আবু হুরাইরা(রা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ্(সা বলেছেন: যে ব্যক্তি তার ভাই এর উপর যুলুম করেছে সে যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়, তার ভাই- এর পক্ষে তার নিকট হতে পুণ্য কেটে নেয়ার আগেই। কারণ সেখানে কোন দীনার বা দিরহাম পাওয়া যাবেনা। তার কাছে যদি পুণ্য না থাকে তবে তার ( মজলুম) ভাই এর গোনাহ এনে তার ওপর চাপিয়ে দেয়া হবে। ( সহীহ বুখারী হাদিস ৬৫৩৪)।
http://www.theislamiccommunica....tion.xyz/2022/07/All
আল্লাহর ইবাদতের প্রতিদান - জিবন বদলে দেয়া এক অগ্নিপূজকের কাহিনী | #allahar ibadoter protidan