* মাইক্রোসফট .Net Framework কী? এটার কাজ কী?
* মাইক্রোসফট .Net Framework কী? এবং এর কাজ কী?
- এটি মাইক্রোসফটের তৈরি কতগুলো উইন্ডোজ টুলের সমষ্টি যাতে প্রোগ্রাম তৈরির বেশ কিছু Language যুক্ত থাকে। বলা যায় বিশাল একটি language library। একটি প্রোগ্রাম তৈরি করতে নির্দিষ্ট একটি Language ব্যবহার করতে হয়। আবার কিছু প্রোগ্রাম তৈরি করতে প্রোগ্রামার একাধিক Language ব্যবহার করে থাকে। যেমন Visual Studio দিয়ে তৈরি কোন সফটওয়ার। এসব সফটওয়ার রান করার জন্য বেশ কিছু টুলের প্রয়োজন হয় যা সফটওয়ারগুলোর সাথে যুক্ত থাকে না বা নানা সমস্যার কারণে যুক্ত করা যায় না। MS .NET Framework ঐ সমস্ত প্রোগ্রামগুলো রান করার সময় ব্যবহৃত বিভিন্ন Language কে একটি কমন Language পরিণত করে। ফলে সফটওয়ারটি রান হওয়ার সময় ব্যবহৃত কোডগুলো সঠিকভাবে কাজ করতে পারে। তাই .NET সফটওয়ারগুলো রান করার জন্য MS .NET Framework ছাড়া সমাধানের তেমন কোন উপায় নেই।
