Patio Umbrellas Offer Shade From the Burning Sun | #best 16k ribs umbrella in bd
অতি ভক্তি চোরের লক্ষন। এই প্রবাদ বাক্যটি ছোট বেলায় দাদার নিকট থেকে শুনেছিলাম।তখন এর মর্ম পুরাপুরি বুঝিনাই,কিন্তু বড় হয়ে বুঝতে পেরেছি। পথ চলতে গিয়ে এমন কিছু অতি ভক্ত লোকের সাক্ষাৎ মেলে যারা নিজ সার্থ হাসিলের জন্য তাদের কথা বার্তা ওকাজে কর্মে আপনাকে অতিরন্জিত করে প্রকাশ করবে,যাতে আপনি তার ভূয়সি প্রশংসায় তার প্রতি দূর্বল হয়ে মনে করবেন সে আপনার একনিষ্ট ভক্ত। এবং তার ফলশ্রুতিতে আপনি তাকে অধিকতর সুযোগ সুবিধা দেবেন। কিন্তু কোন সময় যদি দেখেন যে, তার সুযোগ সুবিধার একটু ঘাটতি হয়েছে তখন সে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। অর্থাৎ তার এই অতি ভক্তির আসল রহস্য হচ্ছে আপনার নিকট থেকে ফায়দা লুটা। তাই এই অতি ভক্তিকারী ব্যক্তি হতে নিজেকে সাবধানে রাখা বুদ্ধিমানেন কাজ। আসুন, আমরা এইসব অতি ভক্তি ও চাটুকারদের বয়কট করি।
Linkeei - লিংকি এখন বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি।
বাংলাদেশের নিজস্ব শক্তিশালী যোগাযোগ মাধ্যম তৈরি করার মাধ্যমে বাংলাদেশের মানুষদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ কে আরও ডিজিটালাইজ্ড এবং সহজ করা, বাংলাদেশ কে আধুনিক ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তির উন্নয়ন সহ মহৎ কিছু উদ্দেশ্য নিয়ে Linkeei - লিংকি এর শুভযাত্রার সূচনা হয়েছে। আপনাদের সকলের পরামর্শ অনুজায়ি Linkeei – লিংকিতে প্রতিনিয়ত বিভিন্ন সুযোগ সুবিধা যোগ করা হবে এবং Linkeei - লিংকি বাংলাদেশের প্রতিটি মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।
Linkeei - লিংকি
ফেসবুকের বিকল্প বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম
website: www.linkeei.com
App install: https://play.google.com/store/....apps/details?id=com.
Page: https://www.facebook.com/linkeeiofficial
Group: https://www.facebook.com/groups/linkeeiofficial
কি কি ফিচার আছেঃ
@ নতুন বন্ধু
@ পোস্ট করা
@ চ্যাট, ভয়েস চ্যাট
@ অডিও ভিডিও কল
@ পেজ, গ্রুপ, ইভেন্ট
@ মুভি, গেম, চাকরি
@ শপ, ব্লগ, ফোরাম
#linkeei