সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো জিদ্দার একজন লেবার।তাকে জিজ্ঞাসা করা হলো “কেন তুমি ইসলাম গ্রহণ করলে?”
সে বলল, “আমি যখন সৌদিতে আসবো তখন আমার নাম পরিবর্তন করে পাসপোর্ট ভিসা সব মুসলমানের নাম দিয়ে করলাম। মক্কার মসজিদে অমুসলিমদের ঢুকা নিষেধ, কিন্তু আমার ঢুকার তওফিক হয়েছে।
একদিন আমি রাস্তা ঝাড়ু দিচ্ছিলাম তখন আযান হলো, নামাযে গেলাম। নামাযে গিয়ে এক ধনী লোকের সাথে দাড়ালাম। ঠিক সেই মূহুর্তে আমার পাশে এসে দাড়ালো এক আতরের ব্যবসায়ী। যার এক ফোঁটা আতর কিনতে আমার মতো লেবারের ২ বছরের কামাই দরকার। সেই লোকটি আমার সাথে কাঁধে কাঁধ পায়ে পা লাগিয়ে দাঁড়ালো।
আমি রবিদাস বংশের লোক। সবচেয়ে নিচু শ্রেণি হয়ে আমাদের সমাজে আমি হয়েছি নিন্দিত। আমার ধর্মে ১২ জাতের লোক আছে, এদের মধ্যে কারো কারো ছায়া পড়লেও গোসল করতে হয়। কিন্তু মক্কার মসজিদে নামায পড়ে বুঝলাম আল্লাহর মসজিদে কারও রাজত্ব চলে না..!
আর ইসলামী সমাজেও কোনো ভেদাভেদ নেই।
এজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি..
আলহামদুলিল্লাহ।❤️
(সংগৃহিত)
- হ্যাঁ,এইটাই আমাদের ইসলামের প্রকৃত রূপ💜
আলহামদুলিল্লাহ, ইসলাম শান্তি ধর্ম। কিছু মূর্খ মানুষের কার্যক্রমের জন্য আমাদের শান্তির ধর্ম বারবার প্রস্নবিদ্ধ হচ্ছে। আল্লাহ সবাইকে সঠিকভাবে জানার তৈফিক দান করুন😊
বিসমিল্লাহির রহমানির রাহিম, আসসালামু আলাইকুম। ১০০টি সেরা ইসলামিক উক্তি বা ইসলামিক বানীর এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম।
জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তাই বলে ভেঙ্গে পড়া যাবে না, মনকে অটুট রাখতে হবে। জীবনটা নিতান্তই ছোট। কখন মৃত্যুর ডাক আসবে কেউই বলতে পারে না। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামি মনীষীগণ সমাজের দিকে লক্ষ্য রেখে ইসলামিক উক্তি বা ইসলামিক বানী প্রদান করছেন।
Read more https://www.anuperona.com/top-islamic-quotes/
Shayla Surovi
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?