয়েও ব্যাটারি চার্জ করা যাবে।
৭৪১ গ্রাম ওজনের এ পাওয়ার ব্যাংকে ৩০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকায় একসঙ্গে পাঁচটি ফোন বা ট্যাবলেট কম্পিউটার চার্জ করা যায়। ইউরোপের বাজারে উন্মুক্ত হওয়া এ পাওয়ার ব্যাংকের দাম ৯৫ ডলার।
সূত্র: গিজমো চায়না
Source:. প্রথম আলো
ক্রোম ব্রাউজারে সংক্ষিপ্ত সময়ের সার্চ ইতিহাসও মুছে ফেলা যাবে
***********************************************************************
ক্রোম ব্রাউজারে আপনি কী খুঁজছেন বা খোঁজার চেষ্টা করছেন, তার সব তথ্যই জমা থাকে ব্রাউজারের সার্চ তালিকায়। আর তাই নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশের পর সে তথ্য অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে নিয়মিত ব্রাউজারের সার্চ ইতিহাস মুছে ফেলেন অনেকেই। তবে ক্রোম ব্রাউজারে সর্বনিম্ন এক ঘণ্টার সার্চ ফলাফল মুছে ফেলা যায়। ফলে ১০ মিনিট আগের তথ্য মুছতে গেলেও কমপক্ষে এক ঘণ্টার সার্চ ইতিহাসের তথ্য মুছতে হয়। এ সমস্যা সমাধানে সংক্ষিপ্ত সময়ের সার্চ ইতিহাস মুছে ফেলার সুযোগ চালু করতে যাচ্ছে ক্রোম ব্রাউজার।
নতুন এ উদ্যোগের আওতায় সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ ইতিহাস মুছে ফেলার সুযোগ দেবে গুগল। এ জন্য কাজও শুরু করেছে প্রতিষ্ঠানটি। ফলে অল্প সময়ের ইন্টারনেট ব্যবহারের ইতিহাসও দ্রুত মুছে ফেলা যাবে। উল্লেখ্য, বর্তমানে ক্রোম ব্রাউজারে সর্বশেষ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ৭ দিন, ১ মাস এবং সব সার্চ ফলাফল মুছে ফেলা যায়।
উল্লেখ্য, বর্তমানে গুগল অ্যাপের মাধ্যমে সর্বশেষ অনুসন্ধান করা ১৫ মিনিটের তথ্য মুছে ফেলা যায়।
সূত্র: এনডিটিভি
Source:. প্রথম আলো
আপনার অজান্তেই কথা শুনতে থাকে স্মার্ট স্পিকার
***********************************************************************
অনেকেই ঘরে বা অফিসে ভার্চ্যুয়াল সহকারী সুবিধার স্মার্ট স্পিকার ব্যবহার করেন। মুখের কথায় নিয়ন্ত্রণের সুযোগ থাকায় দিন দিন এ ধরনের স্পিকারের চাহিদা বাড়ছে। তবে ভার্চ্যুয়াল সহকারী সুবিধার স্মার্ট স্পিকার সম্পর্কে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে ভিপিএন ও অনলাইন নিরাপত্তা নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ভিপিএনওভারভিউ। প্রতিষ্ঠানটির দাবি, প্রয়োজন না হলেও সব সময় ব্যবহারকারীর কথা শুনতে থাকে স্মার্ট স্পিকার। ইন্টারনেটে যুক্ত থাকায় সংগ্রহ করা তথ্যগুলো নিজ নিজ নির্মাতা প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েও দেয়। বন্ধ বা নষ্ট না হলে এই প্রক্রিয়া চলতেই থাকে।
ব্যবহারকারীদের অজান্তে বাড়তি তথ্য সংগ্রহের বিষয়টি অস্বীকার করে গুগল বলেছে, নেস্ট স্মার্ট স্পিকারের কোনো তথ্য নিজেদের সার্ভারে সংরক্ষণ করা হয় না। অ্যামাজন জানিয়েছে, ইকো স্মার্ট স্পিকারের তথ্য ক্লাউড সার্ভারে নিরাপদে সংরক্ষণ করা হয়। ব্যবহারকারী চাইলেই তথ্যগুলো মুছে ফেলতে পারেন। তবে অ্যাপল জানিয়েছে, হোমপড স্পিকার ব্যবহারকারীদের প্রয়োজনীয় ন্যূনতম তথ্য ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা হয়।
