৯৬০ বৎসর বয়সে হজরত আদম (আঃ) অসুস্থ হয়ে পড়েন। পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রগন ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে, শুধুমাত্র শীষ (আঃ) পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অনান্য পুত্রদের ফল আনতে দেরী দেখে হজরত আদম (আঃ) পুত্র শীষকে বললেন ”তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া কর, তা হলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন”।
উত্তরে শীষ (আঃ) বললেন “হে পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন”। আদম (আঃ) বললেন “গন্ধম খাওয়ার কারনে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি “। পিতার কথামত শীষ (আঃ) আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হজরত জিবরাইল (আঃ) এর সাথে মুখোশ পড়া একজন হুর রেকাবী ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। আদম (আঃ) বললেন “হে জিবরাইল এই হুরটি কে?।
Read more https://www.anuperona.com/shis....h-a-er-biyer-ghotona
আওজোর সুনানুদাঘি, গেল্লে 17 নভেম্বর ২০২১ খ্রি. ইং মুই এক্কান পোস্ট দিলুং- “জাগো, নব আর্য্য ধর্ম প্রবর্তন বিহার গাভুজ্যা জধা। বানা ধর্ম ধর্ম কলে ন’ অভ’, মনত সে ধর্ম দাঙর এক্কান জাগা রাঘা পরিব” এ নাঙে।
তে, সে পোইদ্যানান/বিষয়ান সিরকাবা/সমাধান অহ্’নার সে পোস্টআন ম’ আহ্’ঞ্জামে আনিলুং। অর্থাৎ, মুই বাদে আর কন জনে ন’ দেঘিবা। সেনে, মুই তমা বেক্কুনত্তুন খেমা চাঙর। অমহদ’ গরি তুমি যারা সুওল, লাইক, আহ্’ভিল্যাচ খেলা, শেয়ার আ কমেন্ট গচ্ছো তারাদাঘিদত্তুন।
মুই আঝা গরিম মুজুঙে যে দিনুন যেধক্যে আগাথ্যা এত্তোক বেগে আহ্’দে-পাদালে বাক উজে নিবং। দোল এক্কান সমাচ থিদত্যাই বেগে উজে এবং যিক্যে গরি উজে এলং, যের আ যেবং। এ আঝা রাঘেই বেক্কুনরে ঝু ঝু আ পাত্তুরুতুরু।
সুভি: থোবিয়্যা নেদত্তুন।
https://www.bongotrend.com/ent....ertainment/education
A farmer said to his wife, “You are lazy. You work slowly and lethargically. You waste your time.”
The wife was angry at the words of her husband.
Read more https://www.anuperona.com/mora....l-story-a-farmer-and