টাকা যখন অন্নদাতা
তখন তো সবাই
ছাই উড়াইয়াও দেখবে।
এটাই তো স্বাভাবিক।
তাইতো, পোস্ট করলেই
যখন টাকার অফার পাওয়া যায়।
তখন একটা কিছু পোস্ট করলেই হইল।
অনেককেই দেখি, আম জাম কাঁঠাল
ঘন্টায় ঘন্টায় পোস্ট করেই যাচ্ছেন।
কিংবা ইন্টারনেট থেকে ডাউনলোড
করে বিশ্বব্রহ্মাণ্ড দেখাচ্ছেন।
বিষয়টা আমার কাছে বিরক্তিকর।।
নেটওয়ার্কিং বাড়াতে চাই কিছু,
জানার ও শেখার জন্য।
এর থেকে বেশি কিই বা চাওয়ার থাকে।
#সৃষ্টি
#premdevota