╚●►►► বাংলা সাবটাইটেল রিলিজ ◄◄◄●╝
The Girl with All the Gifts (2016)
ভাষা : ইংলিশ
IMDB : 6.6/10
মিস্ট্রি এবং থ্রিলার,হরর।
রানটাইম : ১ঃ ৫০ঃ৫৫
সাবটাইটেল লিঙ্ক :
https://subscene.com/subtitles..../the-girl-with-all-t
✒️অনুবাদে : The Shamrat
✒️ সম্পাদনায় : Director Shamrat
➖➖➖➖প্লট➖➖➖➖
বিশ বছর আগে, মানবজাতি দক্ষিণ আমেরিকায় ফুসফুসের একটি ভাইরাসে সংক্রামিত হয়েছিল, সংক্রামিতরা "ক্ষুধার্ত" হিসাবে পরিচিত। দ্রুত তাদের মানসিক ক্ষমতা হারাতে থাকে এবং সুস্থ মানুষের মাংসের উপর নির্ভর হতে থাকে। রোগটি রক্ত ও লালা দিয়ে ছড়িয়ে পড়ে শহরের সব জাগায়।আমেরিকার একটি বীকন কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট দলের গবেষণা জন্য একটি দূরবর্তী সামরিক বাহিনী বেস স্থাপনের জন্য পাঠায়। ভাইরাস আক্রান্ত মানুষদের থেকে নিজেদের মানসিক ক্ষমতা বজায় রাখার জন্য তারা কি পারবে সে খানে টিকে থাকতে? চতুর্দিকে শুধু জম্বি আর ভয়ের তাড়াহুড়া বয়ে চলছে।
📍 আর ভালো করে লিখলাম না। আমার প্রথম সাবটাইটেল। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে রেটিং দিতে ভুলবেন না।
╚●►►► বাংলা সাবটাইটেল রিলিজ ◄◄◄●╝
The Girl with All the Gifts (2016)
ভাষা : ইংলিশ
IMDB : 6.6/10
মিস্ট্রি এবং থ্রিলার,হরর।
রানটাইম : ১ঃ ৫০ঃ৫৫
সাবটাইটেল লিঙ্ক :
https://subscene.com/subtitles..../the-girl-with-all-t
✒️অনুবাদে : The Shamrat
✒️ সম্পাদনায় : Director Shamrat
➖➖➖➖প্লট➖➖➖➖
বিশ বছর আগে, মানবজাতি দক্ষিণ আমেরিকায় ফুসফুসের একটি ভাইরাসে সংক্রামিত হয়েছিল, সংক্রামিতরা "ক্ষুধার্ত" হিসাবে পরিচিত। দ্রুত তাদের মানসিক ক্ষমতা হারাতে থাকে এবং সুস্থ মানুষের মাংসের উপর নির্ভর হতে থাকে। রোগটি রক্ত ও লালা দিয়ে ছড়িয়ে পড়ে শহরের সব জাগায়।আমেরিকার একটি বীকন কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট দলের গবেষণা জন্য একটি দূরবর্তী সামরিক বাহিনী বেস স্থাপনের জন্য পাঠায়। ভাইরাস আক্রান্ত মানুষদের থেকে নিজেদের মানসিক ক্ষমতা বজায় রাখার জন্য তারা কি পারবে সে খানে টিকে থাকতে? চতুর্দিকে শুধু জম্বি আর ভয়ের তাড়াহুড়া বয়ে চলছে।
📍 আর ভালো করে লিখলাম না। আমার প্রথম সাবটাইটেল। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে রেটিং দিতে ভুলবেন না।
╚●►►► বাংলা সাবটাইটেল রিলিজ ◄◄◄●╝
The Girl with All the Gifts (2016)
ভাষা : ইংলিশ
IMDB : 6.6/10
মিস্ট্রি এবং থ্রিলার,হরর।
রানটাইম : ১ঃ ৫০ঃ৫৫
সাবটাইটেল লিঙ্ক :
https://subscene.com/subtitles..../the-girl-with-all-t
✒️অনুবাদে : The Shamrat
✒️ সম্পাদনায় : Director Shamrat
➖➖➖➖প্লট➖➖➖➖
বিশ বছর আগে, মানবজাতি দক্ষিণ আমেরিকায় ফুসফুসের একটি ভাইরাসে সংক্রামিত হয়েছিল, সংক্রামিতরা "ক্ষুধার্ত" হিসাবে পরিচিত। দ্রুত তাদের মানসিক ক্ষমতা হারাতে থাকে এবং সুস্থ মানুষের মাংসের উপর নির্ভর হতে থাকে। রোগটি রক্ত ও লালা দিয়ে ছড়িয়ে পড়ে শহরের সব জাগায়।আমেরিকার একটি বীকন কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট দলের গবেষণা জন্য একটি দূরবর্তী সামরিক বাহিনী বেস স্থাপনের জন্য পাঠায়। ভাইরাস আক্রান্ত মানুষদের থেকে নিজেদের মানসিক ক্ষমতা বজায় রাখার জন্য তারা কি পারবে সে খানে টিকে থাকতে? চতুর্দিকে শুধু জম্বি আর ভয়ের তাড়াহুড়া বয়ে চলছে।
📍 আর ভালো করে লিখলাম না। আমার প্রথম সাবটাইটেল। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে রেটিং দিতে ভুলবেন না।
বিঃদ্রঃ মুভি ডাউনলোড লিংক লাগলে বলবেন।
কাজলা দিদি
_যতীন্দ্রমোহন বাগচী
বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?
বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে
আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে?
আমিও নাই- দিদিও নাই- কেমন মজা হবে!
ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল |
ডালিম গাছের ফাঁকে ফাঁকে
বুলবুলিটা লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্ |
বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই,---
রাত্রি হোল মাগো, আমার কাজলা দিদি কই?