২৪ বছরের সুন্দরী ২১ সন্তানের মা
facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
২৪ বছরের সুন্দরী ২১ সন্তানের মা
ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক০৭:৫১, ২৮ অক্টোবর, ২০২১ | পাঠের সময় : ১.৮ মিনিট
সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন জর্জিয়ার বাসিন্দা ক্রিস্টিন আজটেক। ২৪ বছরের এই সুন্দরী বর্তমানে ২১ সন্তানের মা। তার কোটিপতি স্বামীর সঙ্গে তিনি এতগুলো সন্তানের মাতৃত্ব বরণ করেছেন। এই মুহূর্তে তাই রাশিয়ার গণ্ডি ছাড়িয়ে তার মাতৃত্বের খবর সারা দুনিয়ার ভাইরাল খবরে পরিণত হয়েছে৷
নিজের ২১ সন্তান সমলানোর জন্য তার ১৬ জন ন্যানি বা আয়া রয়েছেন। এই ২১ সন্তানের জন্য তাদের কোটি কোটি ডলার খরচ করতে হয়েছে। কিন্তু তারা জানিয়েছেন এই অর্থব্যয় করে তারা সবচেয়ে বেশি খুশি পান।
ডেইলি মেইলে প্রকাশিত খবর অনুযায়ি, ক্রিস্টিনা আজটেক জর্জিয়ার কোটিপতি গৈলপের স্ত্রী। গতবছর মার্চ থেকে এবছরের জুলাই মাস পর্যন্ত সারোগেসি করে অর্থাত অন্যের গর্ভে সন্তান জন্ম দিয়ে বাবা -মা হয়েছে এই কোটিপতি দম্পতি। এরজন্য তারা ১৪২.০০০ পাউন্ড অর্থাৎ ১কোটি ৬৪ লক্ষ ৭৮ হাজার ১৫৬ টাকা খরচ করছেন।
আরও পড়ুন:
হিরায় তৈরি গাড়ি, ছুঁলেই দিতে হবে লাখ টাকা
রাশিয়ার ক্রিস্টিনা বাচ্চদের দেখাশুনো করার জন্য ১৬ জন আয়া রেখেছেন। যারা ২৪ ঘণ্টাই ডিউটি করেন। এর জন্য তাদের ৯৬ হাজার ডলার অর্থাৎ ৭৮ লক্ষ টাকারও বেশি খরচ হয়।
ক্রিস্টিনার গর্ভে এখনও অবধি ২ সন্তান জন্মেছে। এছাড়া সারোগেসির মাধ্যমে তাদের ২১ বাচ্চা আরও রয়েছে। ফলে এক ছাদের নিচে তাদের ২৩ টি বাচ্চা একসঙ্গে বড় হচ্ছে।
No description available.
২৪ বছরের সুন্দরী ২১ সন্তানের মা
facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
২৪ বছরের সুন্দরী ২১ সন্তানের মা
ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক০৭:৫১, ২৮ অক্টোবর, ২০২১ | পাঠের সময় : ১.৮ মিনিট
সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন জর্জিয়ার বাসিন্দা ক্রিস্টিন আজটেক। ২৪ বছরের এই সুন্দরী বর্তমানে ২১ সন্তানের মা। তার কোটিপতি স্বামীর সঙ্গে তিনি এতগুলো সন্তানের মাতৃত্ব বরণ করেছেন। এই মুহূর্তে তাই রাশিয়ার গণ্ডি ছাড়িয়ে তার মাতৃত্বের খবর সারা দুনিয়ার ভাইরাল খবরে পরিণত হয়েছে৷
নিজের ২১ সন্তান সমলানোর জন্য তার ১৬ জন ন্যানি বা আয়া রয়েছেন। এই ২১ সন্তানের জন্য তাদের কোটি কোটি ডলার খরচ করতে হয়েছে। কিন্তু তারা জানিয়েছেন এই অর্থব্যয় করে তারা সবচেয়ে বেশি খুশি পান।
ডেইলি মেইলে প্রকাশিত খবর অনুযায়ি, ক্রিস্টিনা আজটেক জর্জিয়ার কোটিপতি গৈলপের স্ত্রী। গতবছর মার্চ থেকে এবছরের জুলাই মাস পর্যন্ত সারোগেসি করে অর্থাত অন্যের গর্ভে সন্তান জন্ম দিয়ে বাবা -মা হয়েছে এই কোটিপতি দম্পতি। এরজন্য তারা ১৪২.০০০ পাউন্ড অর্থাৎ ১কোটি ৬৪ লক্ষ ৭৮ হাজার ১৫৬ টাকা খরচ করছেন।
আরও পড়ুন:
হিরায় তৈরি গাড়ি, ছুঁলেই দিতে হবে লাখ টাকা
রাশিয়ার ক্রিস্টিনা বাচ্চদের দেখাশুনো করার জন্য ১৬ জন আয়া রেখেছেন। যারা ২৪ ঘণ্টাই ডিউটি করেন। এর জন্য তাদের ৯৬ হাজার ডলার অর্থাৎ ৭৮ লক্ষ টাকারও বেশি খরচ হয়।
ক্রিস্টিনার গর্ভে এখনও অবধি ২ সন্তান জন্মেছে। এছাড়া সারোগেসির মাধ্যমে তাদের ২১ বাচ্চা আরও রয়েছে। ফলে এক ছাদের নিচে তাদের ২৩ টি বাচ্চা একসঙ্গে বড় হচ্ছে।
No description available.
