আদৌ কি সময়ের সাথে ভালোবাসায় কি কোনো পার্থক্য হয়? নাকি ভালোবাসার মানুষগুলোর মধ্যে পার্থক্য হয়? ৯০ দশক ২১ শতকের মধ্যে ভালোবাসার পার্থক্য কি ছিলো,৯০ দশকে ভালোবাসার আদানপ্রদান আর ২১ শতকের ভালোবাসার আদানপ্রদান এর মধ্যে পার্থক্য কি সেটাই তৌসিফ আর মেহজাবীন এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক মাহমুদুর রহমান হিমি।
"কেন"র পরে বহুদিন পর আবারও একসাথে হিমি-মেহজাবীন-তৌসিফ।
একই নাটকে ভালোবাসার দুইটি ভিন্ন গল্প খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে। ৯০ দশক ২১ শতকের ভালোবাসার পার্থক্য নিয়ে সাজানো হয়েছিলো গল্পটি, দুটি আলাদা আলাদা সম্পর্কের গল্প। সম্পর্কের টানাপোড়া, খুনসুটি, ঝগড়া, বিচ্ছেদ সবই। ভ্যালেন্টাইনের জন্য কাজটি মানানসই। তৌসিফ মাহবুব আর মেহজাবীন এর সবগুলো এক্সপ্রেশনই গল্পের সাথে দারুণ মানিয়েছে তারা। তৌসিফ আর Mehazabien এর কেমিস্ট্রি টা ও গল্পে সুন্দর ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন পরিচালক। আবহ সঙ্গীত টা সুন্দর ছিলো। দুটি সম্পর্কেই ভালোবাসা থাকলেও শেষ দুটো ছিলো আলাদা। ভালোবাসার মানুষগুলো পরস্পরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস আর সম্মান রাখলে যতই ঝড়, ঝাপটা আসুক না কেন প্রবল বাতাসেও টিকে থাকে তা। কিন্তু উক্ত তিনটি জিনিস না থাকলে হালকা বাতাসেই যেন নড়বড়ে হয়ে যায় সব৷ তবে ভালোবাসায় কিন্তু কোনো পার্থক্য নেই।
ভালোবাসা দিবসকে মাথায় রেখে হিমি'র কাজটি ভালো হয়েছে। পরিচালকের কথামতো দর্শক হতাশ হবেনা "পার্থক্য" দেখে🌼।