প্রধান শিক্ষক: এই, এত রাতে গাছে কে রে?
পল্টু: স্যার আমি পল্টু!
প্রধান শিক্ষক: তুই? আবার চুরি! আমার গাছের নারকেল চুরি করছিস? ক্লাসে কত করে বোঝালাম যে, চুরি করা পাপ।
পল্টু: না স্যার, আমি নারকেল চুরি করতে আসি নাই।
প্রধান শিক্ষক: তাহলে গাছে উঠেছিস কেন?
পল্টু: বাবা বললো, আপনার গাছ থেইকা আমাগো গ্রামটা নাকি সুন্দর দেখায়। তাই দেখতাছিলাম স্যার।
প্রধান শিক্ষক: তোর বাপ কই?
পল্টু: সে তো পুকুরের ওই পাড়ের গাছে।