২৪ বছরের সুন্দরী ২১ সন্তানের মা
facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
২৪ বছরের সুন্দরী ২১ সন্তানের মা
ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক০৭:৫১, ২৮ অক্টোবর, ২০২১ | পাঠের সময় : ১.৮ মিনিট
সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন জর্জিয়ার বাসিন্দা ক্রিস্টিন আজটেক। ২৪ বছরের এই সুন্দরী বর্তমানে ২১ সন্তানের মা। তার কোটিপতি স্বামীর সঙ্গে তিনি এতগুলো সন্তানের মাতৃত্ব বরণ করেছেন। এই মুহূর্তে তাই রাশিয়ার গণ্ডি ছাড়িয়ে তার মাতৃত্বের খবর সারা দুনিয়ার ভাইরাল খবরে পরিণত হয়েছে৷
নিজের ২১ সন্তান সমলানোর জন্য তার ১৬ জন ন্যানি বা আয়া রয়েছেন। এই ২১ সন্তানের জন্য তাদের কোটি কোটি ডলার খরচ করতে হয়েছে। কিন্তু তারা জানিয়েছেন এই অর্থব্যয় করে তারা সবচেয়ে বেশি খুশি পান।
ডেইলি মেইলে প্রকাশিত খবর অনুযায়ি, ক্রিস্টিনা আজটেক জর্জিয়ার কোটিপতি গৈলপের স্ত্রী। গতবছর মার্চ থেকে এবছরের জুলাই মাস পর্যন্ত সারোগেসি করে অর্থাত অন্যের গর্ভে সন্তান জন্ম দিয়ে বাবা -মা হয়েছে এই কোটিপতি দম্পতি। এরজন্য তারা ১৪২.০০০ পাউন্ড অর্থাৎ ১কোটি ৬৪ লক্ষ ৭৮ হাজার ১৫৬ টাকা খরচ করছেন।
আরও পড়ুন:
হিরায় তৈরি গাড়ি, ছুঁলেই দিতে হবে লাখ টাকা
রাশিয়ার ক্রিস্টিনা বাচ্চদের দেখাশুনো করার জন্য ১৬ জন আয়া রেখেছেন। যারা ২৪ ঘণ্টাই ডিউটি করেন। এর জন্য তাদের ৯৬ হাজার ডলার অর্থাৎ ৭৮ লক্ষ টাকারও বেশি খরচ হয়।
ক্রিস্টিনার গর্ভে এখনও অবধি ২ সন্তান জন্মেছে। এছাড়া সারোগেসির মাধ্যমে তাদের ২১ বাচ্চা আরও রয়েছে। ফলে এক ছাদের নিচে তাদের ২৩ টি বাচ্চা একসঙ্গে বড় হচ্ছে।
No description available.
