মানুষ মানুষের জন্য, তবে কেন এত হানাহানি?
আসলেও কী আমরা একে অপরকে ভালবাসি?
আমাদের মুখের কথা, আর অন্তরের কথা এক নয়।
যাদের মুখের কথা ও অন্তরের কথায় ফারাক আছে, তারাতো আসলেও মানুষ নয়,কপট প্রতারক বটে।
আসলে মানুষ হওয়াটা খুবই কষ্টকর বিষয়,
বিদ্যা হজম করে বড় বড় সার্টিফিকেট পাওয়া সহজ
কিন্তু মানুষ নামক সার্টিফিকেট পাওয়া খুব দূরহ ব্যাপার।
তাই এই বিষয়ে ছাত্রের আসন প্রায় শূন্যের কোঠায়।
আর এই সাবজেক্টের সেমিষ্টার দোলনা হতে কবর পর্যন্ত। কেহ কেহ চেষ্টা করে কবরে যাওয়ার আগে পাশ করে মানুষ নামক সার্টিফিকেট অর্জন করতে পারে। আবার কেহ কেহ পাশ না ও করতে পারে।
যারা পাশ করে মানুষ, হয়, তাদেরকেই বলা হয় মানুষ মানুষের জন্য।
ফ্রি ২৩০ টাকা
একাউন্ট খুললেই ২০০ টাকা বোনাস।
২ টাস্ক কমপ্লিট করলে পাবেন ৩০ টাকা।
ফ্রি তে প্রথম দিনেই ২৩০ টাকা।
প্রতিদিন ফ্রিতে ইনকাম ৩০ টাকা।
একাউন্ট খুলতে এই লিংকে যানঃ https://mobile.sillage.site/#/....register?SN=24D841&a
বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুলে চাকরির সুযোগ।
এখুনই আবেদন করুন।
বিস্তারিত জানতে নিচের লিংকে দেখুন।
https://www.weeklychakri.com/2....022/02/bangladesh-in
আকিজ ফুড এন্ড বেভারেজ এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
বেতনঃ আকর্ষণীয়।
ইন্টারভিউ ধরনঃ সরাসরি ইন্টারভিউ।
এখুনই আবেদন করুন।
বিস্তারিত জানতে নিচের লিংকে দেখুন।https://www.weeklychakri.com/2....022/02/akij-food-and
হকের সাথে যুক্ত থাকা বাতেল থেকে মুক্ত থাকার মূল্যবান দিশা মূল্যক আলোচনা তুলে ধরলেন -
বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বার প্রবক্তা বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক মুসলিম মিল্লাতের শতাব্দীর সংস্কারক মহামান্য ইমাম -"সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা"।
ঈমান দ্বীন ইসলামের সত্যের সঠিক পথের দিক নির্দেশনা মূল্যক আলোচনা সহ ভাল লাগার প্রানের সুর নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া ছাল্লাম নিয়মিত শুনতে ও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন এবং ফেইসবুক পেইজ টি লাইক দিয়ে পাশেই থাকুন -ধন্যবাদ।