ঢাকার বাড়িওয়ালা। বুঝেন তো ঢাকার বাড়িওয়ালা মানে কি? তাও আবার পুরান ঢাকার। বাড়িওয়ালা কসাই মানে মাংসের ব্যবসা করে। একজন আল্লাহভীরু লোক। কিন্তু চেহারার কারণে গুন্ডাপান্ডা মনে হয়। তাও আবার হাতে যদি চাপাতি থাকে কথা নাই।
একটা গান আছে না!
Read more https://www.anuperona.com/prem....er-kokhopoth/?swcfpc
ঢাকার বাড়িওয়ালা। বুঝেন তো ঢাকার বাড়িওয়ালা মানে কি? তাও আবার পুরান ঢাকার। বাড়িওয়ালা কসাই মানে মাংসের ব্যবসা করে। একজন আল্লাহভীরু লোক। কিন্তু চেহারার কারণে গুন্ডাপান্ডা মনে হয়। তাও আবার হাতে যদি চাপাতি থাকে কথা নাই।
একটা গান আছে না!
Read more https://www.anuperona.com/prem....er-kokhopoth/?swcfpc
আপনি কি (Android) স্মার্টফোন ব্যবহার করেন। কিন্তু আপনি কি জানেন যে ক্যাশে ফাইল (Cache) আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজ স্পেস দখল করে। আপনি যত বেশি অ্যাপ ব্যবহার করবেন, এটি তত বেশি তথ্য সংরক্ষণ করবে। অ্যাপস অস্থায়ী ফাইলের মাধ্যমে এই তথ্য সংরক্ষণ করে। আর অ্যান্ড্রয়েড ফোনের এই অস্থায়ী ফাইলগুলোকে ক্যাশে বলা হয়। আপনি যখন কোনো অ্যাপ দ্বিতীয়বার ব্যবহার করেন, অ্যাপটি আপনার আগের অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করবে। এবং সেই তথ্য ক্যাশ ফাইলের সাথে মিলবে। মনে রাখবেন, একটি অ্যাপ শুধুমাত্র সংশ্লিষ্ট অস্থায়ী ফাইল অ্যাক্সেস করতে পারে, অন্য অ্যাপের ফাইল নয়। অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশে সাফ করার জন্য পাঠকদের জন্য এখানে একটি টিপ রয়েছে৷
টিপসটি পড়ুনঃ https://cutt.ly/WR8oc7e
ঘটনাটা আজ থেকে কয়েক বছর আগে আমার মামির সাথে ঘটা। চাকরির সুত্রে আমার মামা ও মামি পুরান ঢাকার একটি বাসায় ভাড়া থাকত। মামার সেই বাসাটার পাশেই একটা ক্লিনিক ছিল। গর্ভবতীদের সন্তান প্রসব এবং এবোরশন করানো হতো সেখানে। অনেকসময় মৃত সন্তান এবং ভ্রুণগুলোকে ক্লিনিকের পাশের ফাঁকা স্থানে ক্লিনিকের আয়ারা পুঁতে দিত।
আমার মামি তখন ৬ মাসের অন্তঃসত্তা ছিল। মামি রোজ ফজরে ঘুম থেকে উঠে নামাজ পরে কুরআন পাঠ করত।
Read more https://www.anuperona.com/unknown-mystery/