দই মাস্ক : পানি ঝরানো দই এবং সঙ্গে অল্প ল্যাভেন্ডার অয়েল, হাফ চামচ মধু মিশিয়ে জাস্ট ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করলে দারুণ কাজ দেবে।
পেঁপে এবং মিল্ক মাস্ক : পেঁপে ও দুধ একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মুখে এবং গলায় লাগিয়ে নিবেন। সপ্তাহে একদিন ব্যবহার করলে ভালো উপকার পাবেন। তাহলে শীত নিয়ে আর বাড়তি কোনো দুশ্চিন্তা নেই। এভাবে শীতের আগে ত্বকের যত্ন সম্পূর্ণ হবে।
বাতাসে শীতের আগমনী বার্তা যেন বলে দিচ্ছে ত্বকের জন্য দরকার খানিকটা বেশি যত্নের। কারণ ত্বক ক্রমশ টানছে। ধীরে ধীরে শুষ্কতার পরিমাণও বোঝা যাচ্ছে। আর শীত মানেই নানান ধরনের স্কিনের সমস্যার সূত্রপাত। ত্বক এতই শুষ্ক হয়ে যায় যে, এতে লাল ছোপ এবং শীতের প্রভাবে ফেটে যেতে পারে। সে থেকেই কিন্তু ত্বকের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে।
শীতের আগে বা শীতে শুরুতে এমন পরিস্থিতি হলে ত্বকের যত্ন নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। আর সেই সুরক্ষাটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে নিতে হবে। শীতে ত্বক সম্পূর্ণভাবে ক্ষতি হওয়ার আগেই ত্বককে হাইড্রেটেড রাখাটা শুরু করতে হবে।
শীতের আগেই রুক্ষ ত্বক, কী করবেন
এক গ্লাস লেবু পানির রয়েছে প্রচুর গুণ
facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button
এক গ্লাস লেবু পানির রয়েছে প্রচুর গুণ
ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক০৭:২৭, ২৮ অক্টোবর, ২০২১ | পাঠের সময় : ১.৯ মিনিট
আমাদের প্রতিদিনের জীবনে ভিটামিন সি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল পাতিলেবু। প্রতিদিনের খাবারে ডাল-ভাত কিংবা সালাদে অনেকেই লেবুর রস মিশিয়ে খান। আবার অনেকে লেবুর শরবত বানিয়েও খান। কিন্তু মেদ ঝরানোর জন্য রোজ সকালে খালি পেটে লেবু পানি খাওয়ার অভ্যাস এখন অনেকেরই তৈরি হয়ে গিয়েছে। শরীর যাতে ক্যালসিয়াম ঠিক করে শুষে নিতে পারে, তাতে সাহায্য করে ক্যালসিয়াম। তাই হাড় মজবুত রাখার জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়। তাছাড়া লেবু পানি খেলে শরীর অ্যালকালাইন হয়ে ওঠে। তাই পিএইচ মাত্রা ঠিক রাখার জন্য সকালে ঘুম থেকে উঠে লেবু পানি খাওয়াই ভাল।
লেবু পানির গুণাবলী
১) হজমে সাহায্য করে ও ওজন কমায় : সামান্য উষ্ণ গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়ার পরামর্শ অনেকেই দিয়ে থাকেন। যা সকালে খালি পেটে খেলে শরীরে একাধিক উপকার হয়। হজমে সাহায্য করে এই পানীয়। কোষ্ঠকাঠিন্য দূর করে। শরীর থেকে টক্সিনও বের করে দেয়, যার ফলে হজম ভালো ভাবে হয়। এছাড়াও লেবুতে থাকা অ্যাসিড ওজন কমাতে সাহায্য করে।
২) ত্বক ভালো রাখে : লেবুর সরবতের টক-মিষ্টি ভাব শুধু স্বাদে পরিবর্তন ঘটায় এমন নয়, শরীরে থেকে টক্সিন বের করে দেয়। ফলে ত্বক ভালো থাকে। এতে অ্যান্টি-অক্সিড্যান্টস থাকে, যা ত্বক ভালো রাখতে সাহায্য করে।
৩) রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় : লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন C থাকে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেবুর রস ঠাণ্ডা লাগা, সর্দি-কাশি ইত্যাদি থেকে রেহাই দেয়। করোনা যেহেতু এখনও রয়েছে বিশ্বে, তাই যে কোনও সময়ে অল্প লেবুর পানি খেলে তা শরীরে উপকার করে।
আরও পড়ুন:
অতিরিক্ত আপেল খাওয়া কি ঠিক?
৪) জ্বালাভাব ও অ্যানিমিয়া কমায় : লেবুর জলে অ্যান্টি-অক্সিড্যান্টস, ফোলেট, ফ্ল্যাভোনয়েডস ও ভিটামিন B থাকে। যা ক্রনিক কোনও রোগের থেকে হওয়া জ্বালাভাব কমায়, মানসিক চাপ কমায়। এতে থাকা ভিটামিন C অন্যান্য খাবার থেকে আয়রন শুষে নেয় ও হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। রক্তে হিমোগ্লোবিন বাড়লে রক্তাল্পতা হয় না।
৫) কিডনিতে স্টোন হওয়া রোধ করে : লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। যা কিডনিতে স্টোন হওয়া রোধ করে বা স্টোন হলে তা বের করে দিতে সাহায্য করে। স্টোন কিডনির ভিতরে তৈরি হতে দেয় না। পাশাপাশি মূত্রের পরিমাণ বাড়িয়ে স্টোন বের করে দেয়।
গরমকালে লেবু পানি অনেকেই খেয়ে থাকেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, রাস্তার ধারে যেসব লেবুর সরবতের দোকান বসে, সেখান থেকে না খাওয়াই ভালো! কারণ তারা কী পানি ব্যবহার করছে, কেউ জানে না!
ইত্তেফাক/ইআ
Selim Reza
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?