http://www.natun-barta.com/682....52/142/%E0%A6%AE%E0%
http://www.natun-barta.com/682....52/142/%E0%A6%AE%E0%
http://www.natun-barta.com/684....17/142/%E0%A6%B9%E0%
http://www.natun-barta.com/684....39/142/%E0%A6%AA%E0%
ব্যাংকে টাকা তোলার লাইনে দাঁড়িয়েছে জলিল সাহেব। তবে বেচারা একদমই স্বস্তিতে নেই। একটু পরপরই তার বিকট শব্দে হেঁচকি উঠছে। পুরো ব্যাংকের মানুষ জলিল সাহেবের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। খুবই বিব্রতকর অবস্থা!
একসময় কাউন্টারের একেবারে কাছে চলে গেল জলিল। ২০ হাজার টাকার চেকটা জমা দিতেই কাউন্টারে বসা মেয়েটি পাংশু মুখে বললো—
মেয়ে: দুঃখিত স্যার, আপনার অ্যাকাউন্টে এত টাকা নেই।
বিস্ময়ে জলিলের চোখ কপালে উঠলো। বলে কী! কদিন আগেই পুরো ৫০ হাজার টাকা সে জমা রেখেছে। মেয়েটিকে সে বললো
জলিল: তাহলে কত টাকা আছে?
মেয়ে: ২০০ টাকার কাছাকাছি।
জলিল: আপনি কি আমার সঙ্গে মজা করছেন?
মেয়ে: জি স্যার, আপনি নিশ্চই লক্ষ করেননি, আপনার হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেছে!