Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #best #xembongda #seo
    Advanced Search
  • Login
  • Create a new account or Register

  • Night mode
  • © 2026 Linkeei
    About • Directory • Contact Us • Developers • Privacy Policy • Terms of Use • Refund • Linkeei App install

    Select Language

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Watch

Watch Reels Movies

Events

Browse Events My events

Blog

Browse articles

Market

Latest Products

Pages

My Pages Liked Pages

More

Forum Explore Popular Posts Games Jobs Offers
Reels Watch Events Market Blog My Pages See all

Discover posts

Posts

Users

Pages

Group

Blog

Market

Events

Games

Forum

Movies

Jobs

Magazine
Magazine
3 yrs

এলিয়েন (ভিনগ্রহবাসী) পৃথিবী ভ্রমণ করেছে কিংবা দুর্ঘটনায় পড়ে অবতরণ করেছে—এখন পর্যন্ত এমন কোনো তথ্যপ্রমাণ পায়নি পেন্টাগন। আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু তথা ইউএফও নিয়ে নতুন এক গবেষণা নিয়ে এ কথা বলেছেন মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। খবর আল-জাজিরার

তবে মহাকাশে, আকাশে কিংবা পানির নিচে যেখানেই হোক না কেন, অস্বাভাবিক ও অজ্ঞাত বস্তুগুলোর তদন্তের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পেন্টাগন। তাদের সামনে কয়েক শ নতুন ঘটনা এসেছে, যা এখন তদন্ত করা হচ্ছে বলে গতকাল শুক্রবার মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।

গত বছরের জুনে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তরের প্রতিবেদনে বলা হয়, ২০০৪ থেকে ২০২১ সাল নাগাদ ১৪৪টি ইউএফও দেখা যাওয়ার তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৮০টি ইউএফও একাধিক সেন্সরে ধরা পড়েছিল।

গোয়েন্দা ও নিরাপত্তাবিষয়ক আন্ডারসেক্রেটারি রোনাল্ড মোলট্রি সাংবাদিকদের বলেন, ‘আমরা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছি। আমরা এমন কিছু পাইনি যে আমরা যেসব বস্তু দেখেছি, তার কোনো একটির উৎস এলিয়েন হতে পারে বলে আমাদের মনে হতে পারে।’

দেখা যাওয়া অজ্ঞাত বস্তুগুলোর তদন্তে পেন্টাগন অল-ডোমেইন অ্যানোমালি রেজল্যুশন অফিস (এএআরও) নামে একটি নতুন বিভাগ গঠন করে। এএআরও পরিচালক শন কির্কপ্যাট্রিক বহির্জাগতিক জীবনের সম্ভাবনাকে উড়িয়ে দেননি। এই কর্মকর্তা বলেন, তিনি এ গবেষণার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করছেন।
কির্কপ্যাট্রিক বলেন, ‘আমি শুধু বলব, আমরা আমাদের বিশ্লেষণকে খুব পুঙ্খানুপুঙ্খ এবং বলিষ্ঠভাবে কাঠামো দিয়েছি। আমরা পুরো বিষয়টি সবিস্তার বিচার-বিশ্লেষণ করে দেখব।’

ইউএফওর ওপর এক বছরের বেশি সময় মনোযোগ দেওয়ার পর গত জুলাইতে এএআরও প্রতিষ্ঠা করা হয়। এসব ইউএফও মার্কিন সামরিক বাহিনীর পাইলটরা পর্যবেক্ষণ করেছিলেন। কিন্তু লজ্জার মুখে পড়তে পারেন, এ ভয়ে কোনো কোনো সময় বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে তাঁরা ইচ্ছুক ছিলেন না।

এএআরও প্রতিষ্ঠার পর এই প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কির্কপ্যাট্রিক বলেন, ‘আমরা এ ধরনের আরও অনেক ঘটনার তথ্য পেয়েছি।’ সম্ভাব্য ইউএফও দেখা যাওয়ার নতুন কতগুলো তথ্য পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, কয়েক শ।

কর্মকর্তারা জানান, ২০২১ সালের পর থেকে এখন পর্যন্ত ইউএফও দেখা যাওয়ার কতগুলো তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে চলতি বছরের শেষ দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর থেকে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হতে পারে।

প্রায় অর্ধশতাব্দীর বেশি সময়ের মধ্যে গত মে মাসে ইউএফও নিয়ে প্রথমবারের মতো শুনানির আয়োজন করে মার্কিন কংগ্রেস। এতে এসব বস্তু এলিয়েন নাকি চীন, রাশিয়া বা সম্ভাব্য অন্য কোনো বিরোধী পক্ষ নতুন অজ্ঞাত কোনো প্রযুক্তি উড়িয়েছে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একাধিক কংগ্রেস সদস্য। অজানা বস্তুগুলো নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে।

এসব অজ্ঞাত বস্তুর বাইরেও অনেক নতুন প্রযুক্তি রয়েছে, যেমন স্টিলথ (রাডার ফাঁকি দিতে সক্ষম) বোমারু ও যুদ্ধবিমান, ড্রোন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ও চীনের এসব প্রযুক্তি রয়েছে। ভুল করে এগুলোকেও ইউএফও মনে করা হতে পারে।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

আজ বুধবার চীনে অনুষ্ঠিত ‘ইনো ডে ২০২২’ অনুষ্ঠানে নতুন চিপ, স্বাস্থ্যের তথ্য জানার যন্ত্র এবং স্মার্ট চশমা উন্মোচন করেছে অপো। ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে নতুন প্রযুক্তিপণ্য উন্মোচনের পাশাপাশি জীবনমান উন্নয়নে নিজেদের ভূমিকা তুলে ধরেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উন্মোচন করা নতুন পণ্যগুলো দেখে নেওয়া যাক।

মারিসিলিকন ওয়াই চিপ
মারিসিলিকন ওয়াই চিপটিতে উন্নত এনসিক্সআরএফ (N6 RF) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১২ এমবিপিএস ব্যান্ডউইডথ ব্লুটুথ ধারণক্ষমতা। এই ব্লুটুথ ব্যান্ডউইডথের পরিমাণ আরও ৫০ শতাংশ বৃদ্ধি করা যাবে। এতে থাকা এসওসি অডিও প্রযুক্তি নির্বিঘ্নে ২৪ বিট বাই ১৯২ কিলোহার্টজের আল্টা ক্লেয়ার অডিও তারহীনভাবে স্থানান্তর করতে পারে।

ওহেলথ এইচওয়ান
হেলথ এইচওয়ান নামের মনিটরটি রক্তে অক্সিজেন মাত্রা, হৃৎস্পন্দন, তাপমাত্রা ও ফুসফুসের কার্যক্ষমতা মাপতে পারে। মাত্র ৯৫ গ্রাম ওজনের যন্ত্রটি মানুষের ঘুমের তথ্যও পর্যবেক্ষণ করতে পারে। তারহীন হওয়ায় সহজে ব্যবহার করা যায় যন্ত্রটি।

অপো এয়ার গ্লাস টু
অপো এয়ার গ্লাস টু নামের নতুন স্মার্ট চশমাটিতে এসআরজি (সোলার-রিফ্লেকটিভ গ্লাস) ওয়েভ গাইড লেন্স ব্যবহার করা হয়েছে। ফোন কল করার সুযোগ দেওয়ার পাশাপাশি মুখের কথা কাচে দেখাবে চশমাটি। শুধু তা–ই নয়, এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদও করবে। পণ্যগুলো কবে আসবে বা দাম কত হবে, তা জানায়নি অপো।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা দুটি জিরো ডে নিরাপত্তা ত্রুটির সমাধান করে সফটওয়্যার হালনাগাদ (নিরাপত্তা প্যাচ) উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ভয়ংকর এ ত্রুটি থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ হালনাগাদ করতেও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সিভিই-২০২২-৪৪৬৯৮ এবং সিভিই-৪৪৭১০ নামের ত্রুটিগুলো বেশ কিছুদিন আগে শনাক্ত হলেও দ্রুত সফটওয়্যার হালনাগাদ করতে পারেনি মাইক্রোসফট। এসব ত্রুটি কাজে লাগিয়ে উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে হ্যাকাররা। ফলে এরই মধ্যে উইন্ডোজে চলা কম্পিউটারে সাইবার হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

ইউটিউবে ভালো মানের ভিডিওর নিচেও বিভিন্ন ধরনের অবমাননাকর মন্তব্য করেন অনেকে। ভিডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলেও এসব মন্তব্যের কারণে ভিডিও নির্মাতাদের পাশাপাশি দর্শকেরাও বিব্রত হন। আর তাই অবমাননাকর মন্তব্য ঠেকাতে নতুন সুবিধা চালু করছে ইউটিউব।

নতুন এ সুবিধা চালু হলে স্বয়ংক্রিয়ভাবে অবমাননাকর মন্তব্য শনাক্ত করে মন্তব্যকারীদের বার্তা পাঠিয়ে সতর্ক করবে ইউটিউব। শুধু তাই নয়, মন্তব্যটি মুছে ফেলার পাশাপাশি প্রয়োজনে মন্তব্যকারীদের ২৪ ঘণ্টার জন্য ব্লকও করবে ভিডিও বিনিময়ের সাইটটি।। ফলে তারা ২৪ ঘণ্টা পর্যন্ত ইউটিউবের কোনো ভিডিওতে মন্তব্য করতে পারবেন না।

অবমাননাকর মন্তব্য নিয়ন্ত্রণ বিষয়ে ইউটিউব কর্তৃপক্ষ জাোয়, ইউটিউবের নীতিমালা ভঙ্গ করা মন্তব্যগুলোর নেতিবাচক প্রভাব থেকে অন্য ব্যবহারকারীদের রক্ষা করতেই এ উদ্যোগ। বর্তমানে এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। অবমাননাকর মন্তব্য ঠেকাতে সাফল্যও মিলেছে।

উল্লেখ্য, বর্তমানে কেবল ইংরেজি ভাষায় লেখা মন্তব্যগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে ইউটিউব। সমস্যা সমাধানে নিজেদের মন্তব্য শনাক্তকরণ পদ্ধতিতে আরও বেশ কয়েকটি ভাষা যুক্তের পরিকল্পনা করেছে ভিডিও বিনিময়ের সাইটটি।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
avatar

D M Shanto Islam

ক্রিটিসিজম কে অবমাননা বলে এখন পাওয়ারের অপব্যাবহার শুরু হবে এখান থেকেই
Like
· Reply · 1671293759

Delete Comment

Are you sure that you want to delete this comment ?

Vromonkal
Vromonkal
3 yrs

রায়ের বাজার বধ্যভূমি #রায়ের_বাজার_বধ্যভূমি
https://www.vromonkal.com/2022..../12/rayer-bazar-bodh

image
Like
Comment
Share
avatar

Md Parvaj Mollick

 
love
Like
· 1671334065
1 Reply

Delete Comment

Are you sure that you want to delete this comment ?

Magazine
Magazine
3 yrs

বিশ্বের সবচেয়ে বেশি ভিডিও গেম সংগ্রহ করে পাঁচবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা আন্তোনিও রোমেরো মন্টেরো। ৪৫ বছর বয়সী রোমেরোর সংগ্রহে ২৪ হাজার ২৬৮টি ভিডিও গেম রয়েছে। এসব গেমের বর্তমান বাজারদর প্রায় ২১ লাখ ডলার।

মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তোনিও রোমেরো মন্টেরো মোট পাঁচবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। সবচেয়ে বেশি এক্স বক্স গেম, সবচেয়ে বেশি সেগা গেম, সবচেয়ে বেশি নিন্টেন্ডো গেম, সবচেয়ে বেশি প্লে স্টেশন গেম এবং সবচেয়ে বেশি ভিডিও গেম সংগ্রহকারী হিসেবে রেকর্ডগুলো করেন তিনি।

আন্তোনিও রোমেরো মন্টেরো জানিয়েছেন, ১০ বছর বয়স থেকেই ভিডিও গেম সংগ্রহ করেন তিনি। সংগ্রহের তালিকায় এক্স বক্স, সেগা, নিন্টেন্ডো, প্লে স্টেশনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও গেম, গেমিং কনসোল এবং যন্ত্রাংশও রয়েছে। কোনো পরিকল্পনা করে নয়, শখের বশেই এগুলো সংগ্রহ করা হয়েছে।

কিশোর বয়স থেকে সেগা গেম কেনার পর ধীরে ধীরে সংগ্রহের পরিমাণ বাড়তে থাকে আন্তোনিওর। নিজ ঘরের পুরো একটি রুমজুড়ে ভিডিও গেমগুলো সাজিয়ে রেখেছেন তিনি। প্রায় ২৫ হাজার গেম সংগ্রহে থাকলেও আন্তোনিওর প্রিয় গেম সুপার নিন্টেন্ডো ও সুপার ক্যাসলেভানিয়া।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

