https://banglatech24.com/07153....51/%e0%a6%a8%e0%a6%b
https://banglatech24.com/07183....55/international-spa
মিশরের পিরামিড রহস্য ও ইতিহাস প্রায় ৪,৫০০ বছরেরও বেশি প্রাচীন। মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে ? ইজিপ্টের ইতিহাস ঘেঁটে দেখলে যে সমস্ত তথ্য সামনে আসে। তা থেকে এটাই বলা যায়, মিশরের রহস্যময় পিরামিড হল অজস্র রহস্যয় ভরা। তাই গুনীজনেরা মিশরের পিরামিড রহস্য এবং মিশরের পিরামিডের নির্মাণ কার্য ও কৌশল, বিশ্লেষণ করে পৃথিবীর সপ্তম আশ্চর্যের বস্তুর তালিকার মধ্যে,অন্যতম বলে মনে করেন। পৃথিবীর আরো ভিন্ন দেশে নানা জায়গায় পিরামিড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
কিন্তু মিশরের গিজা শহরের পাশে নীল নদীর তটদেশে অবস্থিত, গিজার পিরামিড,পৃথিবীর অন্যান্য পিরামিডের থেকে রহস্য রোমাঞ্চের নিরিখে, মিশরের পিরামিড রহস্যর চাদরে মোড়া বলে মনে করা হয়।
Read more https://www.anuperona.com/egypt-pyramid-mystery/
<<< ডিজিটাল প্রেম নিবেদন >>>
এখন ডিজিটাল যুগ। সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে। তাই ভাবলাম প্রেম নিবেদনের পদ্ধতি টাও ডিজিটাল হওয়া উচিত। সেই চিন্তা থেকেই আজকের এই পোস্ট।
তাহলে চলুন সামনে আগাই।
আপনার হাতের ওই স্মার্ট ফোন, ট্যাব বা কম্পিউটার কে চালাক বা বুদ্ধিমান যন্ত্র ভেবে থাকলে আপনি মস্ত বড় ভুল করছেন। প্রকৃতপক্ষে সকল ইলেকট্রনিক ডিজিটাল যন্ত্র গুলো খুব বোকা। এরা 0 এবং 1 ছাড়া আর কিছুই বোঝেনা। তাই স্মার্ট ফোন, ট্যাব বা কম্পিউটার কে কিছু বোঝাতে হলে আপনাকে অবশ্যই 0 এবং 1 দিয়ে বোঝাতে হবে।
ধরুন, আপনি কাউকে I Love You বলতে চাচ্ছেন কিন্তু এটাকে ডিজিটাল ভাষায় কিভাবে বলবেন? প্রকৃতপক্ষে কীবোর্ডের সকল বাটনের একটি হেক্সাডেসিমাল এবং ডেসিমাল মান আছে। কিন্তু ফোন, ট্যাব বা কম্পিউটার যেহেতু বাইনারি বা 0 এবং 1 ছাড়া কিছু বোঝেনা তাই সবকিছুই বাইনারি তে কনভার্ট করে নেয়। I Love You কে ফোন, ট্যাব বা কম্পিউটার এর বাইনারি ভাষায় কনভার্ট করলে পাওয়া যায়ঃ 01001001 00100000 01001100 01101111 01110110 01100101 00100000 01011001 01101111 01110101
তাই, কাউকে I Love You বলার ইচ্ছা থাকলে ডিজিটাল ভাষায় বলেই ফেলুনঃ 01001001 00100000 01001100 01101111 01110110 01100101 00100000 01011001 01101111 01110101
যেমনঃ L এর হেক্সাডেসিমাল মানঃ 4C এবং ডেসিমাল মানঃ 76
কিন্তু ডিজিটাল ভাষা তো বাইনারি অর্থাৎ শুধুমাত্র 0 এবং 1. তাই L এর ডেসিমাল মান কে বাইনারি তে কনভার্ট করলে পাওয়া যায়ঃ
=>76 = 64 + 8 + 4
=>128 64 32 16 8 4 2 1
=>0 1 0 0 1 1 0 0
অর্থাৎ L = 01001100
একই ভাবে
I = 01001001
SPACE = 00100000
L = 01001100
o = 01101111
v = 01110110
e = 01100101
SPACE = 00100000
Y = 01011001
o = 01101111
u = 01110101
অর্থাৎ, I Love You = 01001001 00100000 01001100 01101111 01110110 01100101 00100000 01011001 01101111 01110101
লেখা কে বাইনারি তে কনভার্ট করতে এই লিংকে যানঃ https://www.binaryhexconverter.....com/ascii-text-to-b
বাইনারি কে লেখায় কনভার্ট করতে এই লিংকে যানঃ https://www.binaryhexconverter.....com/binary-to-ascii
আপনার নাম কে বাইনারি তে কনভার্ট করলে কি হয় তা কমেন্টে জানান।
James