আচ্ছা স্যার আপনি কি আমার রাজকুমার হবেন। বাবা বলেছেন আমাকে রাজকুমারের কাছে বিয়ে দিবেন।
~ঠিকই তো বলেছেন,বাবার রাজকুমারী কে তো রাজকুমারের পাশেই মানাই।
=আপনি কি সেই রাজকুমার। আপনার কি ঘোড়া আছে।বাবা বলেন আমার রাজকুমার ঘোড়াই চড়ে আসবে।
~হা হা ধুর পাগলি আমি তো সামান্য গাড়ি ম্যাকানিকের ছেলে। আমি আবার রাজকুমার হবো কি করে।আর ঘোড়া ওসব আমার নেই।
=তুমি ঘোড়া কিনে নিবে।আর আমায় নিতে ঘোড়াই চড়ে আসবে।
~আচ্ছা যাও এখন পড়ো।
আরহি মনোযোগ দিয়ে পড়ে।এরমধ্যেই রিক্তা ওদের পড়ার রুমে আসেন।
-আরহি এই নাও সকাল ফোন দিয়েছে ভাইয়ার সাথে কথা বলো।
~হ্যালো সকাল তোর সাথে কথা নেই।
https://www.lovestory-bd.com/7611/
এইইইইই টোলপড়া ছেলে, আমি তোমাকে ভালোবাসি।
চার-পাঁচটা ছেলে বসে আড্ডা দিচ্ছিলো তখনি এক পিচ্চি কোথা থেকে ছুটে এসে এই কথা বললো।
~এই পিচ্চি ভালোবাসা কি তুমি জানো।
হ্যা জানি, ভালোবাসা হলো যাকে স্বপ্ন দেখা যায় সে।আর আমি প্রতিদিন ঘুমালে স্বপ্নে দেখি গালে টোলপড়া একটা ছেলে আমায় চকলেট দিচ্ছে।
–হা হা হা সবাই মিলে হাসির রুোল পড়ে গেলো।
~এই শিহাব এই মেয়ে কি বলে রে পিচ্চি মেয়ে না কি তোকে স্বপ্নে দেখে। আল্লাহ কেউ কি আমাদের কে স্বপ্নে দেখে না।
https://www.lovestory-bd.com/7613/
Networking Basics (Bangla): http://www.youtube.com/playlis....t?list=PLrHe00wEFhqy