‘অ্যাভাটার’-এর গল্পটা সেই নব্বইয়ের দশকেই লিখেছিলেন জেমস ক্যামেরন। প্রযুক্তিগত কারণে তখন করা সম্ভব হয়নি। ২০০৯ সালে যখন হলো, তৈরি হলো নতুন ইতিহাস, বদলে গেল বিশ্ব চলচ্চিত্রের ভাষা। এই স্কেলে গল্প বলা, ক্যামেরা থেকে প্রযুক্তির ব্যবহার আর সঙ্গে অতি অবশ্যই আবেগ; যা পর্দায় তুলে ধরতে বরাবরই মুনশিয়ানার পরিচয় দিয়েছেন পরিচালক। এরপর এক যুগের বেশি সময় পার হয়েছে, এখনো সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমা অ্যাভাটার। এতেই অনেকটা আঁচ করা যায় ছবিটির জনপ্রিয়তা। ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে, গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অ্যাভাটার-এর সিকুয়েল অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।

প্যানডোরায় সংঘাত
জেমস ক্যামেরন জানিয়েছেন, চিত্রনাট্য লেখার সময় নিজেকে টিনএজারের বাবা মনে করেন তিনি। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লেখার সময় মনে করি, আমার ছেলেমেয়েরা কৈশোর পার করছে। পরিবারই মানুষের সবচেয়ে বড় জায়গা। কোনো না কোনোভাবে আমার শিল্পের মাধ্যমে সেটি তুলে ধরি। আজকালকার অ্যাকশন সিনেমায় এসব আর দেখা যায় না।’

জেক সলিকে নিয়ে শুরু হবে এবারের কিস্তি, অ্যাভাটারের শরীরে ভর করে যে প্যানডোরা গ্রহে হাজির হয়। গ্রহটিতে থাকে না’ভি আদিবাসীরা। জলজ এই গ্রহের মহামূল্যবান সম্পদ আনঅবটেনিয়াম, যা পৃথিবীকে বাঁচাতে দরকার। তবে গ্রহের বাসিন্দারা এটিকে হাতছাড়া করবে কেন! শুরু হয় প্যানডোরাবাসীদের সঙ্গে সংঘাত।

পুরোনোরা ফিরছেন, আছে নতুন চরিত্র
জেক সলির চরিত্রে আগেরবারের মতোই আছেন স্যাম ওয়ার্দিংটন। এ ছাড়া আগের কিস্তির জোয়ি সালদানা, সিগুর্নি ওয়েভার, স্টিফেন লাংরাও থাকছেন। নতুন যুক্ত হয়েছেন ক্লিফ কার্টিস, মিতকানিয়া গোত্রের নেতা তনোয়ারির চরিত্রে দেখা যাবে তাঁকে। আছেন ক্যামেরনের প্রিয় পাত্রী কেট উইন্সলেট, তাঁকে দেখা যাবে রোনাল চরিত্রে। এ ছাড়া এবার দেখা যাবে এডি ফ্যালকো, জেমি ফ্ল্যাটার্স, ব্রেনডন কাউওয়েলকে।

কেন এত দেরি
সবচেয়ে বিলম্বিত সিকুয়েলগুলোর একটি হতে যাচ্ছে ‘দ্য ওয়ে অব ওয়াটার’। প্রথমটার ১৩ বছর পর দ্বিতীয় কিস্তি। প্রথম পর্ব মুক্তির ব্যাপক ব্যবসায়িক সাফল্যের পর ২০১৪ সালের ডিসেম্বরেই সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি কারণে এতটা দেরি হয়ে গেল।

প্রথমত, গভীর সমুদ্রের মধ্যে সিনেমাটির শুটিং করা হয়েছে, সমুদ্রের যথাযথ লোকেশন খুঁজতে গিয়ে কয়েক বছর কেটে যায়। পুরো চিত্রনাট্য লিখেও বহুবার বদলাতে হয়। এ ছাড়া ছিল প্রযুক্তিগত সীমাবদ্ধতা, বেশ কিছু নতুন প্রযুক্তি কেবল এই সিনেমার জন্যই আবিষ্কৃত হয়েছে! এরপর শেষ পেরেকটি ঠুকে দেয় কোভিড, ফল আরও কয়েক বছরের বিলম্ব।