স্মার্ট স্পিকারগুলোয় বিভিন্ন সুবিধা ব্যবহারের জন্য অনেকেই তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিসেবা ব্যবহার করেন। ভিপিএনওভারভিউয়ের দাবি, এসব সেবাগুলো খুব বেশি নিরাপদ নয়। এসব সেবায় নিরাপত্তা ত্রুটি থাকায় তথ্য ফাঁস ও হ্যাক হওয়ার ঝুঁকি তৈরি হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্ট স্পিকার দিয়ে অনলাইনে সরাসরি কেনাকাটা করার সময় দুই স্তরবিশিষ্ট যাচাইকরণ ব্যবস্থা ব্যবহারেরও সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।
সূত্র: টেকরাডার
Source:. প্রথম আলো
চ্যাটজিপিটির কারণে উচ্চ ঝুঁকিতে পড়বে যে ৫ পেশা
***********************************************************************
গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ উন্মুক্ত হওয়ার পর দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় প্রযুক্তি বিশ্বে চলছে নানা জল্পনাকল্পনা। প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, ‘আমরা যা কল্পনা করছি, তার চেয়ে বেশি শক্তিশালী এই চ্যাটবট। আর তাই চ্যাটজিপিটি কিছু পেশার মানুষের চাকরি ঝুঁকিতে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের মতামত গ্রহণের পাশাপাশি গবেষণা চালিয়ে চ্যাটজিপিটির কারণে ভবিষ্যতে ঝুঁকিতে পড়তে যাওয়া ৫ পেশার তালিকা করেছে। উচ্চ ঝুঁকিতে থাকা পেশাগুলো দেখে নেওয়া যাক—
প্রযুক্তিনির্ভর চাকরি
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে চ্যাটজিপিটি গাণিতিক হিসাবগুলো দ্রুত ও নির্ভুলভাবে করতে পারে। ফলে মানুষের চেয়েও দ্রুত কোড তৈরি করতে পারে এই চ্যাটজিপিটি। তাই সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, কম্পিউটার প্রোগ্রামার, কোডার এবং তথ্য বিশ্লেষণের মতো প্রযুক্তিনির্ভর পেশাগুলো চ্যাটজিপিটির কারণে উচ্চ ঝুঁকিতে পড়বে।
গণমাধ্যম
বিজ্ঞাপন, নিবন্ধ, সাংবাদিকতা ও কনটেন্ট তৈরির যেকোনো কাজ চ্যাটজিপিটি মানুষের চেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে করতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি সব আধেয় বা কনটেন্ট নির্ভুলভাবে তৈরি না হওয়ায় মানুষের সহায়তা প্রয়োজন হয়। ফলে বর্তমানের তুলনায় লোকবল কম নিয়েই প্রয়োজনীয় কাজ করতে পারবে বিভিন্ন গণমাধ্যম। এরই মধ্যে প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম সিনেট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে কনটেন্ট তৈরির কাজ শুরু করেছে। অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি কনটেন্টগুলো প্রকাশের আগে মানুষই সম্পাদনা ও তথ্য যাচাই করছেন।
আইন পেশা
আইনজীবীদের সহকারীরা মামলাসংশ্লিষ্ট অসংখ্য তথ্য সংগ্রহ করার পাশাপাশি সেগুলো সমন্বয় করে থাকেন। পরে এসব তথ্য বিশ্লেষণ করেই আইনজীবীরা মামলা পরিচালনা বা বিভিন্ন পরিকল্পনা করেন। চ্যাটজিপিটি মানুষের চেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে এসব কাজ করতে পারে। ফলে এ খাতেও বর্তমানের তুলনায় কম লোকবল প্রয়োজন হবে।
বাজার গবেষণা বিশ্লেষণ
তথ্য বিশ্লেষণ ও ফলাফলের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে চ্যাটজিপিটি খুবই কার্যকর। তাই বাজার গবেষণা বিশ্লেষকদের পেশাও চ্যাটজিপিটির কারণে ঝুঁকিতে পড়তে পারে।
শিক্ষকতা
বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষকদের তাঁদের চাকরির নিরাপত্তা নিয়ে ভাবা উচিত। চ্যাটজিপিটি ক্লাস নিতে পারে, যা ইতিমধ্যে প্রমাণিতও হয়েছে। যদিও এ ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি করে চ্যাটজিপিটি, তবে ভবিষ্যতে চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।
Source:. প্রথম আলো