আজ হটাৎ ৮ বছর পর প্রাক্তনের সাথে দেখা।
তার বিয়ে হয়েছে।
কিন্তু হটাৎ প্রাক্তনের বউয়ের দিকে চোখ পড়তেই দেখলাম "ওমাহ? বউ তো মনে হয় ক্লাস সিক্স/সেভেনে পড়ে!
এতো পিচ্চি একটা মেয়ে বিয়ে করেছে আমার প্রাক্তন।??
আসলে মেয়েটা পিচ্চি না, ওর height টা কম, খুব বেশি হলে আমার কাঁধের নিচে পরবে।
আমার প্রাক্তনের আমার কাছে কোনো ক্ষোভ ছিল না, যেটা ছিলো সেটা হলো আমার height কম। তবে বলে রাখা ভালো, আমার প্রাক্তনের height ও কিন্তু কম ছিলো না।
৫ ফুট ১১ ইঞ্চি।
কিন্তু ভাগ্যের কি করুন অবস্থা, এখন যাকে বিয়ে করেছে তার কাঁধে হাত রেখে আমি অনায়াসে চলতে পারবো মাইলের পর মাইল!
আচ্ছা?
তাহলে আমি কি অপরাধ করেছিলাম?
ও আমায় কেনো ভালোবাসলো না? আমার তো কোনো কিছুতেই কমতি ছিলো না।
শুধু height টাই কম ছিলো? এটাই কি আমার অপরাধ?
এরপর বেশিক্ষণ সময় নিলাম না! শুধু ওর বউয়ের কাঁধে হাত রেখে কপালে একটা চুমু এঁকে দিয়ে প্রাক্তন কে তার প্রাপ্য টা বুঝিয়ে দিয়ে চলে গেলাম।
খুব রাগ হচ্ছিলো ওর উপর। আর একটা কথাই শুধু মনে হচ্ছিলো " ও আমায় কেনো ভালোবাসেনি???" এই অপরাধ বোধ নিয়ে চলতে চলতে এর পর আরও অনেক বছর কেটে যায়।
আজ আবারো তার সাথে আমার দেখা। কিন্তু এবার সে আর একা নয়, তার কোলে ফুটফুটে এক কন্যা সন্তান!
- বাহহ! ভারি মিষ্টি তো। একদম তোমার মতো হয়েছে।
- আচ্ছা? বাবুর "মা" কোথায়? সে কেমন আছে?
প্রাক্তনঃ সে আমাদের সবাইকে রেখে চলে গেছে! এক অজানা দেশে! যেখান থেকে আর কেউ ফিরে আসে না।।। সন্তান জন্ম দিতে যেয়ে ওর "মা" মারা গেছে।
- এ কথা শুনার পর এক আকাশ সমান বুকটা ভারি হয়ে গেলো। আমি কাঁদতে চেয়েও নিজেকে সামলে নিয়েছি।। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওর দেয়া প্রতিটা আঘাত ভুলে গিয়েছি আমি।।
- আচ্ছা? তুমি কি আমার বাচ্চার "মা" হবে??.
এই প্রশ্নের উত্তরটা না হয় পাঠকদের উদ্দেশ্য থাকলো!
লেখাঃ মনজিলা আক্তার রাখী