কেটের ইতিহাস
‘টাইটানিক’-এর পর আবারও জেমস ক্যামেরনের সিনেমায় কেট উইন্সলেট। ছবিটির মুক্তি সময় এনে দিয়েছে এই পরিচালক ও অভিনেত্রী জুটির উদ্‌যাপনের অন্য এক উপলক্ষও। কারণ, আর দিন কয়েক পর ১৯ ডিসেম্বরই টাইটানিক মুক্তির ২৫তম বার্ষিকী। ছবিটিতে অভিনয়ে করতে গিয়ে নতুন রেকর্ডও গড়েন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী—পানির নিচে ৭ মিনিট ১৪ সেকেন্ড শুটিংয়ে অংশ নিয়েছেন, যার অর্থ ৭ মিনিটের এই বেশি সময় ধরে পানির নিচে নিশ্বাস বন্ধ করে ছিলেন তিনি। ছবি মুক্তির আগে এক ভিডিও বার্তায় বিষয়টি কেট নিজেও নিশ্চিত করেছেন। আগের রেকর্ডটি ছিল টম ক্রুজের; মিশন ইমপসিবল: রোগ নেশন-এর শুটিংয়ে যেটি গড়েছিলেন অভিনেতা।

রেকর্ডটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি সত্যই বিশ্বাস করতে পারছিলাম না, সত্যিই পারছিলাম না। আমি আগে ৬ মিনিট ১৪ সেকেন্ড নিশ্বাস না নিয়ে ছিলাম। এবার নিজের রেকর্ড ভাঙতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘রোনালএক যোদ্ধা, শক্তিশালী নারী, মৃত্যু হতে পারে জেনেও যে মানুষের অধিকারের জন্য লড়াইয়ে নামতে ভয় পায় না।’

ঘণ্টা আর ৩৫০ মিলিয়ন
‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ৩ ঘণ্টা ২০ মিনিটের সিনেমা। সিনেমার দৈর্ঘ্য নিয়ে পরিচালক বলেন, ‘সবকিছুই টান টান রাখার চেষ্টা করেছি। কিন্তু এত কিছুর মধ্যেও আবেগ তুলে ধরা গুরুত্বপূর্ণ। এটি করতে গিয়েই সময়টা লেগেছে।’ দৈর্ঘ্যের মতো সিনেমাটি বাজেটেও অনেক ছবিকে ছাড়িয়ে গেছে। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নির্মাণে ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। এ পর্যন্ত ৩০০ কোটি ডলারের বেশি বাজেটে মাত্র ৭টি সিনেমা নির্মিত হয়েছে। তারই একটি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।

আরও সিকুয়েল
দ্বিতীয়টি মুক্তির বছর কয়েক আগেই আরও তিন কিস্তির ঘোষণা দিয়ে রেখেছেন পরিচালক। ‘অ্যাভাটার ৩’-এর শুটিং এর মধ্যেই শেষ, মুক্তি পাবে ২০২৪ সালে; চতুর্থ ও পঞ্চমটি মুক্তি পাবে যথাক্রমে ২০২৬ ও ২০২৮ সালে। ক্যামেরন বলেন, ‘সব কটিরই চিত্রনাট্য লেখা শেষ, ঘটনাক্রম থেকে শুরু করে সিনেমায় কী দেখাব, সেটা পুরোপুরি তৈরি।’

ব্যাপক প্রশংসা
মুক্তির আগে দেশে দেশে প্রিমিয়ার হয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর, যা দেখে সাধারণ দর্শক থেকে সমালোচক সবাই মুগ্ধ। এমন দুর্দান্ত দৃশ্যায়ন আর গল্পের বুনট ছবিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে তাঁদের মত। তবে দর্শকের একাংশ ছবিটির সমালোচনাও করেছেন। তাঁদের মতে, ছবিটি বিষণ্নতা ও আত্মহত্যার চিন্তা উসকে দেবে।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

চলতি বছর বলিউডে একের পর এক ছবি ফ্লপ হচ্ছে। এই ফ্লপ হওয়ার জন্য ছবির চেয়ে বেশি দায়ী বয়কট ট্রেন্ড। বলিউড ছবিগুলোতে উনিশ থেকে বিশ হতে না হতেই বিভিন্ন ইস্যু ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হচ্ছে বর্জনের ডাক। ছবি মুক্তির আগেই ট্রেলার, টিজার বা গান প্রকাশের পরই শুরু হয় এই ডাক। এই বয়কট ট্রেন্ডের ট্র্যাক থেকে বাদ পড়েনি বলিউড বাদশাহর ছবি ‘পাঠান’ও। তাই এত দিন চুপ থাকলেও এবার মুখ খুললেন বয়কট ট্রেন্ড নিয়ে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান উপস্থিত হয়েছিলেন।

সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, সমাজে সিনেমার গুরুত্ব অনেক। মানুষের কাছে সিনেমা পৌঁছানোর সহজ উপায় সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু অনেক সময় এই মাধ্যমেই সিনেমাকে ভুলভাবে উপস্থাপন করা হয়। সিনেমাকে নেতিবাচক হিসেবে প্রচার করা হয়। আর এর প্রভাব পড়ে মানুষের ওপর।’

শাহরুখ খান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের চিন্তাভাবনাকে সংকীর্ণ করে দিয়েছে। নেতিবাচক মন্তব্য তাঁদের মানসিকতার পরিচয় দেয়। তবে তিনি আশাবাদী। তিনি জানান, খারাপ মানুষের পাশাপাশি ভালো মানুষও রয়েছে। বক্তব্যের শেষে বয়কট ট্রেন্ড নিয়ে ভাবছেন না বলে জানিয়ে তিনি বলেন, ‘আপনি, আমি আর আমাদের মতো ইতিবাচক মানুষ এখনো বেঁচে আছে।’

গত সোমবার ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তির পরই অশ্লীলতার অভিযোগ ওঠে ছবির বিরুদ্ধে। মধ্যপ্রদেশে তো ছবি নিয়ে বিক্ষোভ হয়। জ্বালানো হয় শাহরুখ–দীপিকার কুশপুত্তলিকা। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বর্জনের ডাক দেওয়া হয়। কিন্তু শাহরুখ দমে যাননি। তিনি চালিয়ে যাচ্ছেন তাঁর ছবির প্রচারণা। ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর আগামী ২৫ জানুয়ারি পর্দায় ফিরছেন বলিউড বাদশা।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

মাসখানেক পর আবারও কলকাতার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ নন্দনে ফিরল ঢাকার আলোচিত সিনেমা ‘হাওয়া’, কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে আজ প্রদর্শিত হয়েছে সিনেমাটি। সন্ধ্যার শো দেখতে বিকেল ৪টা থেকেই নন্দন চত্বরে ভিড় জমাতে থাকেন দর্শকেরা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে নন্দন কর্তৃপক্ষকে।

সিনেমাটির টিকিট ছাড়ার পরপরই হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা, মুহূর্তেই হাওয়া হয়ে যায় টিকিট। ‘হাওয়া’ দেখতে ক্রমেই দর্শকের ভিড় বাড়তে থাকায় নন্দন কর্তৃপক্ষ জানায়, টিকিট সব বিক্রি হয়ে গেছে। টিকিট ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না, ফলে নন্দনের সামনের ভিড় করা যাবে না।

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সিনেমাটি না দেখেই বহু দর্শককে ফিরে যেতে হয়েছে, গত মাসে কলকাতায় আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবেও ‘হাওয়া’ নিয়ে এমন উন্মাদনা দেখা গিয়েছিল। দর্শকের দাবির মুখে সিনেমাটির শোর সংখ্যাও বাড়ানো হয়েছিল। সিনেমাটি নিয়ে পশ্চিমবঙ্গের দর্শকের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে, সিনেমাটি পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন দর্শকেরা।

তার মাসখানেক পর গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সিনেমা হলে পেয়েছে সিনেমাটি। একই দিন কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে এ সিনেমা, সিনেমাটি ৩০ ডিসেম্বর ভারতজুড়ে মুক্তি পাবে বলে জানিয়েছে ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

বিকেলে নন্দন চত্বরের প্রেস কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘হাওয়া’র নির্মাতা, অভিনয়শিল্পীরা সিনেমাটি নিয়ে কথা বলেছেন। অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে “হাওয়া” দেখানোর সময় ঢাকা থেকে আমি একাই এসেছিলাম। এবার আমাদের টিম এসে গেছে। সবাই শুনেছে কলকাতায় “হাওয়া”র জনপ্রিয়তার কথা। তাই সব কলাকুশলী কলকাতায় এসেছেন শুভেচ্ছা জানাতে।’

