আগন্তুকের আসক্তি । পর্ব -০১
------------------------------------------
মাত্র ১৬ বছর বয়সী একজন মেয়েকে বিয়ে করছেন লজ্জা করছেনা আপনার?
দেশে আইন বলেও একটা কথা আছে।তাছাড়া আপনার বাবা মা কই?
বিয়ের সাক্ষি হিসেবে আমার তাদের চাই।আপনার রাস্তার দুই, চারজন বন্ধুকে দিয়ে আমি সন্তুষ্ট নই।
তেজীয়ান মেয়েটির এমন চটপটে কথায় চমকে তাকায় আশেপাশের মানুষজন।
সহসা বিকট শব্দে ঠাসস করে মেয়েটির গালে একটি চড় পড়ে।ডান গালটায় হাত
দিয়ে রক্তলাল চোখে আবার ঘুরে তাকায় মেয়েটি।মেয়েটির নাম ইতিকা।
গালের অসহ্য ব্যাথায় মনে হচ্ছে ডান গালটি নিমিষেই খসে পড়বে তার।
ইতিকার চোখের চাহনী দেখে চড় দেওয়া মহিলাটি ক্রুদ্ধ স্বরে বলে,
– ওই মাইয়া এমনে তাকাইয়া কি দেহস?বিয়া হইবো মানে,আইজকাই হইবো।
https://www.lovestory-bd.com/12346/
যারা ভিডিও দেখে এবং রেফার করে টাকা উপার্জন করতে চান তাহলে আমাকে Inbox Knock করেন। এই ওয়েব সাইট থেকে আপনারা প্রতি দিন ২০০-৫০০ টাকা উপার্জন করতে পারবেন। আর টাকা বিকাশ নগদ থেকে উঠাতে পারবেন।। Click on the link and open an account with your mobile phone number.
https://wallet.selfdepend.net/....?action=refer&re
আজ ভাষার মাস ২য় দিন:
বই ছাপিয়ে ভাষা রক্ষা করা যাবে না
মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহন ও মাতৃভাষা চর্চা একটি মৌলিক ও জন্মগত অধিকার। প্রতিটি গণতান্ত্রিক দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায় মাতৃভাষায় শিশু শিক্ষার স্বীকৃত দিয়েছেন। ১৯৫৭ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার ৪০তম অধিবেশনে গৃহীত কনভেনশন ১০৭- এ শিশুদেরকে তাদের নিজস্ব মাতৃভাষায় অথবা সম্ভব না হলে তাদের মধ্যে বহুল প্রচলিত ভাষায় শিক্ষা প্রদান করা স্বীকৃতি দেয়। বাংলাদেশ সরকার উক্ত কনভেনশনের স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সনের ২রা ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে পার্বত্য চট্টগ্রামে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান বিষয়টি স্বীকার করে নেয়া হয়েছ্র এবং চুক্তি মোতাবেক সংশোধিত পার্বত্য জেলা পরিষদ আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কিন্তু উক্ত কনভেনশনের স্বাক্ষরদাতা দেশের আদিবাসী হয়েও এবং পার্বত্য চুক্তিতে উল্লেখ থাকলে চুক্তির দুই দশক ও বাংলাদেশ স্বাধীনতা সুবর্ণজয়ন্তী অতিক্রম হলেও আজ দেশের আদিবাসী ছেলেমেয়েরা নিজস্ব মাতৃভাষার মাধ্যমে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রয়েছে।
তথ্য: সংগৃহীত।