সুখের তেষ্টায় দুঃখ পান করে,
আমার অসুখ হয়েছে
আমি সে অসুখ হতে মুক্তি চাই।
আমি একটু চিৎকার করে কাঁদতে চাই,
চাপা কান্নায় দম বন্ধ হয়ে আসে
আমি এ চাপা কান্না হতে রেহাই চাই ।
বহুদিন আয়নায় আমি আমার হাসি মুখ দেখি না
এই বিষন্নতা আর ভালো লাগে না,
আমি মন থেকে একটু হাসতে চাই
আমি আমার আগের আমিটাকে ফিরে পেতে চাই।
https://www.lovestory-bd.com/3453/
I'm Digital marketer and Seo expert
#digital_marketer#seo_expert#social_media_manager
এই শহরের মানুষগুলো ভীষণ রকম ব্যস্ত।
সকাল থেকে মাঝরাত অব্ধি ছুটতে অভ্যস্ত।
কারো দিকে কেউ ফিরেও চায়না।
চেনা মানুষও যেন অচেনা।
পাশাপাশি থেকেও তারা হয়না প্রতিবেশী।
দেখাদেখি হলেও কথা হয়না বেশী।
অতিথি দেখলে মুখে ভদ্রতার হাসি।
খেয়েদেয়ে চলে গেলে হাঁফছেড়ে বাঁচি।
https://www.lovestory-bd.com/3479/
Tajendra Tripura
Delete Comment
Are you sure that you want to delete this comment ?