সিনেমার নির্মাতা মেজবাউর রহমান বলেন, ‘এটি আমার প্রথম ছবি। এই সাড়া পেয়ে ভবিষ্যতে আমি আরও ছবি করার অনুপ্রেরণা পাব। তাই আমি কলকাতার মানুষের ভালোবাসার পথ ধরে এগিয়ে যেতে চাই।’

সিনেমার প্রচারে অংশ নিতে অভিনেত্রী নাজিফা তুষি এখন কলকাতায় রয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই প্রথম আমার কলকাতা আসা। কলকাতায়ও আমার প্রথম ছবি। কলকাতাবাসীর এত সাড়া পেয়ে আমি মুগ্ধ।’ সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী, মেজবাউর রহমান ও নাজিফা তুষি ছাড়াও সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

শিশুশিল্পী হিসেবেই অভিনয়ে প্রার্থনা ফারদীন দীঘি বাজিমাত করেছেন। ছবিতে অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শিশুশিল্পী ইমেজ কাটিয়ে ওঠার পর দীঘির চরকি অরিজিনাল ‘শেষ চিঠি’ দিয়ে ওয়েব ফিল্মে অভিষেক ঘটে। এ ছবিতে পরিণত বয়সের দীঘির অভিনয় বেশ প্রশংসিত হয়। নতুন খবর, এবার আরেকটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। ছবির নাম ‘ফেরা’, পরিচালক সুমন ধর।

‘ফেরা’ দীঘি অভিনীত দ্বিতীয় ওয়েব ফিল্ম। যেখানে পরিচালক, সহশিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’তেও ছিলেন। গতকাল সন্ধ্যায় দীঘি প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান আরটিভির ‘ফেরা’ নামের এ ওয়েব ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এদিকে চুক্তিপত্রে সইয়ের আনুষ্ঠানিকতা শেষে দীঘি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে কোনো কিছু পরিষ্কার করে না লিখলেও রহস্য করে দীঘি লিখেছেন, ‘আমার কো-আর্টিস্ট ইয়াশ রোহানকে অনেক মিস করছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।’

‘ফেরা’ ছবির শুটিং নতুন বছরে শুরু হবে বলে জানালেন দীঘি। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই গল্পটি নিয়ে কথা হচ্ছিল। অবশেষে গতকাল সিদ্ধান্তে এসেছি, এটিই হবে আমার পরবর্তী ওয়েব ফিল্ম। এখন জোরেশোরে প্রিপ্রেডাকশনের কাজ চলছে। ছবির গল্প আর আমার চরিত্রটি ভীষণ রকম ভালো লেগেছে। মনে হচ্ছিল, এমন একটি চরিত্রই এত দিন খুঁজছিলাম। আমি খুবই এক্সাইটেড। নিজেকে চরিত্রের উপযোগী করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, আমার অভিনয়জীবনে ভিন্ন রকম কিছু যোগ হতে যাচ্ছে।’

শিশুশিল্পী হিসেবে দীঘি বেশ জনপ্রিয়তা পান। সেই ইমেজ ভেঙে নায়িকা হিসেবে আত্মপ্রকাশের কয়েক বছর নিজেকে অভিনয়ের বাইরে রেখেছিলেন তিনি। আট বছরের বিরতির পর গত বছর দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয়। কিন্তু নায়িকা হিসেবে অভিষেক খুব একটা ভালো হয়নি। তবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে প্রশংসিত হয়েছেন দীঘি। আর চলতি বছর চরকি ফ্লিক ‘শেষ চিঠি’তে তুলি চরিত্রে অভিনয় করে দীঘি বাজিমাত করেন। গ্ল্যামারাস লুকের বাইরে হাজির হন ভিন্ন রূপে। মুক্তির অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেছা মুজিবের তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে দীঘিকে।

Source: প্রথম আলো

image
Like
Comment
Share
Showing 14560 out of 21275
  • 14556
  • 14557
  • 14558
  • 14559
  • 14560
  • 14561
  • 14562
  • 14563
  • 14564
  • 14565
  • 14566
  • 14567
  • 14568
  • 14569
  • 14570
  • 14571
  • 14572
  • 14573
  • 14574
  • 14575

Edit Offer

Add tier








Select an image
Delete your tier
Are you sure you want to delete this tier?

Reviews

In order to sell your content and posts, start by creating a few packages. Monetization

Pay By Wallet

Payment Alert

You are about to purchase the items, do you want to proceed?

Request a Refund